বাকি দশ জনের মতোই সে থাকে অতি সাধারণ একজন মানব মানবী কেউ সোনার চামচ মুখে নিয়ে
কসময় টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকে জমা রেখেছি,
পায়ে হেটে স্কুলে যাওয়া আসা করেছি,বন্ধুদের সাথে খেলাধুলা করে গায়ে এক গাদা ময়লা জমিয়ে এনে খালামণির বকুনি খেয়েছি,
মাঝে মাঝে তরকারির ঝোল পরা খাতায় বাড়ির কাজ করে স্যারের কাছে সেই হলুদ রঙের খাতা দেখিয়ে ক্লাসে উপহাসের পাত্রী হয়েছি
এই রকম হাজারও ঘটনায় ভরা সেই শিশুকাল,সেই ছাত্র জীবন অতি সাধারণ জীবন
যে জীবনে নিজের অজান্তে মনকে নাড়া দিয়ে যায়,
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় যারা এখন বড় ব্যক্তিত্বের স্থান নিয়ে বসে আছেন তাদের জীবনও কি এক সময় আমাদের মতোই সাদামাটা ছিল নাকি তারা জন্মগত
ভাবেই উচ্চ বংশীয় কিংবা মহৎ ব্যক্তিত্ব নিয়ে দুনিয়ায় এসেছে??
তবে শুনুন,জীবনের গল্পটা শুরু হয় খুব সাধারণ
একটা মানুষে হিসাবে
আজকের ধনবান ব্যক্তির জীবনও ছিলো বাকিদের মতোই সাধারণের মাঝে গড়ে ওঠে।
বাকি দশ জনের মতোই সে থাকে অতি সাধারণ একজন মানব মানবী
কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না
অথবা সবাই কুড়ে ঘরে জন্মায় না
কবি নজরুলের জন্ম কোনো অট্টালিকায় হয় নি,টিনের ফুটোয় বৃষ্টির পানি পরার দৃশ্য দেখেও কারো কারো বাল্যকাল কেটেছে।
বংশীয় পরিচয় কেবল আপনার ক্ষণস্থায়ী পরিচয়, আপনার নিজের পরিচয় বানিয়ে নিতে হলে সেখানে বংশ কোনো বস্তু না।
শিশুকালে শুরু হয় শিক্ষা জীবন,শুরু হয় খেলার জীবন, এরপর শুরু হয় বেঁচে থাকার জীবন,শুরু হয় লড়াই করে বেঁচে থাকার জীবন,
শুরু হয় বিপদের মুখোমুখি হওয়ার জীবন।জীবনের প্রতি ধাপে ধাপে পা রেখে এইভাবে ছুটে যেতে হয়।তাকে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য থোকায় থোকায় পরিশ্রম করতে হয়।
সফলতা,কে ছিনিয়ে নিজের কৃত্বিত্বের অংশ বানিয়ে নিতে হয়।সাফল্যের গন্তব্যে পৌঁছানোর পথ নিজে নিজে খুঁজে নিতে হয়।
কোনো লেখক জন্ম থেকেই লেখক হয়ে জন্মায় না।
সে জানে তার লেখার প্রতিভা আছে।,
সে নিজের ভেতর তার প্রতিভা আবিষ্কার করেছে এবং লেখার মাধ্যমে তা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে।পাঠকের মন আপ্লুত হয়ে তার লেখনীর মাধ্যমে সে তখন হয়ে ওঠে বড় ব্যক্তিত্বের লেখক।
যিনি শিল্পী তিনি জন্ম থেকেই শিল্পী ছিলেন না।
তার গান গাওয়ার প্রচণ্ড আগ্রহ ছিল।পরবর্তীতে তার চেষ্টা সাধনার মাধ্যমে সে তার গানের কন্ঠে কাপিয়ে তুলেছে মানুষের মন।
হয়ে উঠেছে বড় ব্যক্তিত্বের শিল্পী।
কেউ যখন তার সাফল্যের উচ্চ পর্যায় অবস্থান করে তখন ভাববেন না সে জন্ম থেকে আধ্যাত্মিক মানুষ ছিল।
সে কোনো না কোনো সময় আপনার আমার মতোই একজন সাধারণ মানব ছিল,আমরা যেইভাবে জীবন যাত্রা চালিয়ে যাচ্ছি সেও এইভাবে চলেছিল,আজ তার নিজে গুন,যোগতায় মেধায় সে আজ বড় কিছু করতে পেরেছে
তৈরী করেছে #নিজের_বলার_মত_গল্প
যে গল্প জীবনে গল্প থেকে নেওয়া না,বরং গল্প জীবন থেকে নেওয়া।
আপনিও আপনার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করুন।আবিষ্কার করুন নিজের প্রতিভাকে।সাধনা,পরিশ্রম করে যান।হয়তো তার থেকেও বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে শুধু সাধনার পথটাই আপনার বাকি।
মনে রাখবেন,ভাগ্য আমাদেরকে পরিবর্তন করে না বরং আমরা ভাগ্যকে পরিবর্তন করি।
আসুন শুরু করুন ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাআল্লাহ সফলতা আসবেই।।
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৬
Date:- ০৬/০২/২০২১
ইনায়া ইসলাম বৃষ্টি
জেলাঃ বাগেরহাট
বর্তমানঃ ডেমরা ঢাকা
রক্তের গ্রুপঃ বি পজেটিভ
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্যঃ রেজিস্ট্রেশন টিম মেম্বার
সদস্যঃ টপ ২০ ক্লাব
১১তম ব্যাচ
রেজিস্ট্রেশন ২৯৪৬৯