৭০০ তম দিনের অনুভূতি
আসসালামু আলাইকুম
৭০০ দিন শেষ হওয়া নিয়ে আমার অন্তরে জমে থাকা কিছু কথা।
১। নিজের বলার মত একটা গল্প যখন শুরু হয় ৬৪ জেলার ১৬৪ জনকে নিয়ে তখন শুধু আমি ঐ টানা ৯০ দিন গ্রুপ লেখা, দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।
২। ৯০ দিন সমাপনী অনুষ্ঠান যখন শেষ, স্যার কাছ থেকে পুরষ্কার হাতে নিলাম মন আরো বড় হয়ে গেলো চিন্তা করলাম ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
৩ পুরষ্কার হাতে নেওয়া পরে আমার এক বন্দু যানতে পারে, বলে কি যানি একটা পেয়েছে কাঠের টুকরা আমি বলি এটা সোনা টুকরা।
৪। সময় যত যাচ্ছে তত আমি খুজে বেরাই যদি কিছু ক্রেতা খুজে পাই।এর পাকে nirmankari আমাকে অফার করলো তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ২ ঘন্টা সয়ম নিয়ে তার পর সাথে সাথে হা করে দিলাম।
৫। সব চাইতে মজার ষিষয় আমরা এক এক জেলার কেউ কাউকে চিনি না,পরিচয় গ্রুপ এর মাধ্যমে।
৬।এখন আমাদের প্রতিষ্ঠানে অবস্থা খুব লাভ জনক অবস্থায় আলহামদুলিল্লাহ। যেখানে সপ্ন চিলো একটা ছোট প্রতিষ্ঠান করবো সেখানে আজ একটা সরাসরি কোম্পানির মালিক, মাজে মাজে চিন্তা করলে গায়ের পশম দাড়িয়ে যায়। এতো অল্প সময় কি থেকে কি হয়ে গেলো আমার।
৭।আমার মত সবার সপ্ন পূরণ হোক নিজের বলার মত একটা গল্প মাধ্যমে এই দোয়া করি।
আমি আওয়াজ দিয়ে জানিয়ে দিতে চাই সপ্ন শুরু ও বাস্তব রুপের জন্য দায়ী
***নিজের বলার মত একটা গল্প ***
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৭
Date:- ০২/১২/২০১৯ ইং
মো:মাকছুূূুদুর রহমান
প্রথম ব্যাচ-চাঁদপুর
কোর ভলেন্টিয়ার-মডারেটর
রেজিস্ট্রেশন ৮৭৩
০১৭৬৬৯৫৯৬৭৬