পণ্য বিক্রি করি বিশ্বাস ক্রয় করি।
আজ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৩৪ তম সাপ্তাহিক অনলাইন হাটবার,
🌹একটা সময় মানুষ সাপ্তাহিক হাট বারের জন্য অপেক্ষা করতো, কবে সপ্তাহের সেই কাংখিত দিন আসবে,যে দিন বিকাল বেলা কেউ ধান, কেউ চাল, কেউ বা হাস, কেউ মুরগী একেকজন একেক বস্তু বিক্রি করতে সাপ্তাহিক হাটে যেত। এবং বিক্রি শেষে আবার অনেক কিছু কিনে নিয়ে আসতো।কালের বিবর্তনে এখন সেই হাট গুলো এখন আর নেই।এখন যার যেটা যখন যা প্রয়োজন সাথে সাথে কিনে আনেন, অথবা ঘরে বসে অর্ডার করলেই সময় মতো ঘরে পৌছে যায়।
তবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাদেরকে আগে কালের সেই সাপ্তাহিক হাট বার এর কথা মনে করিয়ে দেয়, মঙ্গলবার আসার আগের দিন তথা সোমবার দিন মনের মাঝে শুধু আনাগোনা করতে থাকে রাত পোহালেন সেই কাংখিত হাটবার। যেমনটা হতো গ্রাম, গঞ্জে কোন কিছু ক্রয়ের প্রয়োজন হলে হাটের জন্য অপেক্ষা করতো।
🌷ঠিক তেমনি আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাপ্তাহিক হাট বার এ-র জন্য অধির আগ্রহে অপেক্ষা করতে থাকি। ঐ দিন হঠাৎ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একজন আপু আমার পন্যের সেল পোষ্ট দেখে কমেন্টে জানতে চেয়েছেন সেল পোষ্টের থ্রি পিচ গুলো খুচরা দাম কেমন?
আমি বললাম আপু আমরা তো এখনএকদম খুচরা বিক্রি করি না, খুচরা বিক্রি না করার কারণ হচ্ছে জনবলের অভাব, আমি থাকি দূর দেশে,আমার আব্বার শরীরটাও খুব একটা ভালো নেই,ছোটবোনটা ও লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে,এমনিতেই দেশে লকডাউন চলে,করোনার প্রভাবটা অনেক বেড়েছে,খুব একটা বেশি চলাচল করতে চায় না,দৌড়াদৌড়ি করে কুরিয়ান করাটা অনেক ঝামেলা,আমার আব্বা একাই শাব দিখ দেখা শুনা করেন, তাই আমার ব্যবসার দিকে একটু বেশি সময় দিলে দিকে সময় সময় দেওয়া টা কষ্ট হয়ে যায়, তাই পাইকারী ও খুচরা কাষ্টমাররা আগে ফোন করে আমাদের দোকানে আসেন।
🌷সমস্যাটা শুধু একার নয় পৃথিবীর সমস্যা নিয়ে প্রতিটি মানুষ আমরা জর্জরিত,সমস্যার যেনো কমতি নেই এইতো Sabina opionline shop পথচলায় খুবই স্বাভাবিক সবকিছু চলছিলো, এই স্বাভাবিকতার মাঝেই নেমে এসেছিলো এক অন্ধকারাচ্ছন্ন ঝড় এই ঝড় যেনো থামানোর ছিলোনা, ছিলো শুধু বাতাসের বৈচিত্র খারাপ আবহাওয়া কিন্তু ঠিক ওই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে নতুনের আহ্বান ও মানুষের ভালোবাসায় নিজেদের শিক্ষাকে অন্তরে কাজে লাগিয়ে, সেক্রিফাইস করে, নিজেদের ভিতর সামঞ্জস্যতাকে অন্তরে রেখে একজোটে কাজ করে যাচ্ছি। এখন ভেঙে যাওয়ার ভয় নেই - ডালটা যেনো কোথাও বাঁকা হয়েছিলো! সেই বাঁকাটাকে ইগনোর করেই- এখন পর্যন্ত ঠিক পথেই আছে ভালোবাসার প্রতিষ্ঠানSabrina opi online shop,
🌹পরপর তিনটি হাটে মাশাল্লাহ ভালো খোরসা বিক্রি করেছি, তবে অনলাইনে বিক্রি করলে কুরিয়ারে মাল কুরিয়ার করা এক্সটা ঝামেলা, তাই অনেক চিন্তা ভাবনা করে ছোট্ট একটা দোকান ভাড়া নিয়েছি,,চিন্তা করেছি অনলাইনের পাশাপাশি,যদি সারাদিন অফলাইনে কিছু বেচাকেনা হয়,,আমাদের সংসারটা ভালোভাবে চলবে,,আমার আব্বা তো সারাদিন বাসায় বসে থাকে,,বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে,,তাই মাঝে মাঝে দোকানে বসলে তারও মনটা ভালো লাগবে,সাথে খোলা আকাশটাও একটু দেখা হবে মুক্ত বাতাস খাওয়া হবে,তাই এ সপ্তাহে আমরা নিজেদেরকে গুছিয়ে নেয়ার আগ পর্যন্ত খুচরা বিক্রির প্রতি মনোযোগ ছিল না। আপু কে বললাম আপনি আমাদের থেকে পাইকারী হিসেবে নিতে পারেন।
🌹পাইকারী বিক্রির ক্ষেত্রে সকলেই কোয়ান্টিটি নির্ধারন করেন, আমরা ও তার ব্যতিক্রম নয়। তবে আমাদের কোয়ান্টিটি খুবই ছোট,সর্ব নিম্ন ৩ পিছ,অনেক সুন্দর ডিজাইন স্বল্পমূল্যে,রঙে ও পাকা,বর্তমান বাজারে এত কম মূল্যে থ্রিপিছ কোথাও পাওয়া যাবে না,আমি বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছি কারণ,,বিগত অনেক বিগত দেড় বছর ধরে,আমি বাড়িতে টাকা পয়সা দিতে পারি না,আমার আব্বা এ বয়সে উপার্জন করতে পারে না,সংসার চালাতে অনেক অসুবিধা হয়,এমত অবস্থায় বেশি লাভ না করে,স্বল্প লাভে বেশি সেল দেওয়া অতি উত্তম,,
আমি থ্রি পিচ গুলো ছেড়ে দিচ্ছি,অনেক কালার রয়েছে আপু আপনি দেখুন,একসাথে ৩ টা নিলে.আমারও কিছুটা , পুসায়,কুরিয়ান করার জন্য যেতে হয় অনেক দূরে,আসা-যাওয়া গাড়ি ভাড়া চলে যায় অনেকটা,সেই সাথে সময় চলে যায় এক থেকে দেড় ঘন্টা।আপু পাইকারী নেওয়ার জন্যে সম্মত হলেন, তাহাকে বললাম আপনি ডিজাইন কালার চয়েজ করুন আপু কালার চয়েজ করে একই ডিজাইনের ৩ কালারের ৩টি থ্রি পিচ চয়েজ করে ইনবক্সে পিক দিয়েছেন । সাথে কুরিয়ারের ঠিকানা ও দিয়েছেন।আমি যেহেতু দেশে নাই তাই পিকগুলো সাথে সাথে আমার আব্বুর কাছে পাঠিয়ে দিয়েছি।
🌷 আপুটাকে বললাম,ফেব্রুয়ারি মাসের জন্য,ধামাকা অফার রয়েছে,আপনি চাইলে সে অফারটা লুফে নিতে পারেন,প্রতিটি থ্রিপিচের সাথে কালার ম্যাচ করা,কানের দুল, হাতের চুরি,গলার মেডেল সহ মালা রয়েছে,এবং প্রতিটি জিনিস,ঐতিহাসিক হারিয়ে যাওয়া,কাঠ দিয়ে বানানো,বর্তমানে অত্যাধুনিক ডিজাইনের
সমাহারে,কাঠের জিনিস গুলো হারিয়ে যেতে বসেছে,নতুন চমক দেওয়ার জন্য,চমৎকারভাবে আবার হারিয়ে যাওয়া জিনিস গুলো ফিরিয়ে নিয়ে এসেছি।আপু খুশি হয়ে বলল তাই নাকি?
আমি বললাম জ্বী আপু আপনি চাইলে ডিজাইন গুলো দেখতে পারেন পছন্দ হলে নিতে পারেন,দামেও খুব সাশ্রয়,কানের দুল হাতের চুড়ি গলার মালা,মাত্র ৩০০ টাকা.আপুটি অবাক হয়ে বললো এত কম দাম?,আপাতত তিনটি থ্রি পিসের এর সাথে তিনটি সেট,কালার মিলিয়ে জামা কাপড়ের সাথে পাঠিয়ে দিন,আমি আপনার নাম্বারে টাকাটা বিকাশ করে দিচ্ছি,
আমি বললাম না আপু এখন টাকা দিতে হবে না আপনি আমার হাতে পেয়ে টাকা টা পাঠিয়ে দেবেন।কেননা আমরা পণ্য বিক্রি করি বিশ্বাস ক্রয় করি,নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে আমরা সবাই ক্রেতা সবাই বিক্রেতা।
🌹আমাদের কোয়ান্টিটি ছিল একই কালার ও একই সাইজের ৩ পিছে একটা সেট। তবে সেই আপু অর্ডার ছিল ৩ কালারের ৩ পিছ।অর্থ্যাৎ ৩ কালারের ৩ পিছ দিলে সেট ভেঙ্গে যাবে, আর সেট ভেঙ্গে গেলে পরবর্তীতে সেট মিলানো টা সমস্যা হয়। আর সেট ভেঙ্গে যদি ৩ কালারের ৩ পিছ বিক্রি করি তাহলে খুচরা প্রাইজ ধরতে হবে।এদিকে ঐ আপুর সাথে কথা পাইকারী রেট দিবো। এখন কমিটমেন্ট রক্ষা করতে হলে নিজের লস করে হলে ও কমিটমেন্ট রক্ষা করতে হবে।তাই আপু কে জানতে দেইনি, উনাকে বললাম আপনার ঠিকানা দিন, আপনার অর্ডারকৃত পণ্য গুলো পাঠিয়ে দেই। তিনি কুরিয়ারের ঠিকানা দিলেন তার ঠিকানা অনুযায়ী বিকালবেলা কুরিয়ার করে উনাকে পিক পাঠিয়ে দিয়েছি,। পণ্যগুলো গুলো প্যাক করার আগে ও তাকে পিক দিয়েছি,যাতে উনি নিশ্চিত হতে পারেন উনার চয়েজ করা পণ্যগুলো দিয়েছি।অনলাইনে পন্য কিনলে কাস্টমার প্রকাশ করুক বা নাই করুক তার ভিতরে সবসময় টেনশন হয় চয়েজ করা পন্য দিলো কি না!
🌷একটু ফ্রি টাইমে আমি আপুকে জিজ্ঞেস করলাম, ছবি দেখে আমার পণ্যগুলো আপনার পছন্দ হয়েছে কি??
তিনি বললেন আমার ছোট দুই বোনের জন্য থ্রি পিস গুলো কিনেছি ,ওদের পছন্দ হলেই হবে।আমি বললাম আপনার পছন্দ হয়েছে কি? তিনি বললেন জি আমার অনেক পছন্দ হয়েছে।
আলহামদুলিল্লাহ কাষ্টমারের সন্তুষ্টি অর্জনই হচ্ছে বড় অর্জন।আলহামদুলিল্লাহ হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে,Sabina opi online shop
আপনাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের আরো নতুন নতুন কালেকশান।আমাদের কাছে পাবেন নিত্য নতুন ডিজাইন রং বে রং এর কালার,সুতী জর্জেট সিল্কের সকল আইটেম। ফ্যাশনের_জগতে_এক_অনন্য_নাম_Sabina opi online shop
🌷পণ্য বিক্রি করি বিশ্বাস ক্রয় করি
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৪
সাবিনা অপি
কান্ট্রি অ্যাম্বাসেডর
ব্যাচ- নং-১১
রেজিস্ট্রেশন নং -২৮৭৭৪
উপজেলা -কাঠালিয়া
জেলা - ঝালকাঠি
বিভাগঃ বরিশাল
ব্লাড গ্রুপ বি প্লাস
বর্তমানে লেবানন বৈরুত