আমার এই ছোট জীবনে তেমনই এক প্রাপ্তি ছিলো এই প্লাটফর্ম থেকে।
আসসালামু আলাইকুম।
সর্বপ্রথম মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ নিকট❤️❤️আমার রব এখনো পযন্ত সুস্থ মানুষদের মধ্যে একজন করে রেখেছেন আমায়।❤️❤️
পৃথিবীতে আমরা ক্ষণিকের মেহমান,, তা আমরা সবাই মানি।
তারপরও যতদিন বেচে আছি ততদিন আমরা বেচে থাকারই লড়াই করে যাচ্ছি। p
এই তো চলার পথে আমাদের এই ছোট ছোট প্রাপ্তি গুলোই যেনো আমাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখা থাকে।
আমার এই ছোট জীবনে তেমনই এক প্রাপ্তি ছিলো এই প্লাটফর্ম থেকে। আমি কখনো নিজের মনের কথা গুলো,,ভাব গুলো প্রকাশ করার মতো কোন একটা মনখোলা জায়গা পাইনি।হতে পারে আমিই তৈরি করতে পারিনি,,
যেখানে কিনা নিজের অবচেতন মনের সকল ভাষা গুলো প্রকাশ করতে পারি নিঃসংকোচে।
ওখন এই প্লাটফর্মে যুক্ত হই নবম ব্যাচ চলাকালীন,, তখন থেকেই এই প্লাটফর্ম এর কার্যক্রম গুলো আমার মন ছুয়ে যেত❤️❤️
নিজেকে খুব আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ফেলি প্রাণের এই ফাউন্ডেশন এর সাথে। এই ফাউন্ডেশন এর সকল কার্যক্রম আমায় চুম্বকের মতো টানতো।
এর কয়েকদিন পর বুজতে পারি,,প্রতিদিনই SoD প্রকাশিত হয়,, Md Iqbal Hossain ভাইয়ার আইডি থেকে।
পরে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেই বুজয়ে পারি প্রতিদিন প্লার্টফম এর লিখা গুলো থেকে সেরা লেখা কেই SOD করা হয়।
এর পর আমার কেনো যেনো নিজের ভিতর লোভ লাগা শুরু করলো,,না না এটা অন্য লোভ নয় এটা নিজের অনুভুতি গুলোকে শেয়ার করার লোভ❤️❤️
কেমন যেনো মনে হতো আমি পারবো,, আর আমার ছোট থেকেই একটা স্বভাব ছিলো পারিনা,,পারবোনা,,হবেনা এরকম টাইপ কথা গুলো আমার পছন্দ নয়,,আমি সত্যিই মন থেকে অপছন্দ করি এই কয়েকটি শব্দাবলী। আমার নিজের প্রতি খুবই আত্মবিশ্বাস থাকতো যে হ্যা আমি পারবো,,হয়তো একটু কম ভালো হবে তবুও আমি পারবো।
তো যাই হোক,,এভাবে ২/৩ বার একটু করে লিখছিলাম প্লাটফর্মে। তবে তা গল্প আকারে না,,,এমনিতেই ছোটখাটো লিখা ছিলো।
এর এক পর্যায়ে স্যার ঘোষণা দেন গল্পে গল্পে সেল পোস্ট,,সেই দিনও লিখছি তবে আমার লিখাটা এত ভালো হয়নি।
আসলে তখন কিভাবে কি করতে হয় তাও একটু কম বুজতাম।
এসে গেলো কোরবাণীর ঈদ,, প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার ঘোষণা দিলেন কোরবানীর হাটের,, সেই
হাটে আবার গল্পে গল্পে স্বল পোস্ট ও দিলে শোড ঘোষণা করবেন।
তো আমিও কিভাবে যেনো আমার মনের সব মাধুরী মিশিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মা মেয়ের কথোপকথন নিয়ে করোনাকালীন সময়ের কোরবানির হাট উপলক্ষে গল্পে গল্পে সেল পোস্ট দিয়ে।
কেমন যেনো উত্তেজনা কাজ করছিলো নিজের মাঝে,,
সারাদিন উত্তেজনার মাঝে কাটিয়ে অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ করে ইকবাল ভাইয়া ঘোষণা দেন SoD এর।
আলহামদুলিল্লাহ ঐদিন আমি প্রথম স্ট্যাটাস অব দ্যা ডে হই❣️❣️
এই ছোট্ট পাওয়ার অনুভূতি আমি কখনোই কাগজে কলমে কিংবা মোবাইল টাইপিংয়ে বুজাতে পারবোনা।
এই পাওয়া আমার কাছে প্রথম পাওয়া।
এই প্লাটফর্ম এর SoDসিস্টেম না থাকলে আমি নিজেও কখনো জানতাম যে আমিও কিছু লিখতে পারবো।
বড় বড় রাইটার দের লিখা পড়ি উৎসাহ পাই।
কিন্তু নিজে কখনো গুছিয়ে কিছু লিখবো এটা সম্পূর্ণ ছিলো কল্পনার ও বাইরে। আজ সত্যিই অনেক বেশী খুশি লাগছে দেখতে দেখতে SoDএর ৬০০ দিন পূর্ণ হয়েছে। এটা সত্যিই অনেক আনন্দদায়ক আমাদের জন্য❣️।
আজ ৬০০ দিন আমরা কত জনের হাজারো সুক দুঃখের গল্প হাজারো অনুভূতি জানতে পেরেছি।
অনেক ভাইবোন দের লিখা পড়ে মুগ্ধ হয়ে স্তব্ধ ভাবে বসেই থাকি,,পড়তে পড়তে যেনো কল্পনার জাগতে হারিয়ে যাই।সব লিখা গুলো কল্পনার জগতে বাস্তবভঙিতে চোখের উপর ভাসে। অনেক মধুর মধুর স্মৃতি মনে পড়ে।
এই প্লাটফর্মে অনেক অনেক আপু ভাইয়াদের লিখা পড়ে উৎসাহ পাই,অনেক সুখ দুঃখের ভাগীদার হই খুবই ভালো লাগে।
আমার কাছে মনে হয় শুধু আমি নই কেউই তার প্রথম প্রাপ্তির কথা ভুলতে পারেনা।
এই পযন্ত প্রায় ১৫/১৬ বার SoD হয়েছি তবুও কেনো যেনো প্রথম বারের অনুভূতি এখনো ভুলতে পারিনি।
এই SoDএর মাধ্যমে নিজের ভিতরের আমি টাকে খুবই ভালোভাবে উপলদ্ধি করতে পারি আলহামদুলিল্লাহ।
আজও লিখতে বসে আমি কল্পনার জগতে চলে গেছি।
আরেকটা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের Nurun Nabi Riyaz ভাইয়াকে।
আমার জানামতে ভাইয়াই এই SOD প্ল্যাণ টি দিয়েছিলেন।
এই প্লাটফর্ম কে সত্যিই বেশী ভালোবাসি❤️❤️
প্রিয় মেন্টরের প্রতি অনেক কৃতজ্ঞতা,,শ্রদ্ধা রইলো আমাদের এই প্লাটফর্ম উপহার দেয়ার জন্য❣️❣️
এই প্লাটফর্ম আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সকল জ্ঞান কে কাজে লাগাতে পারি।
অন্যকে দেখে শিখতে পারি।
এই ফাউন্ডেশন থেকে অনেক অজানাই জানতে পারছি।
শুকরিয়া সব কিছুর জন্য
শুভেচ্ছান্তে
নওশিন তারানুম
কমিউনিটি ভলান্টিয়ার
নবম ব্যাচ
রেজিষ্ট্রেশন নম্বর ঃ১২৬২৮
জেলাঃ ফেনী
ব্যবসাঃ Fashion Food BD