বড় স্বপ্ন ছিল ছোটো থেকেই, কিন্তু সে গুলা তো চাকরির মাধ্যমে পূরন করা অসম্ভব,
তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না,
সবার জীবনেই স্বপ্ন থাকে, স্বপ্ন ছারা কোনো মানুষই বেঁচে থাকলে পারে না, যার স্বপ্ন নেই তার জীবনের কোনো মুল্যা নেই
আমার ও অনেক স্বপ্ন ছিল, আছে প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছি, কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটার সঠিক গাইডলাইন না থাকার কারণে এখন ও সফল উদ্যােক্তা হতে পারিনি
উদ্যােক্তা শব্দটি কী উদ্যােক্তা আসলে কাকে বলে কিভাবে হতে হয় সেটা আমার জানা ছিলনা, কিন্তু আমার স্বপ্ন ছিল অনেক বিশাল, অনেক বড় বিজনেস মেন হব, ছোট বেলা থেকে শুনে এসেছি অনেক বড় বিজনেস মেনদের কে শিল্পপতি বলা হয়,বড় বড় দালান ঘর দেখতাম,কারখানা দেখতাম, তখন অনেকেট মুখে শুনতাম যে অমুখ শিল্পপতির এই কারখানা, তমুখ শিল্পপতির সেই দালান কোটা।
তখন মনের ভিতের শুধু স্বপ্ন জাগতো আমি যদি এমন শিল্পপতি হতে পারতাম, আমার ও যদি সুন্দর একটা গাড়ি থাকতো,কত বড় বড় স্বপ্ন ছিল ছোটো থেকেই, কিন্তু সে গুলা তো চাকরির মাধ্যমে পূরন করা অসম্ভব, আমি আমার পরিবারে বড় মেয়ে,ছোট থেকেই যথেষ্ট স্বাধীনতা ছিল আমার, কিন্তু সমাজের মানুষ কত কথাই বলেছে এখন ও বলে কিন্তু I Don't Care কারণ, আমার পরিবার সমস্যা পরলে অন্যরা সাহায্য করে না করবে ও না, সেটা বুঝে গেছিলাম ছোট থেকেই, তাই তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবেনা,সেটাই কাজে লাগাই সবসময়, আমার ইচ্ছে আমি পরিবারের হাশির কারণ হবো আমি আমার দায়িত্ব পালন করবো মা বাবার জন্য কিছু একটা করবোই ইনশাআল্লাহ, সে স্বপ্ন আর আশা থেকে ছোট আকারে ২০১৬ দিকে একটা ফার্ম শুরু করি, কয়েকমাস যায় একটু একটু প্রফিট হয় কিন্তু আাশা অনুরুপ রেজাল্ট না হওয়ায়,মন খারাপ হয়, তারপর কয়েক মাস গেপ দিয়ে আবার শুরু করি কক মুরগ তুলি,সেটাতে অনেক বড় লস হয়, তারপর প্রায় ১ বছর সব কাজ বন্ধ করে দেই, তারপর ২০১৯ এ গ্রুপে জয়েন্ট হয়ে,আস্তে আস্তে স্বপ্ন গুলো পুরন রায় জাগ্রত হওয়া শুরু করে, স্যারের সেশন গুলো মন দিয়ে , মন দিয়ে পড়া শুরু করি প্রতিদিন স্যারের সেশন গুলো পড়তে থাকি, স্যারের প্রতিটা উক্তি আমার ভিতরে সাহস জোগাতে, শুরু করে স্যার বলেন ধৈর্য ধরে লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নেই, স্বপ্ন দেখুন শুরু করুন সাহস করুন লেগে থাকুন, সেই সাহস নিয়ে শুরু করেছি, এবং লেগে আছি হার জীত আছেই, মাঠে যখন নেমেছি খেলা শেষ করেই উঠবো ইনশাআল্লাহ, এখন ও হয়তো লাভের মুখ দেখতে পারিনি কিন্তু ক্ষুদ্র উদ্যেক্তা হয়ে এখন ও লেগে আছি, একদিন আমার ছোট বেলার স্বপ্ন গুলো পুরন হবেই ইনশাআল্লাহ সেই আশায় আছি।
সেশন গুলো মন দিয়ে পড়ার পর আমি ধৈর্য দরতে শিখে গেছি কারণ স্যার বলেন যে কোনো কাজে সর্বপ্রথম ধৈর্য দরতে হবে, বিনয়ী হতে শিখেছি বিনয়ী হওয়ার কোনো বিকল্প নেই, প্রিয় স্যার বলেছেন যে যত বেশি বিনয়ী সে একটু বেশি এগিয়ে, যতবেশি আন্তরিক ও বিনয়ী হওয়া যাবে তত বেশি এগিয়ে থাকা যাবে, প্রতিনিয়ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি, কারন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা ভালো মানুষ, আমার সবচেয়ে বদ অব্যাশ ছিল সময় নষ্ট করা, দিনের পর দিন সময় নষ্ট করতাম,কিন্তু এই প্লাটফর্মে যুক্ত হওয়ার থেকে সময় কে কাজে লাগাতে শিখেছি, কারণ স্যার বলেছেন জীবন থেকে একটা দিন চলে গেলে সেটা পুরন রায় আসবেনা,সময় একদিন আপনাকে আর সময় দিবেনা, উদ্যােক্তা হবার মানসিক প্রস্তুতি তৈরি করেছি আলহামদুলিল্লাহ, কিভাবে শুরু করবো কী লাগবে সেটা শিখেছি, বিজনেস আইডিয়া নিতে শিখেছি, খুব অল্প পুঁজিতে বিজনেস শুরু করে দিয়েছি, কথা বলার জড়তা কাটানো, সবার সামনে কথা বলতে পারা শিখেছি আলহামদুলিল্লাহ, সামাজিক কাজ ও ভলান্টিয়ারিং কাজ করতে শিখেছি, প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভলান্টিয়ারিং করার করে যাচ্ছি, আমাদের স্যারের বানী অন্যের জন্য কাজ করলে জীবিকার অভাব হয়না, নিজেে ভালবাসতে হবে সবার আগে, যে নিজেকে ভালোবাসতে পারেনে না সে অন্য কে ও ভালবাসতে পারবেনা, সফলতা হচ্ছে সুশিক্ষা, সুস্বাস্হ্য, সুখ ও সম্পদ।
উদ্যােক্তা হবার মানসিকতা তৈরি হয়েছে, কিভাবে শুরু করতে হবে, কি কি লাগবে, বিজনেস আইডিয়া,অলসতা দুর করার চেষ্টা, ৯টা ৫ টা ভুলে গিয়ে কাজের প্রতি মনোযোগী হওয়া, নিজেকে ব্রান্ডিং করা, নিজেকে ব্রান্ডিং করার ভলেন্টিয়ারিং করার কোনো বিকল্প নেই, যে যত বেশি নিজেকে পরিচিত করতে পারবে তার সেল তত বেশি হবে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি।
খাদিজা আক্তার নাজমিন
জেলা ঃ হবিগঞ্জ
রেজিঃ ১৪৮৯২
ব্যাচঃ ১০