বিষয় :- নিজের বলার মত ৭০১ তম দিন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, অনেক ভাগ্যবান, ৭০১ তম দিনে আজকে আমাদের পদার্পণ, আজ আমার ৫২১ তম দিন। আমার ৫২১ দিন নিয়ে কিছু লিখব।
বাংলাদেশে প্রথমবারের মতো টানা 701 তম দিন আজকে নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের কর্মশালার কোন বড় দিন, কোন ঈদের দিন, বা অলসতা বন্ধ করতে পারিনি একদিনের জন্যও এই কর্মশালাটি আমি মনে করি এটি পৃথিবীতে সবচেয়ে বড় কর্মশালা হিসেবে রূপান্তরিত হয়েছে কারণ টানা সাতশত একদিন কোন কর্মশালা চলছে বলে আমার জানা নেই, তবে আপনাদের কেউ যদি জানা থাকে কমেন্ট অবশ্যই লিখবেন যাতে আমি জানতে পারি। এ দীর্ঘমেয়াদী কর্মশালায় করার জন্য আমরা সবাই কৃতজ্ঞ আমাদের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
মানুষের জীবনে ছোটখাটো স্বপ্ন থাকেইই কিন্তু স্বপ্নগুলো না সহজে পূর্ণ হয়না দিন শেষে যেমন সন্ধ্যা আসে বা অন্ধকার ঘনিয়ে আসে ঠিক আমাদের স্বপ্নগুলো না দিন শেষে ফুরিয়ে যায় বা হারিয়ে যায়। যখন আমরা স্বপ্ন গুলোকে হারিয়ে ফেলি তখন মনে হয় যদি আমার স্বপ্নটা বাস্তব হলে কতই না আমি সুখী হতাম? আর এই নিয়ে আমরা অনেক আফসোস করি, অনেকে বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয়ে যায় আফসোস করতে করতে।
ঠিক তেমনটা আমিও স্বপ্ন দেখতাম, কিন্তু কত রকমের কত স্বপ্ন দেখতাম কিন্তু স্থির হতে কখনো পারিনি, আর না পারার ও অনেকগুলো কারণ ছিল যা এখন একটু একটু করে বুঝি। সবচেয়ে বড় কারণ আমার স্বপ্নগুলো কি আমি পালতে জানি নাই তাই অল্পতেই ভেঙে যেত। আমার মত করে ১৭ কোটির দেশে কত কোটি স্বপ্ন দিনদিন ভাঙছে তার কোন হিসাব মিলানো যাবে না আর এদের কাছে ফেরেশতা হয়ে আসলো একজন স্বপ্নবাজ, একজন শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার, সবাইকে স্বপ্ন দেখাতে লাগলো, স্বপ্ন পূরণ পর্যন্ত আমাদের গাইড করবে বলে ওয়াদা করে সবাইকে সাথে নিয়ে চলবেন যতক্ষণ পর্যন্ত স্বপ্নবাজরা, স্বপ্ন পূরণ না করে ঠিক তারই কথা তিনি রেখে যাচ্ছেন প্রতিনিয়ত এই সাতশত দিনে বাংলাদেশের ৬৪ জেলায় এবং ৫০ টি দেশে কমপক্ষে দুই হাজার জনের স্বপ্ন পূরণ করেছেন ইকবাল স্যার ও প্রতিনিয়ত অভিভাবকের মতো সকলের সাথেই আছেন কোন কারনে যেন আমাদের স্বপ্ন ভেঙ্গে না যায় এইটা বাংলাদেশের ইতিহাসের সারা পৃথিবীর ইতিহাসে সেরা একটা উদ্যোগ বিনা ছুটিতে একটানা সাতশত দিন ক্লাস করানো মোটেই সহজে বিশ্বাসযোগ্য নয় কিন্তু তিনি তা বিশ্বাস করিয়া ছাড়ছেন সবাইকে একদিন তিনি "গিনেজ বুকে" রেকর্ড এর খাতায় নাম লেখাবেন এটা বিশ্বাস করি আমি।
এভাবে যদি কিছুদিন চলতে থাকে আমি হলফ করে বলতে পারি আগামী ৫ বছরে কমপক্ষে ৫০-৭০ হাজার উদ্যোক্তা তৈরি হবে এবং একজন উদ্যোগতা যদি ৫-১০ জনের চাকরির ব্যবস্থা করে তাহলে কমপক্ষে কত লক্ষ লোকের কর্মসংস্থান হবে এটা কি ভাবছেন আপনি? মনে হয় না তবে ইকবাল বাহার স্যার এটা নিয়ে নিস্চয় পরিকল্পনারকরে রেখেছেন এবং এটাই করবেন।
আসি এবার ভালো মানুষের কথায় :::----
নিজের বলার মত একটা গল্প গ্রুপের প্রথম কথাই হলো আপনি একজন ভালো মানুষ হতে হবে আর সেটা আমি বিশ্বাস করি দুই লক্ষ লোকের প্ল্যাটফর্মের সবাই ভালো মানুষ। কথা হচ্ছে সাতশ দিনে ২ লক্ষ মানুষ ভালো হিসেবে রূপান্তরিত হয় এবং নিজেকে ভালো মানুষের পরিচয় দেয় যা গড়ে ২৮৫-২৮৬ জন লোক পরিবর্তন হচ্ছে বা শুধু ব্যাক্তিই না কতটা পরিবারের পরিবর্তন এসেছে এভাবে ২০০০ দিনে কত মানুষ ভালো মানুষ হিসেবে পরিচয় দিবে নিজেকে? তাহলে কি দেশটা পরিবর্তন হচ্ছে বা হবে?
📢📢 কি বলেন আপনারা???
👉👉 ইকবাল বাহার স্যার কি দেশের পরিবর্তনে নিজের অবদান রাখছেন??
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে অবদান::--
👉 দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে একজন ঘর/বাড়িহীন লোককে ঘর করে দেয় নিজের বলার মত একটা গল্প গ্রুপ।
👉 বাংলাদেশে ঘূর্ণিঝড়ে দোস্ত দের মধ্যে ত্রাণ বিতরণ করে নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 স্বেচ্ছায় বৃক্ষরোপণ করেন নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 মানবতার স্বার্থে রক্তদানে এগিয়ে আসছে প্রতিনিয়ত নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 সৌদি আরবে ওমরা করতে গিয়ে হারিয়ে যাওয়া নানীকে খুঁজে বের করেছে নিজের বলার মত একটা গল্প গ্রুপ, নিজেরা নানীকে খুঁজে পাওয়া অসাধ্য হয়ে পড়তো এবং সেই অসাধ্য টাকে সাধন করে এত সুন্দর আলোড়ন সৃষ্টি এবং দৃষ্টান্ত সমাজসেবা স্থাপন করেন সৌদি আরবে নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা খুঁজে বের করে দেন ব্রাহ্মণবাড়িয়ার ১২ বছর পরিচয়হীন অসুস্থ হসপিটালে পড়ে থাকা ব্যক্তির পরিচয়, এবং দেশে আসার সহজ ব্যবস্থা এতে করে দেশে অপেক্ষা করা তার পরিবার কতটা যে আনন্দিত হয়েছে তা মুখে বলার ভাষা হয়তো কেউ নাই আর এটা সম্ভব করেছে নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 মালয়েশিয়াতে দুর্ঘটনার কবলে পড়ে নিহত ভাইয়ের লাশ দেশে ফেরার রাস্তা সহজ করে দেন নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 দুবাইতে এক ভাই অসুস্থতায় ভুগছেন তার আত্মীয় গ্রুপে পোস্ট দিয়ে সহযোগিতা চায় তাতে উপস্থিত হয়ে যায় নিজের বলার মত একটা গল্প গ্রুপ এবং সর্বোচ্চ সহযোগিতা করে অসুস্থ ভাইকে
👉 আমাদের এক প্রবাসী ভায়ের বোনের জন্য প্রচুর রক্তের প্রয়োজন ছিল যা হয়তো ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি ঠিক তখনই উনার পাশে দাঁড়াই নিজের বলার মত একটা গল্প গ্রুপ
👉 বাংলাদেশের সবচেয়ে বড় অবহেলিত হচ্ছে প্রবাসীরা ঠিক যখন প্রবাসীর স্বপ্ন ভেঙে তার বাগান কে উজার করে দেয় দুষ্কৃতীরা, ভূমিদস্যুরা এবং তার বাবাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে ঠিক তখনই তার বাবা ও পরিবারের পাশে দাড়িয়ে মানসিক ও আইনগত সহায়তা দেওয়ার জন্য পাশে আসে নিজের বলার মত একটা গল্প গ্রুপ।
এই পর্যন্ত ইকবাল বাহার জাহিদ স্যার যা করেছেন তা সকলের মঙ্গলের জন্য করেছেন, বাংলাদেশ প্রবাসীদের নিয়ে কখনো সরকার ভালো কিছু চিন্তা করেনি ঠিক সেখানেই তরুণ স্বপ্নবাজদের পরিচালক, বাংলাদেশ প্রবাসীদের জন্য মানবিক সাহায্য ডেস্ক চালু করেন এতেও নিচের সকল সুবিধা দেওয়ার কথা বলেছেন তার সত্যিই দরকার একজন প্রবাসীর এভাবে প্রতিনিয়ত ভালো কাজগুলো করে যাচ্ছেন স্বেচ্ছায় বিনা শ্রমে আর তারই সংগঠন, তারই গল্প তৈরীর জন্য আজকের এই নিজের বলার মত একটা গল্প গ্রুপ আমরা গর্বিত এই গ্রুপের একজন সদস্য হতে পেরে।
🎤🎤 আসছে এবার আমার পরিবর্তনে::--
এই সেশন থেকে শেখার আগে যেমন ছিলাম আমি এবং বর্তমান আমার সাথে তার আমূল পরিবর্তন হয়েছে এখন, বিশেষ করে এখন গর্বের সাথে যেই কেউকে বলতে পারি আমি একজন ভালো মানুষ, এবং সাথে সাথে নিজে কয়েকজন মানুষকে নিজের হাতে ভালো মানুষ করার আপ্রাণ চেষ্টা করে ভালো মানুষের কাতারে এনেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।
👉 নিজে এখন একজন দায়িত্বশীল হয়ে গেছি।
👉 সময়ের কাজ সময়ে করতে চেষ্টা করি।
👉 নিজের একটা নিয়মের মধ্যে নিজেকে পরিচালিত করছি।
👉 স্বপ্নবাজ তরুণ হওয়ার চেষ্টা করছি, স্বপ্ন দেখার পরে স্বপ্নগুলোকে লালন করতে শিখছে।
👉 মানুষের উপকারে নিজেকে সক্রিয় করেছি আগের থেকে অনেক বেশি।
👉 মাকে প্রতিদিন "ভালোবাসি মা তোমায়" কথাটি বলতে শিক্ষছি।
👉 নিজেদের একটা সত্য এবং শক্ত নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি।
এভাবে যদি বলতে চায় তাহলে লিখে শেষ করতে পারব না যে আমূল পরিবর্তন এসেছে তবে জীবনের শেষ বিন্দু পর্যন্ত লেগে থাকতে চাই প্রিয় প্লাটফর্মে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৭
Date:- ০২/১২/২০১৯ ইং
সিএম হাসান
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com