৭০০ তম দিনের অনুভূতি
আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সকল ভাই ও বোনদেরকে জানাই আমার এক বুক ভালোবাসা। ★★
আজ স্যার বলেছেন নিজের কিছু অনুভূতি লিখার কথা
আজ আমাদের পরিবারের ৭০০ তম দিন এই দিনটি আসলেই শরোনিও কারণ এটা এক রকম অসম্ভব কিন্তু প্রিয় এইদিন প্রযন্ত প্রিয় স্যার আমাদের সাথেই যুক্ত ছিলেন। প্রিয় স্যার এর জন্য আন্তরিক ভালোবাসা এবং দোয়া। আমি যুক্ত ছিলাম ৫ ম ব্যাচ থেকেই একটি দিন ও আমি দুরে ছিলাম না সেই হিসেবে আমি লিখবো আজকের দিন প্রযন্ত ৩১২ দিনে আমার নিজের বদলে যাবার গল্প। আসলে লিখতে গেলে অনেক সময় লাগবে আর নিজের ব্যাস্তার জন্য অল্প করে লিখলাম। আমি পেয়েছি একজন ইকবাল বাহার নয় হাজারো ইকবাল বাহার যারা প্রত্যকেই এক এক জন ভালো মানুষ যাদের ভালোবাসার কোনোই কমতি নেই। যেমন আমার কথাই যদি বলি হটাৎ করে কাজে অনেক ব্যস্ত কিন্তু একজন ফোন করে বলেন যে ভাই আমি নিজের বলার মতো একটা গল্প গ্রুপ এর ওমূখ ভাই বলছি সাথে সাথে তার কথা গুলো আমি মনযোগ দিয়ে শুনি এবং নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেস্টা করি। ★আমি বিশ্বাস করি এই ভালোবাসা সবার মধ্যেই আছে। ★আমি শিখেছে পরিবারের কি ভাবে সময় দিতে হয়।★আপন জনদেরকে কিভাবে ভালোবাসতে হয়।★আমি শিখেছি হাজারো কষ্টের মাঝে ও মা বাবাকে কিভাবে সুখি রাখতে হয়।★ আমি শিখেছি হাজারো ব্যাস্ততার মধ্যে দুরে থেকে প্রতিদিন মায়ের কাছে ফোন করে মায়ের খবর নিতে মাকে ভালোবাসতে★ মাকে পায়ে হাত দিয়ে সালাম করে মাকে বুকে জরিয়ে ধরতে ★★ মাকে বুকের সাথে জরিয়ে ধরে রাখতে কিযে আনন্দে কিযে শান্তির সেটা কেবল যারা জরিয়ে ধরেছেন তারাই কেবল অনুভব করতে পেরেছেন ★★আমি শিখেছি নিজেকে অনেক বেশি ভালোবাসতে কারণ আমি এটা বুঝে গেছি যে আমি যদি আগে নিজেকেই ভালো না বাসি তাহলে আমি কিভাবে অন্যকে ভালোবাসবো★এটা তো নিজের প্রতি জোর করে করানো হবে।তাই আমি আগের থেকেও এখন সব চেয়ে বেশি নিজেকে ভালো বাসি।★ নিজেকে ভালো বাসি বলেই আমি এখন আমার সপ্নগুলোকে জাগিয়ে রাখতে পেরেছি ★ সপ্ন গুলো কে বড় করে দেখতে শিখেছি★ আমার মাথার উপর একটি বড় বিল্ডিং দেখতেছেন এক সময় আরও কিছু বছর আগে যখন ঢাকায় বেড়াতে আসতাম তখন রিকশায় বসে উপরের দিকে তাকিয়ে থাকতাম আর নিজেকে চুপি চুপি বলতাম এই বিল্ডিং গুলোতে কারা থাকে তারা বুঝি অনেক বড় মাপের মানুষ। ★ আর আজ আমি নিজেই ভাবি যে এই ঢাকা শহরেই আমার নিজের এর চেয়ে উঁচু উচু অনেক গুলো বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ। ★★ এটা কেবলই এই গ্রুপ এ এসেই সপ্ন দেখছি। আমি এটাও সপ্ন দেখছি একদিন আমার কোম্পানিতে শত শত লোকজন কাজ করে তাদেরই পরিবারের মুখে হাসি ফুটাবে ইনশাআল্লাহ ★ আমি শিখেছি একজন বৃদ্ধ লোককে রাস্তা থেকে হাতে ধরে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে। ★★ এটাও যে কি আনন্দ সেটা নিজে করলেই বুঝবেন।সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শিখেছি শত খারাপ পরিস্থিতিতেও কিভাবে নিজের ব্যবসায় ধৈরর্য ধরে টিকে থাকতে হয় তারই ধারাবাহিকতায় চাকরি ছেড়ে আজ নিজেই ব্যাবসা শুরু করেছি ২৯ মাস আর প্রতিষ্টান নিয়েছি নবাবপুরে ২১ মাস। ★★ মাঝে মাঝে ইনভেস্ট কম হওয়ায় সেল ও কম হয় আবার দেখা যায় দুই চারদিন সেল ও হয় না। কাস্টমারকে বিশ্বাস করে বাঁকিতে মাল দিলে তারা ও ঠিক মত টাকা দেন না আরও অনেক কিছু কিন্তুু যত কিছুই হোক না কেনো আমি হাল ছাড়বো না ইনশাআল্লাহ জীবনের শেষ দিন প্রযন্ত লেগে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই প্রিয় গ্রুপ এল সকল ভাই ও বোনেরা আমার জন্যে দোয়া করবেন। আর প্রিয় স্যার এর জন্যে এবং তার পরিবার এর জন্যে অনেক দোয়া এবং ভালোবাসা। ★
স্যার এর স্লোগান গানকে সামনে রেখেই শেষ করতে চাই যেটা সবচেয়ে বেশি আমাকে অনুপ্রানিত করেছে ★
"""""" সপ্ন দেখুন """"""
"""""" সাহস করুন """""
"""""" শুরু করুন """"""
"""""" লেগে থাকুন """""
""""""" সাফল্য আসবেই ইনশাআল্লাহ ★★★
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৭
Date:- ০২/১২/২০১৯ ইং
নাজিউর রহমান বাবু
৫ ম ব্যাচ
রেজিষ্ট্রেশন নম্বর 3702
কমিউনিটি ভলান্টিযার
জেলা ভোলা বর্তমান ঢাকা
খিলগাঁও মতিঝিল জোন
ব্যাবসা প্রতিষ্ঠান
ঢাকা নবাবপুরে
ফোন নম্বর ঃ 01730919735