"যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন একজনই আনতে পারে জাতির জাগরণ"


পড়াশোনার ব্যাপারে বড় ভাইটি খুব সচেতন ছিলেন। বারবার আব্বা আম্মাকে চিঠি লিখতেন কারো পড়ালেখা যেন বন্ধ না হয়। বলাবাহুল্য যে আমার ছোটবেলাটা আসলে অনেক ভালো কেটেছে অভাব কি জিনিস এটাও বুঝিনি, দায়িত্ব নিতে হয় সেটাও বুঝিনি।
আমার বড় দুই বোন থাকায় আমার পড়াশোনায় তেমন কোনো বাধা আসে নি। আববা রিটায়েড হয়ে গেলেন। বড় ভাইয়ের দায়িত্ব আরো বেড়ে গেল। সংসারের পুরো দায়িত্ব বড় ভাইয়ের কাঁধে এসে পড়ল। বড় ভাইকে দেখেছি সংসারের হাল টা ভালো ভাবে আঁকড়ে ধরেছেন।





বাবার বাড়ি, শ্বশুর বাড়ির অবস্থা বুঝেই চট করে একটা চাকরিতে জয়েন করে ফেললাম। চাকরিটা তেমন সুবিধাজনক ছিলনা। ফিল্ডে যেতে হতো। তার পরেও কন্টিনিউ করতে থাকলাম। চাকরির অভিজ্ঞতার সুবাদে আইসিডিডিআরবিতে ঢোকার একটা সুযোগ পেলাম। ঢাকায় পোস্টিং ভালই যাচ্ছিল।
চাকরির সুবাদে মাস্টার্স কমপ্লিট করে ফেললাম। পাঁচ বছর এখানে কাজ করেছি। চাকরিটা রিজাইন দিয়ে দিলাম কনসিভ করলাম তাই। চাকরি ছাড়ার পর হইতে আমার বড় ভাই আমাকে বেশ সাপোর্ট দিতেন। যার কারণে আর্থিক ভাবে ভেঙে পড়িনি। এইদিকে আমার হাজব্যান্ড বসুন্ধরার দোকান ছেড়ে দিয়ে ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে জড়িত হলেন। অনেকটা সময় দেওয়া ও লেগে থাকার কারণে মোটামুটি ভালই যাচ্ছিল।



"যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন একজনই আনতে পারে জাতির জাগরণ"
আমি আমার দেশকে খুব ভালবাসি।ভাবতাম কি হবে বাংলাদেশের।এত হতাশা, এত বেকার তরুণ তরুণী, এত ফিতনা চারপাশে, এত মাদক,বাংলাদেশকে নিয়ে ভাবার কেউ নেই? আল্লাহতালা সহায় হলে একজন ইকবাল বাহার জাহিদ স্যার ই বাংলাদেশের জন্য যথেষ্ট।
আমি ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো খুব দেখতাম। আর এ কথাগুলো আমার খুব ভালো লাগত। ভাবলাম আমি তো কিছু করার চেষ্টা করতে পারি। কিছু করার ইচ্ছায় নিজের পরিচয় নিজেকে পরিচিত করার প্রচন্ড বাসনায় স্যারের ভিডিও দেখে আমি স্বাভাবিক হলাম। রেজিস্ট্রেশন করলাম নিজের বলার মত গল্প ফাউন্ডেশনে।
কয়েকদিন আগে কথা আমার বড় আপু ফোন দিয়েছেন কিরে কেমন আছিস বললাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপুঃ কিরে ফোন করিস না যে?
আমিঃআপু আমার তো এখন সময় নেই সারাদিন ব্যস্ত থাকি।
আপুঃ কি নিয়ে এত ব্যস্ততা?
আমিঃআপু আমি রেজিস্ট্রেশন করেছি নিজের বলার মত গল্প ফাউন্ডেশনে।এখানে স্যার আমাদের প্রতিদিন ক্লাস নেন।
আপুঃআরে কি বলিস তুই না অসুস্থ কিভাবে ক্লাসে যাস আর তুই টাকা পেলি কোথায়?
আমিঃ আপু আমি তো অনলাইনে ক্লাস করি আর এখানে টাকা লাগে না স্যার এখানে বিনামূল্যে শিক্ষা দেন।
আপু ঃ তোর স্যার কি কি শেখান?
আমি ঃ90 সেশন, আইসিটি ক্লাস, ইংরেজি ক্লাস, বেসিক একাউন্টিং ক্লাস, মেয়েদের হাতের কাজের প্রশিক্ষণ এমনকি কথা বলার জড়তা কাটানোর সেশন ও আছে আপু। আরও আছে আপু.......
প্রতিটি ৯০ দিনের ব্যাচে ৩৫৮টি কন্টেন্ট !
আমাদের "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্মে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষন সহ ১০ টি স্কিলস শেখানোর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার টানা ৯০ দিনের প্রতিটি ব্যাচে মোট ৩৫৮ টি কন্টেন্ট নিয়ে ক্লাস/সেশান দিয়ে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া ট্রেনিং করানো হয়ঃ
১। প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০ টি সেশান হয়
২। প্রতি ৯০ দিনে ৯০ টি ভিডিও সেশান হয়
৩। প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন “নিজের সাথে কথা বলা” ও অন্যান্য বিষয়ে সেশান করানো হয়।
৪। প্রতি ব্যাচে ২৪ টি লাইভ শো (জীবনের গল্প/বিষয় ভিত্তিক) ২৪ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে Utv Live এ এনে সেশানের মতো করে করা হয়।
৫। প্রতি ব্যাচে ১২ টি বেসিক আইসিটি ক্লাস
৬। প্রতি ব্যাচে ১২ টি ইংরেজি শেখা ক্লাস
৭। প্রতি ব্যাচে ৯ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস (for non Accountants)
৮। প্রতি ব্যাচে টানা ৩০ দিনের প্রেজেন্টেশান ও কমিউনিকেশান স্কিলস (for Idea pitching, Sales, Interview, Leadership, Business Meeting etc.)
৯। প্রতি ব্যাচে দেশ ব্যাপী ৬৪ জেলায় অন্ততঃ ১টি করে সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং কাজ করা হয়।
আপুঃ তুই কি কি করবি এখানে?
আমিঃআপু আমি উদ্যোক্তা হতে চাই
আপু ঃকিভাবে
আমি ঃ আপু আমি নিজে নকশি কাঁথা সেলাই করতে পারি আমি খুব ভালো আচার বানাতে পারি আর ভাইয়া বলেছে সৌদি মদিনা থেকে খেজুর আনবেন আমি সেগুলো সেল করব আপু।
আপুঃ আরে বিক্রি করবি কিভাবে?
আমিঃ আপু এখানে আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা। আবার স্যার একদিন মঙ্গলবার আমাদের জন্য হাটের ব্যবস্থা রেখেছেন।
আপুঃআরে কি বলিস তুই?
আমিঃহ্যা আপু।
আমিঃ আপনার মনে আছে আমি কিভাবে আইডি কার্ডের জন্য কেঁদেছিলাম?
আপুঃ হ্যাঁ মনে আছে চাকরি ছাড়ার সময়। কেন তোর কি আইডি কার্ড হয়েছে?
আমি ঃআজীবন সদস্য পদ পেয়েছি।এখানে রেজিষ্ট্রেশন করলে স্যার আজিবন সদস্যপদ রেখেছেন।
আপুঃতাই নাকি রে তুই আমার মেয়েটাকে রেজিস্ট্রেশন করে দিস।
আমিঃআপু আপনার মেয়েকে বলবেন আমার মেসেঞ্জারে মেসেজ দিতে।আমি রেজিষ্ট্রেশন করে দিব।
আপুঃ অত পড়াশোনা করে এসব ক্লাস করতে পারবে?
আমিঃজি আপু পারবে ওর গ্রাজুয়েশন শেষ করার পর চাকরি অথবা ব্যবসা রেডি থাকবে।
আপু ঃঠিক আছে আমি রাখি তাড়াতাড়ি বলি রেজিস্ট্রেশন করতে।
আমি ঃঠিক আছে আপু রাখি। আল্লাহাফেজ।
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬০
Date:- ১১/০২/২০২১






