সফলতার স্বপ্ন
কবিতা
সফলতার স্বপ্ন
আমিরুল ইসলাম
মানুষের মনের ভীতর আছে একটা বাসা,
ছোট হলেও সেখানে বাস করে হরেক রকম আশা।
ছেঁড়া কাথায় শুয়ে দেখতে পারো লাখটাকার স্বপ্ন।
কিন্তু,স্বপ্নটাকে প্রতিনিয়ত করতে হবে যত্ন।
পৃথিবীতে সবাই কী আর জাহাজের মালিক হয়ে জন্মায়?
আদার ব্যাপারী জাহাজের বায়না করলে তা হবে না অন্যায়।
মার্ক যুগার বার্গ হয়তোবা হতে পারতেন না সফল,
কিন্তু,তাঁর যত্নে গড়া স্বপ্ন কখনো হতো না বিফল।
আঙ্গুল ফুলে কখনো হবে না কলা গাছ বা বেল।
যদি তুমি গাছে কাঁঠাল রেখে গোঁফে মাখো তেল।
কাজের কথা শুনে যদি তোমার হয় মন ভারি
যা কিছু আছে তোমার তাও চলে যাবে ছাড়ি।
কাজ করে তোমার বন্ধু বউকে কিনে দেয় দামি শাড়ি।
তুমি কেন বেকার থেকে তার সাথে কর আঁড়ি?
লাভের আশায় কিনোনা কেউ কোনো জিনিস সস্তা।
সস্তা জিনিস দুদিনেই কিন্তু দেখাবে তার তিন অবস্থা।
সময়ের চেয়ে পৃথিবীতে নেই কিছু আর এত দামী।
শুধু বসে বসে স্বপ্ন দেখে সমাজে হয়োনা বদনামী।
বি.দ্র:আমার এই লেখায় কারো যদি কিঞ্চিৎ উপকার হয় সেখানেই আমার সফলতা।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯
Date:- ২৪/১১/২০১৯ ইং
আমিরুল ইসলাম
৫ম ব্যাচ
রেজি নং:6152
পাবনা।