৭০০ দিন পূর্তি উপলক্ষ্যে আমার অনুভূতি
শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি লক্ষ তরুণের স্বপ্নদ্রষ্টা, একজন ভালো মানুষ আমাদের সকলের প্রিয় মেন্টর শ্রদ্ধেয় #জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারের প্রতি।
❤
স্যার আজ একটা পোস্টে বলেছিলেন আমাদের এই প্রাণের গ্রুপের ৭০০ দিন ফূর্তি উপলক্ষে নিজের অনুভূতি গ্রুপে লিখে পোস্ট করার জন্য।
আর সেজন্য আজকে এই গ্রুপটি সম্পর্কে ছোট্ট করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করছি।
#নিজের_বলার_মতো_একটি_গল্প_গ্রুপটি আমার কাছে একটা অন্যতম সেরা উপহার।
এটা শুধু আমার কাছে একটা উদ্যোক্তা তৈরির অনলাইন কর্মশালাই নয়, এটা আমার কাছে ভালোবাসার দ্বিতীয় পরিবার!
এটা আমার কাছে ভালো মানুষ হওয়ার একটা ট্রেনিং সেন্টার!
নিজেকে গড়ার, নিজের স্বপ্ন খুঁজে নেওয়ার একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
আপনাদের কাছে মনে হতে পারে এটা কিভাবে একটা বিদ্যাপীঠ হলো?
হুম, এটা একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ!
স্কুল , কলেজ, পেড়িয়ে এখন বিশ্ববিদ্যালয় জীবনের ক্রান্তিলগ্নে আছি।
এই স্টেশন গুলোতে আমি যতটুকু শিখতে পেরেছি, এই পরিবারের সাথে যুক্ত হয়ে কিন্তু তারচেয়ে কম শেখা হয় নি!
স্কুল কলেজ আমাকে গাদা গাদা থিওরি শিখেয়েছে, কিন্তু চোখে আঙুল দিয়ে বাস্তবতা শেখায় নি, স্বপ্ন দেখায় নি।
স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের কাছ থেকে যতটা আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি, তার থেকে হাজার গুণ বেশি এই পরিবারের প্রিয় ভাইবোনদের থেকে পাচ্ছি।
স্কুল কলেজের সম্পর্ক গুলো সময়ের তালে তালে স্থবির হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এই পরিবারের সাথে তৈরি হওয়া সম্পর্ক আজীবন অটুট থাকবে।
সর্বশেষ আমি এটাকে একটা বিশাল বড় বিজনেস নেটওয়ার্ক মনে করি!
তবে আমি বিজনেস নেটওয়ার্কের চেয়ে এটাকে ভালোবাসার নেটওয়ার্ক বলেই আখ্যায়িত করি। কারণ আমি মনে করি একজন ভোক্তাকে ক্রেতা বানানোর পূর্বে তাকে বন্ধু বানানো অত্যন্ত জরুরি।
আর তাই এই পরিবারের সকলে সকলকে সর্বপ্রথম অন্তর থেকে ভালোবাসতে হবে।
তারপর এমনিতেই এটা আমাদের জন্য একটা বিশাল বিজনেস নেটওয়ার্ক হয়ে যাবে।
এই পরিবারের সাথে আমি ৬ষ্ঠ ব্যাচের মাঝামাঝি থেকে আছি! তবে নিয়মিত ভাবে আছি ৭ম ব্যাচের শুরু থেকে।
এই অল্প কিছুদিনের মধ্যে আমি এই প্ল্যাটফর্ম থেকে যা যা অর্জন করতে পেরেছি-
১• নিজের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজের ব্যক্তি উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছি।
২• নিজের সংকীর্ণতা , হীনমন্যতা , কোন কিছু শুরু করার ভয়ভীতি কাটাতে সক্ষম হয়েছি।
৩• নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস ও সাহসিকতার সঞ্চার করতে পেরেছি।
৪• নিজে কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেছি।
৫• যেকোনো কাজের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসাকে জাগ্রত করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ!
এই পরিবারের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি।
সর্বশেষ, এই গ্রুপের সকল সদস্যদের প্রতি আমার অনুরোধ আপনারা যারা এই গ্রুপের সাথে যুক্ত আছেন তারা সবাই এই গ্রুপটাকে অন্তর থেকে ভালোবাসে এটার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন।
পাশাপাশি এই গ্রুপটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ হতাশাগ্রস্ত বেকারদের স্বপ্ন দেখাতে সাহায্য করার মাধ্যমে এই গ্রুপটাকে আজীবন টিকিয়ে রাখতে সহযোগিতা করবেন।
পরিশেষে আবারো শ্রদ্ধেয় স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্য দিয়ে স্যারের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।
আল্লাহ হাফেজ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৭
Date:- ০২/১২/২০১৯ ইং
মোঃ ইয়াছিন
ব্লাড গ্রুপঃ (O+)
৭ম ব্যাচ, জেলাঃ কুমিল্লা।
রেজিঃ ৩৩৪৫