হঠাৎ আমার এক বড় ভাই এইসব শোনে এবং আমার কাছে পুরো ব্যাপারটা জানতে চায়,
HSC এর পরে থেকেই জব খুঁজি।অনেক দিন পরে ভালো একটা জব ও পাই।কিছু দিন জব করার পরে মাথায় একটা ভূত চাপলো দেশের বাহিরে গিয়ে পড়ারশোনা করারা জন্য।বাধ্য হয়ে জবটা ছাড়তে হল।
বাহিরে যাওয়ার জন্য কোচিং শুরু করলাম। কিন্তু কপাল খারাপ যার জন্য আর বাহিরে যাওয়া হল না।
কিন্তুু হলটা কি আমি বেকার হয়ে গেলাম।এত বড় হয়েছি,বাসার থেকেও টাকা চাইতে লজ্জা লাগতো।
কি করার আর আবারও জব খুঁজতে শুরু করলাম কিন্তুু কোথাও জব নেই প্রায় ২মাস ধরে বাসায় বসে আছি জব এর খবর নাই।এর মধ্যে আমি আমার এক আত্মিয়র বাসায় যাই।








তাছাড়া চাকরি পাওয়ার জন্য তো হয়রানি আছেই, আছে আরও বিভিন্ন ধরনের ধোঁকাবাজদের ফাদ।
তাই চাকরির জন্য না ঘুরে অবশ্যই ব্যাবসা অনেক ভালো।অনেকের ধারণা ব্যাবসা করতে অনেক টাকা লাগে,অবশ্য এমন ধারনা আমার ও ছিল,কিন্তুু আমাদের স্যারের সেসনগুলো দেকে সব ধারনা পাল্টে গেছে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ছাত্র জীবন থেকেই একজন উদ্যেকতা হতে পারলে খুব তাড়াতাড়ি সাফলতা অর্জন করা যায়।
আমার জন্য সবাই দোয়া করবেন।আমি যেন ভাল মানুষ এবং ভাল উদ্যেক্তা হতে পারি।
এবং এই প্লাটফর্মের সেবায় নিয়োজিত হতে পারি।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৩
Date:- ৩১/০১/২০২১









