নিজের বলার মত একটা গল্প ৭০০ দিনের অনুভূতি
বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে,যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের কিছু ভালো মানুষের সাহচর্যে থাকার সুযোগ করে দিয়েছেন।
ধন্যবাদ জানাচ্ছি সবার প্রিয় Iqbal Bahar Zahid স্যারকে,যিনি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম তৈরি করে দুই লক্ষ তরুণ-তরুণীর স্বপ্নকে ফোকাস করতে পেরেছেন।
ধন্যবাদ জানাচ্ছি নিজের বলার মত গল্প গ্রুপের সকল সদস্যদেরকে,যারা আমার মত গেঁয়ো কিংবা ক্ষ্যাত মানুষকে দিনের পর দিন সহ্য করতেছে।
প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন- আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে,কেননা আমি আজ বড্ড অসুস্থ। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকের আমার লেখার বিষয় হল- নিজের বলার মত একটা গল্প গ্রুপের ৭০০ দিন নিয়ে।
১) নিজের বলার মত একটা গল্প কি?
নিজের বলার মত একটা গল্প হচ্ছে- যে গল্পটা হবে আমাকে ঘিরে,সেখানে থাকবে থাকবে আমার সফলতা কিংবা ব্যর্থতার গল্প। ব্যক্তিগত ভাবে আমি ব্যর্থতা শব্দটি ব্যবহার করিনা,এমনকি সফলতা শব্দটিও না। আমি যা বলি- হয় জিতবো নয় শিখবো। আর আমার জেতা বা শেখা নিয়েই তৈরি আমার নিজের বলার মত একটা গল্প।
২) কিভাবে চিনলাম আমি নিজের বলার মত গল্প গ্রুপ?
একদিন ফেসবুকে আমি কি গল্প যেন খুঁজতে ছিলাম। হঠাৎ দেখি নিজের বলার মত একটা গল্প পেইজে লাইক দেওয়া। তখন উৎসাহ নিয়ে ওই পেইজে ঢুকি এবং পেইজের একটি পোস্ট পড়ি। পোস্টটি ভালো লাগায় আমি এই পেইজটিকে সার্চ দিতে যাই,যাতে আমার সামনে পেইজটি থাকে।
আমি আবারো বলছি- পোস্টটি ভালো লাগায় আমি এই পেইজটিকে সার্চ দিতে যাই,যাতে আমার সামনে পেইজটি থাকে। তখনই দেখি পেইজের উপরে নিজের বলার মত একটা গল্প নামে গ্রুপ। আর সেই গ্রুপের আমি সদস্য। আর সেদিন থেকে আমি এই গ্রুপের নিয়মিত সদস্য।
৩) ৭০০ দিনের কয়দিন আমার ছিল?
আলহামদুলিল্লাহ,মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ৭০০ দিনের মধ্যে ৬০ দিন পেয়েছি। আমি গ্রুপের আগের সদস্য হলেও ৬০ দিন আগে থেকে নিয়মিত পোস্ট দেখা ধরি,অবশ্য প্রথম ১০-১৫ দিন গ্রুপটা বুঝতে বুঝতে চলে গেছে। আর বর্তমানের দিনগুলো তো আমারই......
৪) কি পেলাম নিজের বলার মত গল্প গ্রুপ থেকে?
সবার গল্প কিন্তু সবাই পড়েনা,তেমনি সবার বক্তব্যও সবাই শোনেনা।
আপনার বক্তব্য কিংবা গল্প অন্য কেউ তখনই শুনবে বা পড়বে,যখনই আপনি আপনি অন্যেরটা শুনবেন কিংবা পড়বেন।
আমি ছোটবেলায় আল্লাহ ও মুশুরি ডালকে যথাক্রমে আওআহ্ ও মুটুরি ডাইল বলতাম। এমনকি আমি ঠিকমত কথাও বলতে পারতাম না। তাই আমি একা থাকলেই কথা বলা শুরু করতাম। যেমন ধানের ক্ষেতে গিয়ে ভেরিতে ( বিভিন্ন জায়গার মাঝখানে চলার জন্য উচু হাটার স্থান থাকে ) উঠে আমি কথা বলতাম,ভাবতাম আমি নেতা এবং ধান কিংবা বন সাধারণ মানুষ। এভাবে আমার কথা বলার হাতেখড়ি শুরু হয়। আমি যখনই কোথায়ও বক্তব্য দেই বক্তব্যের সময় নিজেকে ভাবি- আমিই সব,আর বাকীরা কিছুই না। এটা ভাবলেই আমি আমার বক্তব্য দিতে পারি যেকোনো সময় যেকোনো স্থানে,আর যদি বক্তব্যের সময় মনে করি অন্যরা কি মনে করবে বা ভাববে আমার বক্তব্য শুনে তখনই হযবরল হয়ে যায় সব।
এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কি শিখলাম আমি এই নিজের বলার মত একটা গল্প গ্রুপ থেকে?
আমি এই গ্রুপ থেকে শিখেছি-
কিভাবে ধৈর্য ধরতে হয়? এখন যেমন আমি সবার গল্প শুনি তেমনি সবাই আমার গল্প শোনে।
কিভাবে অন্যকে মূল্যায়ন করতে হয়? এটি আগেও আমি করতাম।
কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয়? আমি পূর্বে একলা চল নীতিতে বিশ্বাসী ছিলাম,কেননা অনেককে সাথে নিলেও তারা সফল হয়ে আর সাথে থাকতোনা।
ছোট কাজ নিয়ে প্রচুর ভাবি এখন,আগে ভাবতাম না একদমই।
এখান থেকে বাস্তব শিক্ষনীয় গল্প পাচ্ছি প্রতিনিয়ত,যা আগে সিনেমায় দেখতাম।
"স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন- সাফল্য আসবেই" এ কথা সবসময় শুনতে পাই। আর আগে বাবা-মার স্বপ্ন অনুযায়ী ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে রেসে ছিলাম,অবশ্য পাশাপাশি নিজেও কিছু করতাম। তবে শুরুতে সাফল্য চাইতাম।"স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন- সাফল্য আসবেই" এই কথাটি যে মনেপ্রাণে ধারণ ও বিশ্বাস করে ও তদনুযায়ী কাজ করবে সে সফল হবেই।
৫) নিজের বলার মত একটা গল্প গ্রুপ আমাদের জন্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়?
রাস্তায় যদি ৫ জন বা ১০ জন একই রকমের টিশার্ট পড়ে হাটে,তাহলে কেউ না চাইতে চাইলেও চোখ গিয়ে ১০ জনের উপর পড়ে। নিজের বলার মত একটা গল্প গ্রুপটা ১০ জনের গ্রুপ না,পুরো ২০০০০০ লক্ষ মানুষের গ্রুপ। আবারো বলছি এটি ১০ জনের গ্রুপ না,এটি ২ এর পরে গুনে গুনে ৫ টি শূন্য দেওয়ার পর অংকে যা আসবে তত জনের গ্রুপ। আর ২ লক্ষ উদ্দোক্তা বা ২ লক্ষ প্রতিষ্ঠানের মালিক যখন একত্রে থাকবে,তখন দেশের অর্থনীতিটা তাদের হাতে থাকবে। যখন তারা ঘুমাবে,দেশের অর্থনীতি শূন্যতে নেমে আসবে।
নিজের বলার মত একটা গল্প গ্রুপের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার বিনা পারিশ্রমিকে ২ লক্ষ উদ্দোক্তা তৈরি করতেছে বা আরো বেশি করবেন। যা আমাদের দেশের একসময় মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। তাই নিজের বলার মত একটা গল্প গ্রুপ হওয়া উচিৎ সবার জন্য বাধ্যতামূলক।
৬) ইকবাল বাহার জাহিদ স্যার প্রসঙ্গে-
স্যার আগামী ১০ বছর পর আপনি চাইলে এদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন,কেননা আপনি সে বীজ এখনই লাগিয়েছেন। স্যার আপনার অক্লান্ত পরিশ্রমের আমরা কখনোই মূল্য দিতে পারবোনা,পারবো দোয়া করতে শুধু। স্যার শুভকামনা রইল আপনার জন্য।
যদি আপনি রাজনৈতিক দল গঠন করেন দেশ সেবার উদ্দেশ্য। তাহলে আমি প্রথম জয়েন করব।কেননা আমি শিক্ষামন্ত্রী হতে চাই সেই ছোটবেলা থেকে,আর হলে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবো।
বিশেষ দ্রষ্টব্য-
আমি অনেক অসুস্থ থাকায় নিজের বলার মত একটা গল্প গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেওয়ার ৪ মিনিটের ভিডিও বানানো খুবই কষ্টকর,কেননা আমি কথা বলতে,খেতে বা হাসতে গেলেও বুকে ব্যথা পাই। তাহলে কি আমি প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিতে পারবোনা?
আর সবাই আমার জন্য দোয়া করবেন- যদি কিছু হয়ও আমার,তার আগে যেন এবছরের শীতবস্ত্র দিতে পারি।
ধন্যবাদ সকলকে,যারা আমার মত পাগলের লেখা সম্পূর্ণ পড়ছেন। আমি আপনাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। আর বানান ও লেখা ভুল হলে ক্ষমা চাচ্ছি,কেননা আমি অসুখের ঘোরে আছি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৭
Date:- ০২/১২/২০১৯ ইং
ইমরান হোসেন পিয়াল
পটুয়াখালী জেলা
সপ্তম ব্যাচ
রেজিস্টেশন নম্বর ৩৫৮৬