বিভীষিকাময় এক কঠিন অধ্যায় শুরু হলো জীবনের। পথ হারা পথিকের মত দিশেহারা হয়ে জীবনের পথ খুঁজছি।
অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে, জীবনের গল্প লিখব, কিন্তু লেখা হচ্ছে না। আর লিখবোই বা কি।
জীবনটা শুধু ব্যর্থতায় কানায় কানায় পরিপূর্ণ। তাই যখনই লিখব বলে মনস্থির করি, তখন ই ব্যর্থতার লজ্জার সর্বনাশা প্রলয়ঙ্করী ঝড়ের প্রবল তাণ্ডবে নিমিষেই তছনছ ও এলোমেলো হয়ে যায় আমার লিখার আগ্রহটি।

তাই লজ্জার তাণ্ডব উপেক্ষা করে আজ লিখব ই মন স্থির করলাম ।















মহান শিক্ষক প্রিয় স্যারের প্রিয় স্লোগান----#স্বপ্ন #দেখুন_সাহস_করুন_শুরু_করুন_লেগে_থাকুন, মূল্যবান জীবন বদলানোর মতো এই উক্তিকে বুকে ধারণ ও লালন করে বাস্তবে রূপ দেওয়ার জন্য
ইতিমধ্যেই ব্যবসা করার উদ্দেশ্যে Unic colours নামে একটি পেজ ও খুলেছি। ছোট করে শুরুও করেছি ।তাই এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে আরো একবার স্যালুট ।দোয়া করবেন সবাই আমার জন্য।

** বিশেষ দ্রষ্টব্য,: আমার এই লেখাটিতে ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল।।
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৬
Date:- ০৬/০২/২০২১
ধন্যবাদান্তে
মোহাম্মদ দুলাল
কান্ট্রি অ্যাম্বাসেডর সৌদি আরব মক্কা।
সদস্য সাপ্তাহিক হাট মনিটরিং টিম
সদস্য ব্লাড ডোনার মানেজমেন্ট টিম।
নবম ব্যাচ
রেজি: 11 2 55
রক্তের গ্রুপ -বি+
জেলা -শরীয়তপুর
বর্তমান টঙ্গী গাজীপুর
সৌদি আরব প্রবাসী মক্কা