শুরু করতে চান অল্প টাকায়
আসসালামু আলাইকুম
আমাদের পিয় স্যার এবং আমরা যারা গর্বিত সদস্য আছি সবাই কে
আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তার
প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না,
তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়, তাদের জন্য আমার কিছু অল্প টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে,
---- তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম,
প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।
-> যেমন -> টর্চ লাইট, চার্জ লাইট, চার্জার ফ্যান, এমপ্লিফায়ার সার্কিট, সুপারগ্লু, সিলিং ফ্যান এর ক্যাপাসিটোর, ভলিয়ম সার্কিট, এল.ই.ডি লাইট,
মোটর সাইকেলের বেয়ারিং, সিলিং ফ্যানের বেয়ারিং, সুইচ, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ইত্যাদি
এই দরনের প্রোডাক্ট এর কেনা দাম এর চেয়ে প্রায় ২ -৩ গুন বেশি দামে বিক্রি করা যায়। প্রথমে আপনার আত্মীয় স্বজন দের কাছে বিক্রি করা শুরু করেন,
পরে আস্তে আস্তে আপনার এলাকায়, তার পরে বিভিন্ন দোকানে বিক্রি শুরু করতে পারেন। এতে আপনার ও ভালো কিছু ইনকাম হবে।
আমাদের দেশে যে হারে লোড শেডিং হচ্ছে, বার বার কারেন্ট আসার কারনে অতিরিক্ত হাই ভোল্টেজ হচ্ছে এতে করে আমাদের ইলেকট্রিক ডিভাইস গুলোর অনেক ক্ষতি হচ্ছে,
এর হাত থেকে বাচতে হলে আমাদের এই ডিভাইস গুলোর সুরক্ষার জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা অতি গুরুত্ব পুর্ন।
এনার্জি লাইট
আমাদের দেশের বিভিন্ন বাজারে রাস্তা ঘাটেই এখন দেখতে পাওয়া যায় অল্প টাকায় এনার্জি বাল্ব বিক্রি করতে,
ওরা নাকি কোম্পানির প্রচারের জন্য ৭০% ডিসকাউন্টে ৩০০ টাকার বাল্ব মাত্র ১০০ টাকায় দিচ্ছে,
অনেকে আবার ২০০ টাকার বাল্ব কিনলে ১টার সাথে আরেকটি বাল্ব ফ্রি দেয়, এতে বিক্রিও হচ্ছে অনেক, তাই আপনিও শুরু করতে পারেই এই ব্যবসা।
লাইট গুলো খুভি অল্প দামে কিনতে পাওয়া যায়। তাই বিক্রি করে আপনি ভালোই আয় করতে পারেন।
আপনি ইচ্ছে করলে প্রতি দিন কম পক্ষে ২০ থেকে ৪০ টা বাল্ব বিক্রি করতে পারবেন, সারা দিনে।
প্রতি দিন যদি ২০ টি বাল্ব বিক্রি করেন প্রতি দিন, আপনি ২০ টাকা করে আয় করেন -
তাহলে প্রতি দিন ২০ গুন ২০ সমান ৪০০ টাকা
তাহলে মাসে ৪০০ গুন ৩০ সমান ১২০০০ হাজার টাকা, ওয়াও
বেকার বসে না থেকে আজি শুরু করতে পারেন এই ব্যবসা।
অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন সাইকেলে মটর লাগানোর দুম পরে গেছে।
এখন অনেকেই কম খরছে তার বাই সাইকেল কে ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করে ফেলছেন।
এতে করে চলা ফেরায় অনেক সুবিধা হচ্ছে, এই মটোর সেটাপের জন্য একটি মটর ও ব্যাটারি লাগালেই কাজ শেষ,
সেটাপ ও সহজ, একবার চার্জ দিলে চলেও ৪০-৫০ কিলোমিটার। চার্জ খরচ ও অনেক কম, মাত্র ৫-১০ টাকা।
নরমাল রিক্সা গুলোতে এখন ইলেকট্রিক মোটর লাগানোর ব্যাবসাও হচ্ছে, সহজেই সেট আপ করতে পারেন এই মোটর।
এছারা রিক্সার বিভিন্ন লাইট, টিট হর্ন, মিউজিক হর্ন, লেচু লাইট, মিউজিক লাইট,
ব্যাটারি, পিনিয়াম, চার্জার, মোটর ইত্যাদি বিক্রি করতে পারেন, লাভ ভালোই।
এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে,
একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৯
Date:- ০৪/১২/২০১৯ ইং
মোতালেব আকবর
সপ্তম ব্যাচ
রেজিষ্ট্রেশন ৬৯৪
জেলা বি বাড়িয়া
বর্তমান ইরাক বাগদাদ