হসপিটালের বেডে শুয়ে আছি
আসসালামু আলাইকুম।
💐সকলকে কষ্ট করে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।💐
আশা নয় বিশ্বাস আপনার সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন।
আমি ও আছি হসপিটালের বেডে শুয়ে আছি কি করবো একটু লিখলাম।
একটা জিনিস লক্ষ্য করলাম
Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন ফাউন্ডার এবং আমার মেন্টর জনাব Iqbal Bahar Zahid
স্যার যদি হসপিটালের বেডে শুয়ে থেকে আমাদের প্রতিদিন বিভিন্ন কন্টেন্ট ,দিকনির্দেশনা এবং সহযোগিতা দিতে পারে আমি Jamshed Hossain Bappy কেন নয়।
গত শুক্রবার সকালবেলা হাজীগঞ্জে শাহজাহান মেমোরিয়াল হসপিটালে ভর্তি হলাম সেদিন কয়েকটা ব্লাডের জন্য রিকুয়েস্ট আসলো ম্যানেজ করে দিতে পারিনি মনের অজান্তে খুব খারাপ লাগলো অসহায় মানুষগুলো আমাকে ফোন দিচ্ছে ব্লাডের জন্য কিন্তু মেনেজ করে দিতে পারতেছিনা হসপিটালে থাকার কারণে, তারপরও চেষ্টা করেছি।
আমাদের প্রিয় mentors' জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার বলেন প্রতিদিনের সাথে আপনাকে আমাকে কিছু না কিছু ভাল কাজ যুক্ত থাকতেই হবে।
"""আপনার কোটি টাকা আছে কিন্তু আপনি ভাল মানুষ না তাহলে আপনার পুরো জীবনটাই বৃথা""
শুক্রবার সারাদিন চেকআপ করে , রেস্ট ,স্যালাইন দিয়ে সকল কিছু করে বিকেলে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারের এর পর অপারেশন এই পর্যন্ত বলতে পারি তারপর দিন সকাল থেকে বলতে পারব। এর মাঝে কি হয়েছে বলতে পারবোনা।
কেননা সকাল পর্যন্ত জ্ঞান হারা ছিলাম।ও আরেকটা কথা বলতে ভুলে গেছি।
আমি যখন অপারেশন থিয়েটারে যাই তখন আমার ফোন কার কাছে রাখবো বুঝতে পারতেছি না তখন হসপিটালের একজনের কাছে দিলাম উনি কি করেছে আমার এটা বন্ধ করে রেখেছে।
পরে ডাক্তার আশা দেরি দেখে আমি বললাম যে আমার ফোনটা দেন দেখি উনি আমার ফোন্টা বন্ধ করে রেখেছে আর উনি নিজে বলেছেন আমার ফোন অনেক এই কল করতেছে খালি ফোন আসে তাই বন্ধ করে রেখেছি।
অন্য একজন নার্স বলেন আপনি উনার ফোন বন্ধ করলেন কেন উনি একজন স্বেচ্ছাসেবক ওনার ফোন আসবে। বন্ধ করা যাবে না। উনি সারা বাংলাদেশের মানব সেবা করেন। মনের ভিতরে একটা আত্মতৃপ্তি এল।পরে বললাম আমার আম্মুর কাছে দেন ফোনটা।
তারপর আর কি হয়েছে সকাল পর্যন্ত কিছু বলতে পারব না অপারেশন শুরু।
অপারেশন থিয়েটারে মনে হচ্ছে আমি রোবট হয়ে গেছি একেকবার একেক চিন্তা আসে।
মনে হচ্ছে যে আমার সবকিছু আমার কন্ট্রোল এর বাইরে আমি আমার আম্মুকে বলতেছি পরের দিন আমি মনে হয় রোবট। আম্মু বলতেছে হুম রোবট।
আম্মু বলেছে রাতে নাকি কেন একটু কান্না করেছি জীবনের কিছু কিছু ব্যর্থতার জন্য।
আম্মু নাকি সান্ত্বনা দিয়েছে আমাকে।
সকালে ফোনটা হাতে নিয়ে দেখলাম অনেকেই এসএমএস করতেছেন এবং ফোন দিচ্ছে তারপরও কথা বলতে পারছিনা । তারপরও একটা কাছের বন্ধু ব্লাডের জন্য কল দিল ব্লাড লাগবে তার রিলেটিভি এর। ঠিকমতো কথা বলতে পারিনি মামাকে দিয়ে কথা বলিয়েছি। তারপর ও ব্লাড প্রয়োজন। আমাকে কয়েকবার ফোন দিয়ে পায় না। আমি রেডি রক্তদাতা নিয়ে কাজ করি ,কার কখন লেগে যাবে বলা তো যায় না ।তারপরও আমি রক্তদাতার রেডি করে রাখি । ব্ল্যাড ম্যানেজ করে রেখেছিলাম। ব্লাডার প্রয়োজনে মানুষ খুঁজতে না হয় তার ব্যবস্থা করে রাখি।
এর মাঝে অনেকেরি ফোন রিসিভ করতে পারি অনেকের এর পারিনা। হসপিটালে আমার সাথে আমার আম্মু আছে আম্মু রিসিভ করেছেন বাকিদের সাথে আম্মু কথা বলেছেন।
আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ যেন ব্লাড এর অভাবে না মারা যায়।
প্রিয় স্যার জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার যদি হসপিটালের বেডে থেকে মানব সেবা করতে পারে আমি নয় কেন।
তাই অসুস্থতার মধ্যেও মানুষের ব্লাড ম্যানেজ করতে লাগলাম যদিও ঠিকমত বসতে পারিনি শুয়ে শুয়ে। এখনো হসপিটালের বেডে শুয়ে আছি।
হাজার হাজার মানুষের ভালোবাসায় কিছুটা সুস্থ হয়ে গেছি ।
আলহামদুলিল্লাহ গতকাল কে ও নিজের হাতে গড়া একটা রক্তদাতা প্রথমবারের মতো নিজের লাল ভালোবাসা দান করে একজন রোগীর জীবন বাঁচালেন।
আমি অনেক খুশি ।
আমি হয়তো অসুস্থ কিন্তু রক্তদাতাকে অসুস্থ ছিল না তাই মানুষের জীবন বাঁচাতে সামান্য কিছু হলেও আমার হাত ছিল। আলহামদুলিল্লাহ মনে শান্তি।
আমার দেখা অনেক মানুষ আছে যাদের কাছে লাখ লাখ টাকা আছে লাখ টাকা ইনকাম কিন্তু ব্যক্তিগত জীবনে তারা শান্তিতে নেই ,কিন্তু আমার লাখ এবং হাজার টাকা ইনকাম নেই আলহামদুলিল্লাহ ভালো আছি।
মানবসেবা এমন একটা প্রশান্তি যেটা হয়তো আপনি লাখ টাকা ইনকাম করলে পাবেন না আমরা যখন কোন রক্তদাতা মেনেজ করে দেই তখন যাদের রক্ত প্রয়োজন হয় তারা আমাদের জন্য যে কি করে ফিলিংস আপনাদেরকে বুঝাতে পারব না।
তবে এতটুকু বলতে পারি আপনি যদি মানব সেবার জন্য কাজ করেন আল্লাহ আপনার জন্য কাজ করবে।
এবং আমি একজন স্যারের বাধ্যগত ছাত্র ব্লাড ম্যানেজমেন্ট গর্বিত সদস্য।
এবং #নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন এর এসো কোরআন শিখি কাফেলার একজন উদ্যেক্তা ও পর্যবেক্ষক হিসেবে আমি গর্বিত।
#নিজের_বলার_মতো_একটি_গল্প_ফাউন্ডেশন এর। অনেক #কোর_ভলান্টিয়ার গন #মডারেটরগণ
#জেলা_অ্যাম্বাসেডর এবং #উপজেলা_অ্যাম্বাসেডর, #কমিউনিটি ভলান্টিয়ার , এখন সুপার একটিভ ভলান্টিয়ার দের যে ভালোবাসা পেয়েছি আমি
মুগ্ধ হয়ে গেছি।
দোয়া করবেন আপনাদের এই ভালোবাসা যেন আজীবন ধরে রাখতে পারি জীবন সব সময় যেন মানব সেবা করতে পারি।
আরেকটা কথা হচ্ছে চার মাস অন্তর অন্তর আপনারা অন্য মানুষের জীবন বাঁচাতে এবং সহযোগিতা নিজের লাল ভালোবাসা দান করবেন।
আর যারা কুরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে জানেন না তারা #নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে এসো কোরআন শিখি কাফেলার অংশগ্রহণ করে সহি শুদ্ধভাবে কুরআন শিখে নিবেন।
ও আর একটা কথা না বললেই নয় আমি মানব সেবা করে কি পেয়েছি।
প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের ভালোবাসা। স্যার আমাকে নিজে ফোন দিয়ে বলেন তুমি এগিয়ে যাও আমার দোয়া এবং স্নেহ তোমার সাথে আছে আর কি লাগে বলেন
আরো অনেক মানুষের ভালোবাসা।
একটা কথা না বললেই নয়।
গতবছর পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গেলাম করতে পারিনি কাগজপত্রের কিছু ত্রুটি থাকার কারণ।
ক্লান্ত মন নিয়ে বাড়ি ফিরব তখন চাঁদপুরে গেলাম কয়েকজন কে ফোন দিলাম আমার কাগজ ঠিক আছে কিন্তু সত্যায়িত করার জন্য।
বিসিএস ক্যাডারস মাধ্যমে অনেকেই অনেক রকম অ্যাক্সিস দেখাইলে।
তখন একটা ছোট ভাই এর সাথে দেখা হলো তার সাথে
তাকে বললাম আমার কাগজপত্র গুলু সত্যায়িত করতে হবে। সে তার স্যার কে ফোন দিল স্যারের বাসায় গেলাম স্যার আমাকে চিনে না জানে না সত্যায়িত করে দিবেনা। কোনভাবেই সত্যায়িত করবে না।
যখন ছোট ভাইটা বলল স্যার উনি একজন স্বেচ্ছাসেবক। উনি মানব সেবা করেন।
তখন বিসিএস ক্যাডার অফিসার আমাকে আমার বাসা থেকে ডাক দিল ডাক দিয়ে আমার নাম ঠিকানা আমি কি করিয়ে দিলে জিজ্ঞেস করল।
যখন আমার নাম ঠিকানা জানতে গেলে আমি একজন স্বেচ্ছাসেবক। তখন উনি নিজেই অস্থির হয়ে গেলেন আমাকে কোথায় বসাবেন কি দিবেন কি খাওয়াবেন।
আইএম নাথিং টু ইউ স্যার এর কাছে অথচ স্যার আমাকে বলতেছে আমি আপনার মত একজন মানুষের সহযোগিতা করতে পেরে আমি ধন্য। এর থেকে আর কি লাগে আপনারা বলেন।
সকলের দোয়া এবং ভালোবাসা চাই আজকে আর নয় পরে আরেকদিন বলবো।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৩
Date:- ২২/০৮/২০২১ ইং
মোহাম্মদ জামশেদ হোসেন (বাপ্পি)
🏠জেলা - চাঁদপুর
🌡️ ব্লাড ডোনেট ম্যানেজমেন্ট এর সদস্য
📖এসো কোরআন শিখি কাফেলার উদ্যেক্তা ও পর্যবেক্ষক।
✍️রেজিষ্ট্রেশন নাম্বার -৭ /১৩৪০৭
🌐 ফাউন্ডার অফ শোকরান বাজার https://www.facebook.com/A-113503427047158/
ফাউন্ডার অফ বাইপাস সপ
https://www.facebook.com/BuyPassShop/