সাদামাটা আমার বাবা
🕌🕌বিসমিল্লাহির রহমানির রহিম🕌🕌
~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~~
🌼🌼আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ🌼🌼
সর্বপ্রথম ঐ মহান আল্লাহ তা'আলার প্রশংসায় সেজদায় অবনত হচ্ছি🕋, যিনি এই করোনা মহামারীতেও আমাদের এবং আমাদের পরিবারকে সুস্থ, সুন্দর রেখেছেন। তার জন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি ,আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালম পেশ করছি মানবতার মুক্তির দূত, দু জাহানের সরদার,সায়্যিদুস্সাক্বালাইন, খাতামুন্নাবিয়্যন হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,।
💐💐কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মানুষটার প্রতি, যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। যার অনুপ্রেরণায় আমরা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া,স্যার সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে ❤️
🖊️নিজের জীবনের গল্পটা নিজেকেই লিখতে হয়। যদি কেউ তা শুনে হাসে বুঝবেন আপনার গল্পটা এখন বিনদনের পর্যায় রয়েছে, যদি কেই উৎসাহ দেয় বুঝতে হবে রাস্তা তৈরি হচ্ছে কিন্তু হাটতে হবে নিজেকেই, আর যদি কেউ হাত বাড়িয়ে দেয় বুঝতে হবে আমার জন্য লিফটের ব্যবস্তা হচ্ছে। উপরে উঠাটা দ্রুত হবে,
🍃সাদামাটা আমার বাবা 🍃
~~~~~~~~~~~~~~~~~~~~~
সবার কাছে সবার বাবা একজন পৃথিবীর সেরা মানুষ, এটাই স্বাভাবিক ব্যাপার,কিন্তু আমার নিকট আমার বাবা তার থেকেও আরে বেশি কিছু,যার কোন উপমা হয়তো আমার জানা নেই।
আমার বাবা একজন নারিকেল ব্যাবসায়ী,
যার কারনে ছোটবেলায় বাবাকে দেখতাম মাথায় নারিকেলের টুকরি নিয়ে ২/৩ মাইল হেটে হেটে বাড়িতে আসতো,আমার বাবা খুব ছোট বেলায় তরা বাবাকে(আমার দাদা) হারায়,
আমার বাবা ছিল তাদের ভাই বোনের মধ্যে সবার বড়, অভাবের সংসার ছিল তাই বাবা বেশিদূর পড়াশোনা করতে পারেননি।
ছোট বেলায় সংসারের হাল ধরতে হয়েছে বাবাকে
আমার বাবা আমার কাকার পড়াশোনার সব খরছ দিতো,কখনো কাকাকে কাজ করতে দেয়নি, আল্লাহর রহমতে আমার বাবার কষ্ট সফল হয়েছে, কারন আমার কাকা এখন অনেক ভালো একটা অবস্থানে আছে,
আমার বয়স যখন ৫ বছর তখন আমার বাবা আমাকে বাড়ীর পাশের নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়,বেশিরভাগ সময় দেখতাম বাবা নারিকেলের কাজ নিয়েই ব্যাস্ত। মাঝে মাঝে বাবার সাথে কাজে সাহায্য কারার জন্য যেতাম, কিন্তু বাবা সবসময় ফিরেয়ে দিত,বলতো মনোযোগ দিয়ে পড়াশোনা কর,তাহলে আর আমার মত কষ্ট করতে হবেনা,
আমার বাবা হয়তো অন্য বাবাদের মত আমাদেরকে আদর করতে পারতোনা, কাজের কারনে, কিন্তু বাবার আদর আমারা ঠিকই অনুভব করতাম,
অন্য বাবাদের মত আমার বাবা ভালোবাসা প্রকাশ করতে পারতোনা ঠিক,কিন্তু আমার বাবার গোপনে আমাদের জন্য ভালেবাসার কোন প্রকার কমতি ছিলনা,
🚓দিনটি কখনো ভুলবো না 🧭
~~~~~~~~~~~~~~~~~~
ছোট বেলায় একদিন বাবার সাথে ভ্যান গাড়ীতে করে জাচ্ছিলাম,তখন এত বুঝ জ্ঞান হয়নাই আমার, আমি বাবার সাথে সামনেই বসছিলাম,হঠাৎ আমি গাড়ির চাক্কার ভিতরে আমার পা ডুকিয়ে দিলাম, ব্যাস,,,তারপর আরকি, জা হওয়ার তাই হলো আমার পায়ের চামড়া উঠে খুব বাজে অবস্থা, রক্তপাত হতে লাগলো, এদিকে আমার বাবা কি করবে, ঠিক বুজে উঠতে পারছিলনা,তাড়াতাড়ি আব্বু আমাকে কোলে নিয়ে ডাক্তার খানায়া নিয়ে গেল, তার পর ডাক্তার আমার ট্রিটমেন্ট করলো এদিকে আমি কান্না করবো নাকি কি করবো ভয়ের কারনে আমি চুপ করে আছি, তারপর কোলে করে বাবা আমাকে বাড়ীতে নিয়ে আসলো তারপর ধীরে ধীরে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি,
ঐ দিন বাবাকে দেখেছি যে বাবা আমার জন্য কি পরিমান পেরেশান হয়েছে, আসলে আল্লাহ তায়ালা বাবা মাকে সন্তানের জন্য আলাদা একটা ভালোবাসা দিয়েছেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
গল্পটা লিখতে গিয়ে বহুবার কেদে ফেলেছি, অনেক জাইগাই আমার হাত বন্ধ হয়ে গেছে, চিন্তাশক্তি স্থির হয়ে গেছে শুধু বাবার চেহারাটা ভেসে উঠেছে, আমার বাবা আছে তাই আমার পৃথিবীটা অনেক বড়, আমার জন্য বাবা মাই একটা পৃথিবী, অনেকের বাবা নাই, কারো কারো মা নাই তাদের বাবা মার প্রতি দোয়া রইলো, কারণ বাবা মা ছাড়া পুরো দুনিয়াটা শুন্য মনে হয়।
💝💝এই প্লাটফর্মে এসে আমার অনুভূতি 💝💝
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🥀এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি বলেই এমন সুন্দর একটি পরিবার পেয়েছি, যেখানে সব কিছু বলা যায়
🥀এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি বলেই অজানা অচেনা প্রিয় ভাই বোনদের সাথে পরিচিত হতে পেরেছি।
🥀এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি বলেই আজ কিছু লিখতে সাহস পেয়েছি।
🥀এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি বলেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি।
🥀এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি বলেই কিছু মানবিক কাজ করার চেষ্টা করে যাচ্ছি।
🥀এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি বলেই। আজ আমি চাকরির পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি
বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
~~~~ ~~~~~~ ~~~~~~~
পরিশেষে আবারো কৃতজ্ঞতা 💐💐জানাই ইকবাল বাহার জাহিদ স্যারকে। স্যার আমাদের জন্য এতো সুন্দর ও বিশাল
বড় একটি পরিবার তৈরি করে দিয়েছেন। যেখানে হাসি- খুসিতে সব কিছু শেয়ার করা যায়। আমার প্রিয় ভাই বোনদের প্রতি রইলো দোয়া ও শুভকামনা।
সবাই ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন
গল্পটি যারা মনোযোগ সহকারে পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের বাবা মায়ের প্রতি আমার সালাম
বাবা, মা তোমাদেরকে অনেক ভালবাসি
💛💛আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ
🌼🌼🌼🌼💐💐💐💐💐🌼🌼🌼🌼🌼
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৩
Date:- ২২/০৮/২০২১ ইং
নাঈমুল হাসান(বিপ্লব)
কমিনিটি ভলেন্টিয়ার
জেলা★লক্ষীপুর
থানা★রামগন্জ
ব্যাচ★১৫
রেজিঃ★৬৭৬৫০