প্রতিটি মানুষের জীবনে সুখ ও দুঃখের মধ্যে প্রবাহিত হয়।
🎇 🎇 বিসমিল্লাহির রহমানুর রাহিম। 🎇🎇
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
<<<<<<<<<©©©©>>>>>>>>>>>
সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
প্রথম স্টাটাস অফ দ্যা ডে হবার অনুভূতি প্রকাশ।
=============================
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন,উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ। যার অনুপ্রেরণা আজ লেখার সাহস পেয়েছি। পেয়েছি লক্ষ মানুষের উৎসাহ অনুপ্রেরণা।..🌷..🌷..🌷..🌷..🌷..🌷..🌷..
২৫ সে জুলাই, ২০২০ সালে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত হই আমার প্রিয় বন্ধু Monir Mon এর মাধ্যমে। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ১১ তম ব্যাচের একজন গর্বিত সদস্য।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
প্রতিটি মানুষের জীবনে সুখ ও দুঃখের মধ্যে প্রবাহিত হয়। যেমন মুদ্রার এপিঠও পিঠ। আমার জীবনেও একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়। তখন খুব হতাশাজনক ছিলাম, বিদেশ থেকে দেশে এসে পরিবারের সকলের কাছে হয়ে যাই একজন শস্ত্র।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
প্রায় ছয় বৎসর বেকার ছিলাম কি করবো বুঝে উঠতে পারিনি। তখন দেখি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের পেজ টা আমার বন্ধু মনির ভাইয়ের একটা পোস্ট। তখন মনির ভাইকে বিস্তারিত জানতে পারি। তার মাধ্যমে রেজিস্ট্রেশন করে একটু একটু করে পথ চলতে থাকি।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
পারিবারিক নানা সমস্যার জন্য আমি তখন এক্টিভ থাকতে পারতাম না।
একদিন যুক্ত হলাম মানিকগঞ্জ জেলা টিমে। বিগত দুই মাস যাবৎ আমি সুপার এক্টিভ একজন সদস্য।
🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄
এই প্লাটফর্ম থেকে আমি কি পেয়েছি বা কি শিখছি।
=========®®®®==========
এই প্লাটফর্মে যুক্ত হয়ে, প্রিয় স্যারের ৯০দিনের শিক্ষা কে বুকে ধারণ করে পথ চলছি। প্রতিদিন
অনেক কিছু শিখছি। কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। একজন সফল উদ্যোগতা হতে হলে কি করনীয়।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
শিখেছি বিজনেসের নানা কৌশল,
আগে দুজন মানুষের সাথে কথা বলার সাহস হতোনা। এখন প্রতিদিনের সেশন ক্লাস, ও মাসিক অনলাইন মিট আপের মাধ্যমে কথা বলার জরতা কাটিয়ে উঠতে পারছি। এখন তৃ দেশীয় মিট আপ গুলোতে যুক্ত হচ্ছি প্রতি নিয়োত। এখন বুকে সাহস নিয়ে কথা বলতে পারি সবার সাথে।
এই প্লাটফর্মে যুক্ত হবার পর থেকে আমি নিজের একটা রেডিমেড গার্মেন্টস পোশাকের শোরুম দিয়েছি। ও আমার একটা অনলাইন পেইজ আছে। পেইজের নাম, Faith hub BD.
এই প্লাটফর্মে যুক্ত হয়ে, সকল কোর ভলেন্টিনার, মডারেট, এডমিন, ডিস্ট্রিক্ট এম্বাসেডর, কমিউনিটি ভলেন্টিয়া সকল সদস্য দের ভালোবাসা পেয়েছি।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
একদিন আমাদের মানিকগঞ্জ জেলা টিমের কমিউনিটি ভলেন্টিয়ার রমিজ ভাই আমাকে বললেন জীবনের গল্প লেখার জন্য।
তখন আমি ভাইকে বললাম ভাই এটা লেখে কি হবে। তখন ভাই আমাকে সব খুলে বললেন। তখন (sod) সম্পর্কে জানতে পারলাম। তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করলো। যে কোন অর্জন মানুষকে আরো বড় কিছু করার জন্য সাহস যোগায়। তখন আমি আমার ছোট্ট জীবনের গল্প টা লিখি সংখিপ্ত আকারে। আসলে অল্প সময়ে সেই ভাবে গুছিয়ে লিখতে পারিনি। আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। আমি ভেবে ছিলাম আমি( sod) হতে পারবোনা। পোস্ট টি এপ্রোভ হবার পর থেকে। সকল জেলার সব দায়িত্বশীল ও ভাই বোন আমার গল্প টা পরেন। আমার মানিকগঞ্জ জেলার সকল ভাই বোন আমাকে ভালো বেসে
সাপোর্ট করে গেছেন সবসময়।
এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনরা আমাকে লাইক কমেন্ট করে সাহায্য করেন। তাদের গঠন মুলক মন্তব্য করেন। তাদের এতো ভালোবাসা পেয়েছি সেটা জীবনেও ভুলার নয়।
হঠাৎ তাদের এতো ভালোবাসা পেয়ে, কখন যে চোখ থেকে জ্বল গড়িয়ে পরলো বুঝতেই পারিনি।
💐💐💐🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐
সত্যি আজ আমি গর্বিত এমন একটা প্লাটফর্মের সদস্য হতে পেরে।
আমি সেই পোস্টের মাধ্যমে স্টাটাস অফ দ্যা ডে হই।
সেদিনের আনন্দ টা ছিলো এমন। যেদিন আমি প্রথম সন্তানের বাবা হই।
বিগত দুই মাস যাবৎ আমি নিয়মিত সুপার এক্টিভ একজন সদস্য।
এই দুই মাসে আমি তিন বার স্টাটাস অফ দ্যা ডে হইছি।
কমিউনিটি ভলান্টিয়ার হিসাবে কাজ করছি মানিকগঞ্জ জেলা টিমে।
গত জুলাই মাসে টপ টেন খেলে ছিলাম, তবে টপ টেন হতে পারিনি। তবে হাল ছাড়িনি। আবার চেষ্টা করবো।
যে কোন খেলায় হার জিৎ থাকবে, এটা জীবনের একটা পার্ট।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
প্রিয় স্যারের শিক্ষা কে বুকে ধারণ করে, আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের চার ভাই মিলে একটা মিনি গার্মেন্টস খুলতে যাচ্ছি। আমাদের গার্মেন্টসের নাম, RAM3 garments.
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
আমাদের জন্য সবাই দোয়া করবেন।
এই প্লাটফর্ম থেকে অর্জন করছি। এখানে হারাবার কিছু নেই।
সবাই একটু সময় দিন নিজের কাজ কে ভালোবেসে। সাফল্য আপনার হাতে ধরা দিবে ইনশাআল্লাহ।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
অন্যের মতো হবার চেষ্টা করবেন না।
নিজেকে নিজে প্রমাণ করুন।
অন্যের সুরভে সুরভিত হয়ে নিজের গন্ধকে উজাড় করার ভেতর কোনও বীরত্ব থাকতে পারে না । আপনি নিজেই যে কিছু পারেন তা প্রমান করে দিন। হয়তো মনে হতে পারে, আপনার দ্বারা সম্ভব নয়; কিন্তু মনে রাখবেন- যারাই আজ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে বসে রয়েছে- তারা এমন কোন অমৃত সুধা পান করেনি যার ফল হিসেবে তারা হয়েছেন সফল ব্যাক্তিত্ব ! 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🍄🍄🍄🍄🍄🍄🍄
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।।
শুভেচ্ছান্তে,তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিম।
নাম, মো : মাসুদ আলনুর
কমিউনিটি ভলান্টিয়ার
জেলা :মানিকগঞ্জ
উপজেলা :সিংগাইর
রেজিস্ট্রেশন নং ২৫৮৮৪
ব্যাচ নং ১১
ব্লাড গ্রুপ :বি পজিটিভ
নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনর গর্বিত সদস্য।
আমি কাজ করছি, রেডিমেড গার্মেন্টস পোশাক নিয়ে।
আমার ফেসবুক পেইজ :Faith Hub BD
Owner of : R.R. Fashion House
👚👕👖👔👗👙