আমার উদ্যোক্তা হওয়ার গল্প
আমার একটু পরিচয় দিয়েই শুরু করি। আমার পুরো নাম এম শরীফ আহমেদ। ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার হাজিরহাটের ফৈজুদ্দিন গ্রামে আমার জন্ম ।
আমি স্থানীয় ভূইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক,ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, এবং মনপুরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করি।
এইচ.এস.সি শেষ করে ভোলা সরকারি কলেজে ভর্তি হই। এই বছর ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স শেষ করি। পড়াশুনার তাগিদে আমি ভোলা সদরে আসি। বর্তমানে আমি ভোলা সদরেই থাকি।
অনার্সের প্রথম থেকেই আমি সাংবাদিকতায় এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দেই। যোগদানের পর থেকেই সফলতার সাথে কাজ করে আসছি। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বেশ কয়েকটি সংস্থায় কাজ করেছি।এছাড়াও আমি কোচিং সেন্টারে টিচিং,টিউশনিও করেছি।
জীবনের প্রথম সময়ে আমারও ইচ্ছা ছিলো চাকরি করবো।পরিবারের সকলেও চেয়েছিল আমি চাকরি করি। কিন্তু অনার্সের ৩য় বর্ষে এসে সফল উদ্যোক্তা শ্রদ্ধেয় ইকবাল বাহার ভাইর "চাকরি করবো না,চাকরি দিবো" এই কথাটি শুনে আমার পুরো চিন্তাভাবনা পরিবর্তন হয়ে গেল।তখন থেকেই ভাবছি নিজে কিছু করবো।
সেই ভাবণা থেকে ২০১৯ সালের প্রথম দিকেই "শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট" নামে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা এবং পরবর্তীতে "পেটুক ফুড" নামে ফুডকোর্টের ব্যবসা শুরু করি।
আমি কোনো কাজকে লজ্জা করিনা। আমি আমার ফুডকোর্টে ফুটপাতে দাড়িয়ে খাবার বিক্রি করি।এবং আমার ইভেন্ট ম্যানেজমেন্টের সকল কাজে সহযোগিতা করি। আমি মূলত কাজটাকে ভালোবাসি। কে কি বলছে সেদিকে তাকাই না।
আরো কিছু ইউনিক বিজনেস মাথায় আছে,সেগুলো পর্যায়ক্রমে শীঘ্রই বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে পার্টটাইম দুইশ এর অধিক লোক কাজ করে এবং ফুলটাইম ৪জন লোক কাজ করে। আমি আশা করি ২০২০ সালে আমাদের প্রতিষ্ঠানে ফুলটাইম ২০ জন লোক কাজ করবে এবং আগামী ৫বছরে কমপক্ষে ১০০জন লোক ফুলটাইম কাজ করবে।
সবাই আমার জন্য দোয়া করবেন,যেনো আমি একজন ভালো মানুষ এবং একজন সফল উদ্যোক্তা হতে পারি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৩
Date:- ১৯/১২/২০১৯ ইং
এম শরীফ আহমেদ
(তরুণ উদ্যোক্তা,স্বেচ্ছাসেবী, লেখক ও সাংবাদিক)
৫ম ব্যাচ
ডিস্ট্রিক্ট এম্বাসেডর, ভোলা জেলা।
মোবাঃ 01739-930252
ই-মেইলঃঃjournalistshorif@gmail.com