হলুদের গুঁড়া,মরিচের গুঁড়ো,মসলার গুঁড়ো,আপু আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় পণ্য গুলো ক্রয় করতে পারেন










আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক সাড়া পাচ্ছি ,কুষ্টিয়া মেহেরপুর থেকে,তিনটা থ্রি-পিস আর অর্ডার পেয়েছি,খুব আর্জেন্ট কুরিয়া করতে হবে। তাই আপনার কথা অনেক মনে পড়ল কেননা আপনি Proyojon Courier Limited নিয়ে কাজ করেন,আমাদের পরিবারে এত চমৎকার সার্ভিস থাকতে আমি অন্য কোথাও যাব কেন?


আপনি এই ভাইকে মনে করেছেন,এতেই আমি ধন্য,আপনাদের জন্য যদি আমি কিছু করতে পারি নিজেকে গর্বিত মনে করব,#প্রয়োজন কুরিয়া লিমিটেড কম্পানি।
আপনাদের সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকবে,এতোটুকু আশ্বস্ত করতে পেরে আমারও ভালো লাগলো।হঠাৎ আমার মনে পড়ে গেল আমি ও সাবিনা আপুকে কয়েকদিন ধরে কিছু বলবো ভেবেছিলাম,আর আজ সুযোগ পেলাম বলে ফেলি।।।।।।।।।



সাবিনা আপু==ঃআরে ভাই বলিয়েন না,আমার বাড়ি থেকে তারা দিচ্ছে কয়েকদিন ধরে, আমার দাদী গত সপ্তাহে মারা গিয়েছে, তার নামে মিলাদ পড়াবে,আমার আব্বু চাচা মিলে তাদের নামে একটু দোয়া দরুদ করাতে চায়, করোনার প্রভাব এতটাই চারপাশের ছড়া ছড়ি,বাহির থেকে এত আয়োজন এর জিনিস কেনা টাই বড় কষ্টের,তাছাড়া আমার আব্বা ও শারীরিকভাবে অসুস্থ,বর্তমান পরিস্থিতিতে আমারও কাজকর্মের অবস্থা খুব খারাপ,হাতেও তেমন একটা বেশি টাকা পয়সা নেই,খুব একটা বেশি সেল দিতে পারিনা।



সরিষার ঘানির তেল
খাঁটি মধু, ঘি
হলুদের গুঁড়া,মরিচের গুঁড়ো,মসলার গুঁড়ো,আপু আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় পণ্য গুলো ক্রয় করতে পারেন,এতে করে আপনার আব্বুর উপর ঝুঁকিটাও কম পড়বে,আপনি চাইলে,তোমাকে যে দুইটি থ্রি পিস দিবেন,ও টাকাটা কাটাকাটি করে নিতে পারেন,সেইসাথে,আপনার মেহেরপুরে যে তিনটি থ্রিপিস যাবে,এগুলো আমি দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব,আমাদের প্রিয় স্যার প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার একটা কথা বলেছেন,2 লক্ষ 55 হাজার সদস্যদের প্ল্যাটফর্ম আমাদের ব্যবসার জন্য ছেড়ে দিয়েছেন,আমরা ক্রেতা আমরাই বিক্রেতা,আমরা সুখ-দুখ ভালো-মন্দের সবার পাশাপাশি হাত ধরে এগিয়ে যাচ্ছি,
আমরা সকলেই সহযোগিতা করবো একে অন্য দের কেনা কাটা করে।

সেরপুর এর তুলশীমালা চালের খিচুড়ি পোলাও বিরানি অনেক মজা সুঘ্রাণের ভরপুর ,খেতে অনেক স্বাদ,
আমাদের তৈল,100% খাটি,আমাদের হলুদ-মরিচ মসলার গুঁড়ো 100%ন্যাচারাল,এবং খাঁটি মধু রয়েছে,গ্যারান্টি সহকারে সততার সাথে,একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেরা ৬৪--এবং অতি সুলভ মূল্যে ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে,ক্রেতাদের সেবার জন্য,প্রায়জন কুরিয়ার সব সময়,প্রস্তুত।

এবং সাথে আপনার বিকাশ নাম্বারটা দিয়েন,ইনশাআল্লাহ অর্ডার করলে,৮০%টাকা পেইট করে দিব,বাকি ২০%টাকা পন্যগুলো বাড়িতে পৌঁছে দিয়ে নিয়ে আসবেন,আলহামদুলিল্লাহ আজকে মনে অনেক শান্তি পেলাম অন্তত একটা ভাল কাজ করতে পারলাম,,ধ্বংস বিধ্বস্ত দেশের প্রিয় বোনের জন্য
এতটুকু সেবা করতে পেরে গর্বে বুকটা ভরে যাচ্ছে,


গরুর মাংসের তরকারি
সাথে তুলশিমালার খিচুড়ি,
এইটা হলে সবাই করে পাড়াপাড়ি
একটু কারো কম হলে করে কারাকারি
বলেন দেখি এখন আমি কি করতে পারি?


স্যারের শিক্ষাই আমাদের ভাল মানুষ হতে অনুপ্রাণিত করে সকল সময়, তাই আপনি যেকোন পণ্য ক্রয় করতে পারেন নিঃসন্দেহ,

অন্যান্য পণ্যের মত আমরাও সেরা৬৪ শতভাগ বিশুদ্ধ ও খাঁটি চাল তৈল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মসলার গুঁড়ো এবং খাঁটি মধু আপনাদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর ও আস্থা সহকারে কাজ করে যাচ্ছি।আমাদের চালের যে বৈশিষ্ট্যগুলো পাবেনঃ
= আকারে চিকন
= খেতে সুস্বাদু ও সুগন্ধি।
= কেমিক্যাল মুক্ত
= শতভাগ বিশুদ্ধ ও হালাল
= অর্গানিক
= হাতের ম্যানুয়াল মিলে ভাঙা
= অটো মিলের না
= পলিশ ছাড়া
= কৃষক থেকে সংগ্রহ
=নিজেদের জমিতে ধান চাষ করে সংগ্রহ করে তৈরি করা হয়।
আমাদের কুরিয়ার সার্ভিস এর এখন এই সেবা গুলো আছে
প্রিয় গ্রুপের সম্মানিত সকল উদ্দোক্তা ভাই ও বোনদের বিশ্বাস আর ভালোবাসার নাম প্রয়োজন ই কুরিয়ার।
গত দুই বছর ধরে আপনাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আমরা আপনাদের সকল পণ্য সামগ্রী হোম ডেলিভারি সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
আমরা আপনাদের বাসা বা অফিস থেকে পিক করে সম্মানিত কাস্টমারদের কে অতি যত্নের সহিত ডেলিভারি দিয়ে যাচ্ছি
ঢাকার মধ্যে হোম ডেলিভারি সার্ভিস চার্জ ৬০ টাকা
সাভার গাজীপুর ডেলিভারি চার্জ ১০০ টাকা। ময়মনসিংহ ১২০ টাকা। ১ কেজি পর্যন্ত পরবর্তী কেজি ১৫ টাকা।
সারা বাংলাদেশের যেকোনো জয়গা থেকে আমাদের কাছে পৌঁছে দিলে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ।
আমাদের পেমেন্ট সিস্টেম হলো
সপ্তাহে ৩ দিন
ক্যাশ,বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি।
আমাদের কোন পিক আপ চার্জ নাই এমনকি আমরা COD চার্জ ও করি না।
আরও বিস্তারিত জানতে ফোন করুন
: Uttara Office : House # 32 Road # 12, Sector # 13, Uttara
01946 00 23 24
01946002526
রেজিষ্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট

সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৮
Date:- ০৯/০২/২০২১
মোস্তাক_আহমদ_মৃধা
মডারেটর || অনলাইন হাট মনিটরিং টিম || কুইজ টিম।। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
ব্যাচ নং ৬ষষ্ঠ ব্যাচ ||রেজি.নং: ৩৩১৬
ব্লাড গ্রুপ: O+
থানা,রায়পুরা,জেলা, নরসিংদী
আবুধাবী সংযুক্ত আরব আমিরাত UAE
Co- Founder
Proyojon E courier &
DMD
Proyojon Trade & Service Ltd.
Co-founder Sera 64 LTD
Website : sera64.com
পাটনার HBBMA