ধৈর্য্যের সাথে লেগে থাকা
পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া,আমি নিজে ও স্বপ্ন দেখি, একদিন অনেক ভালো একজন উদ্যেক্তা হব, দেশ ও দশের সেবা করব।গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, বেকারত্বের ভারে যারা নুয়ে পড়েছে তাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাবো, তাদের কর্ম প্রতিষ্ঠান করে দেবো। একজন মানুষের বড় অর্জন হল তার ব্যক্তিত্ব।আমরা সবাই চাই আমাদের ব্যক্তিত্ব সুন্দর হোক উজ্জ্বল থোক। সুন্দর ব্যক্তিত্ব অর্জন করার জন্য আমাদেরকে শিখতে হবে নানাবিক অত্যাধুনিক কলাকৌশল।

ধৈর্য্য সহকারে সময়ের সাথে লেগে থাকতে হবে।

অল্পতেই অধৈর্য্য হয়ে পড়ি।তাই আমরা কোন কাজ শুরু করার আগেই 80%হেরে যাই।
আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়. আমরা অন্যের উপরে নিজের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়ি, এটার প্রধান কারণ হলো, আমরা নিজেকে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করতে পারিনা, নিজের উপরে আস্থা রাখি না, সব সময় হেরে যাওয়ার ভয় নিজেকে লুকিয়ে রাখি।


সুতরাং "স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন …… সাফল্য আসবেই" #_ইকবাল_বাহার_জাহিদ স্যারের এই উক্তি সব সময় মনে রাখি।




প্রত্যেকটি সংসারে ভাঙ্গা গড়ার খেলা।ভাঙ্গা গড়া নিয়ে আমাদের জীবন গড়া।এক জীবনে সব সুখ হয়না। ২০০১সাল মে মাসে আমার মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য অচিনপুরে চলে যায়।২০০২সালে।আমার আব্বু দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন।বেশ ভালো মোটামুটি তাদের সংসার চলছিল।চার ভাইবোন আমরা, তিন বোন এক ভাই, তখন আমরা সবাই ছোট ছিলাম।আমি বড় মেয়ে। আমার মেজ বোন। আমরা দুবোন মোটামুটি বুঝি।আর ভাই বোন দুটো অনেক ছোট ছিল।
আমি লেখাপড়া করার জন্য চট্টগ্রামের চলে আসি।লেখাপড়ার পাশাপাশি আমি কয়েকটা টিউশনি নিলাম।কোনমতে চলছিল আমার লেখা পড়া, এভাবে কয়েকটা বছর পার হলো,দুঃখ নিয়েই চলছিল সময়গুলো,হঠাৎ করে আমাদের সংসারে নেমে আসে এক কালবৈশাখী ঝড়।আব্বু অনেকটা দুর্বল হয়ে পড়ে।অর্থনৈতিক চাপে।মানসিক চাপে।সাংসারিক দায়বদ্ধতার দায়-দায়িত্বের চাপে,আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েন।বাবা নামে বটগাছটি যখন নড়েচড়ে ওঠে হালকা বাতাসে যখন ভেঙে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।অসহায় সন্তানদের তখন কি অবস্থা হয়ে যায়,
#এই ব্যাপার নিয়ে- আমি আপনাদের -সাথে একটু- আলোচনা -করবো আশা করি সবাই পড়বেন।


সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য। "স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫০
Date:- ২৮/০১/২০২১
আমি সাবিনা অপি







