হালাল ব্যবসায় যতই ছোট হোক কোনো লজ্জা নয়
নিজের বলার মত একটি গ্রুপের সাথে সম্পৃক্ত সমস্ত ভাই বোনদের সালাম ও
অভিনন্দন
৷এ গ্রুপে সম্পৃক্ত হয়ে আমার চিন্তা ধারার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছি আমার মাঝে আমি নিজেই৷
অনেক কিছু আগে জানতাম কিন্তু সেটা উপলব্দি ছিলনা৷
কিন্তু এ গ্রুপে যুক্ত হয়ে উপলব্দি হচ্ছে৷যে আসলে কোনো কাজই ছোট নয়৷
"হালাল ব্যবসায় যতই ছোট হোক কোনো লজ্জা নয়৷
হারাম ব্যবসা যতই বড হোক সেটি লজ্জার বিষয়৷"
আমরা জানি অধিকাংশ নবী রাসুলগন ছাগল ছরিয়েছেন এক কথায় রাখাল ছিলেন৷নবুওয়াত প্রাপ্তীর পূর্বে দীর্ঘ সময় এ কাজে উনাদের সময় ব্যায় হয়েছে৷
বরং খোদ আমাদের প্রিয় নাবী ও সর্বশেষ নাবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও জীবনের একটি দীর্ঘ সময় এখানে ব্যায় করেছেন৷
আল্লাহ তায়ালা উনাকে দিয়ে একাজ করিয়েছেন কয়েক টি কারণে৷
আমরা যারা ছাগল ছরিয়েছি আমাদের জানা আছে যে ছাগল ছরানোর জন্য কত ধর্যের প্রোয়োজন৷
ছাগল কে সামনের দিকে নিয়ে যেতে চাইলে সে পিছনে যেতে ছায়৷
পিছনের দিকে নিতে ছাইলে সামনে যায়৷ মোদ্দাকথা অনেক ধর্যের প্রয়োজন এ কাজের জন্য৷
আল্লাহ তায়ালা উনাদের দিয়ে উম্মাতকে লীড দিবেন এবং মানুষদের কে দাওয়াত দেয়াবেন হক্বের দিকে যেটা এত সহজ কোনো কাজ নয়৷এ জন্য উনাদের ট্রেনিং করে নিয়েছেন৷
তাহলে আমরা বুঝতে পারলাম উক্ত বিষয়াবলী থেকে
১, মানুষ দের লীড দিতে হলে অনেক ধর্যের প্রোয়োজন৷
২,কোনো কাজই ছোট নয়৷
কারণ যদি কোনো কাজ ছোট হতো তাহলে এ পৃথীবিতে সর্বশ্রেষ্ট মানব আমাদের শেষ নবী দ্বারা এ কাজ করাতেন না আল্লাহ৷
আমরা বুঝতে পারলাম কোন কাজই ছোট নয়৷
তাছাডা যারা ছোট কাজ করতে করতে বড হয় তারা যে কোনো বড কাজে হাত দিলেও সেটাতে সফল হয়৷
আমি এটার প্রত্যক্ষ্য সাক্ষ্যি
আমি এখন সৌদি প্রবাসী৷
যদি ও বা আমি একজন মাদরাসা পডুয়া৷
আমি যখন সৌদি আরব আসলাম আমার সাথে আমার এক কাছের লোক ও আমার সাথে সৌদি আরব আসলো৷
অর্থাৎ আমরা একে সাথে আসলাম৷
আমার সাথে যে আসলো সে পডালিখা বেশি করেনি কিন্তু পডা লিখা ছেডেদিয়ে সে এমন কোনো কাজ নেই করেনি অর্থাৎ ছোট বড সব কাজি সে করেছে৷
এগুলো করার করণে সে এমন অভিজ্ঞতা অর্জন করেছে যার কারণে সৌদি এসে এখন সে যে কাজই হাত দিচ্ছে সে কাজেই সফল হচ্ছে৷
আর আমরা পডালিখার পাশাপাশি কোনো কাজ না করার কারণে এখন কিছুটা পিছিয়ে পডছি এবং সেটি উপলব্দি করছি৷
স্যারের এ কথা হাঁডেহাঁডে টের পাচ্ছি যে স্যার বলেছেন৷
কোন কাজিই ছোট নয়৷
এবং স্যার বলেছেন৷" ছাত্র জীবনেই কিছু কিছু পার্ট টাইম করে ব্যবসার মূলধন জোগাড করা'
সত্যিই স্যার আপনার এমন কথা গুলো হাডে হাডে টের পাচ্ছি৷
যদিও এখন তা রিকভার করার চেষ্টা করছি৷
আপনার কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মত৷
আপনার প্রতি কৃতজ্ঞ৷
আপনাকে যদি আরও আগে পেতাম এটাই আফসুস রয়ে গেলো৷
তাই ছাত্র বন্ধুদের এখনি বলবো স্যারের কথাগুলো মেনে চলুন জীবনে পিচনে ফিরার প্রয়োজন হবে না৷
ধন্যবাদ সবাই কে৷
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৪
Date:- ২০/১২/২০১৯ ইং
Mahfuzur rahman
৭ম ব্যাচ
সৌদি আরব
কুমিল্লা
রেজি নং ১৯৮৪