বুঝে পড়া বা বুঝে করা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি
১ সর্ট কার্ট
সর্ট কার্ট আমরা অনেকেই কিছু করতে গেলে কিভাবে সর্ট কার্ট করা যাবে সেই চিন্তা করি, সবকিছু কি সর্ট কার্ট করা যায়? না, সর্ট কার্ট করে কখনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব না।
২, মুখস্থ বিদ্যা
একিই অবস্থা মুখস্থ বিদ্যা ফ্লো করলে দেখা যাবে, ঘুরে ফিরে আবার একিই যায়গায় এসে পরেছি, কারণ যতটুকু মুখস্থ করেছি সেটুকু জানলাম কিন্তু সামনে এগুতে পারলাম না,তো মুখস্থ বিদ্যায় ও কাংখিত সাফল্য আসে না
৩, বুঝে পড়া বা বুঝে করা
যখন আমরা কোন কিছু বুঝে সুনে করবো, ইনশাআল্লাহ আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো স্যার আমাদের কে প্রায় বলে থাকেন সর্ট কার্ট নয় তাড়াহুড়ো নয় যা কিছু করবো বুঝে এবং জেনে করবো,যায়ই কিছু করিনা কেন আগে আমাদের কে ভালো ভাবে বুঝতে হবে শিখতে হবে, এবং লাগে থাকতে হবে,হার মানা যাবে না বারবার চেষ্টা করতে হবে তাহলেই আমরা কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো
অবশেষে ধন্যবাদ প্রিয় স্যার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে, আমাদের কে এই সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে নিয়ে কিছু করার সুযোগ করে দিয়েছে এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারছি পরিচিত হতে পারছি অনেক গুলো ভালো মানুষের সাথে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১
Date:- ২৬/১১/২০১৯ ইং
মাসুদ আহমেদ
জেলা মুন্সীগঞ্জ
মক্কা সৌদি আরব
চতুর্থ ব্যাচ ৫৭১