আমরা বাবুল ভাই এর পরিবারের সন্ধান পেয়েছি
"আলহাদুলিল্লাহ"
আমরা বাবুল ভাই এর পরিবারের সন্ধান পেয়েছি যিনি দির্ঘ নয় মাস যাবত সৌদি আরবে রিয়াদে তারিক আল খারিজে রাবিয়া হসপিটালে কাতরাচ্ছেন। ধন্যবাদ জানায় নাই "নিজের বলার মত একটা গল্প" রিয়াদ টীমের চার জন সদস্য (MD Akram Hossan, Md Mahbub,Lokman Bin Nurhashem ভাইকে) তাদের থেকে খবর পেয়ে আমরা ব্রাক্ষণবাড়িয়া জেলার পক্ষ থেকে ( ব্রাক্ষণবাড়িয়া জেলার টিমে এনামুল ভাই ও আমি যায়) বাবুল ভাই এর বাড়িতে। গিয়ে দেখি তাদের চোখে মূখে কান্নার ছাপ। তার মা জানতে চাই সে কেমন আছে তার ছেলে, তার স্ত্রী জানতে চাই তিনি কোথায় আছেন কেমন আছেন। যা আমি বলে শেষ করতে পারব না। দির্ঘ নয় মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ নাই। বেচে আছে কি না মরে গেছে। তার কোনো খোজ খবর নাই। একটু খবরের জন্য তারা কত মানুষের কাছে আকুতি মিনুতি করেছে। একটু খবর দেওয়া জন্য সে কেমন আছে।কিন্তু কেউ এগিয়ে আসে নি। কেউ একটু খবর ও দেয়নি।( আলহামদুলিল্লাহ আমাদের নিজের বলার মতো একটি গল্প গ্রুপ এগিয়ে এসেছে) বুজতেই পারছেন যে দির্ঘ নয় মাস যাবত যার কোনো খুজ খবর নাই। কত একটা কষ্ট, কত চিন্তা,কত জালা লুকিয়ে আছে তাদের ভিতর। ছেলে তার বাবার ডাক পাই না, মা তার ছেলের ডাক পাই না,স্ত্রী তার স্বামীর ডাক পাই না,মেয়ে তার তার বাবার ডাক পাই না। এর চেয়ে পৃথিবীতে বড় কষ্ট আর কি হতে পারে । দির্ঘ নয় মাস যাবত চিম্তা গুলো কুড়ে কুড়ে হাচ্ছে তাদের জীবন। তাদের কষ্টের কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম। কতটা কষ্ট কতটা চিন্তা করছে তারা। যা বলে শেষ করতে পারব না। আর তাদের আর্থিক অবস্তা ভাল না শুধু ঘরটা ছাড়া আর কোনো কিছু নাই। তারে যে তাদের অর্থ দিয়ে বাবুল ভাইকে আনবে এই সমর্থ নাই। দির্ঘ নয় মাস ধরে নিজেদের সাথে সংগ্রাম করে বেচে আছে। খেয়ে না খেয়ে। এক হৃদয় বিদারক ঘটনা। যা বলে শেষ করতে পারব না। বাবুল ভাই এর পরিবারের সাথে দেখা না করলে আমরা বুঝতে পারতাম না যে মানুষ প্রিয় জনের জন্য কত না কষ্ট করে। আল্লাহতালা তাদের কে ধয্য ধরার তৌফিক দেন।
***আমরা তার পরিবারকে শান্তা দিয়ে এসেছি ( নিজের বলার মতো একটি গল্প গ্রুপ বাবুল ভাইকে দেশি ফিরিয়ে আনব ইনশাআল্লাহ)
***আমরা এই গ্রুপে যেই যেখানে আছি সবাই চেষ্টা করব বাবুল ভাইকে দেশে আনার জন্য। কেউ শ্রম দিয়ে, কেউ বা অর্থ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবের টিম কাজ করতেছে তাকে দেশে আনার জন্য।আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব।
*** ওনার পরিবারের সদস্যদের একটি ছবি দিলাম, এখানে ওনার স্ত্রী, মা, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সবাই তার পরিবারের জন্য দোয়া করবেন।
***আমি কি লিখব নিজের ভাষা হারিয়ে ফেলেছি। তাদের চোখে মূখে শুধু কান্নার ছাপ।শুধু হাহাকার বাবুল ভাই এর জন্য।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩
Date:- ২৮/১১/২০১৯ ইং
আমির হোসাইন
৬ষ্ট ব্যাচ
ব্রাক্ষণবাড়িয়া জেলা
রেজিষ্ট্রেশনঃ৫৮১৭