পরের অধীনে চাকরি করতে আমার কাছে ভালো লাগে না
আমার নিজের গল্প আমি মোঃ কামরুল হাসান পারভেজ, আমি আমার পরিবারের পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে আমি হলাম পরিবারের সবার ছোট সে ক্ষেত্রে আমার প্রতি সবার ভালবাসা ও আশা আকাঙ্ক্ষা একটু বেশি। আমার বড় ভাইবোনেরা খুব একটা বেশি পড়াশোনা করতে পারেনি সবাই এসএসসি পর্যন্ত পড়েছে তাই আমার মা-বাবার আশা-আকাঙ্ক্ষা আমাকে পড়াশোনা করে অনেক বড় করবে তার মানে এই নয় যে আমার বাবার কাছে অনেক টাকা পয়সা আছে ।
আমার বাবা ছিলেন একজন সমাজ সেবক তিনি দীর্ঘ সময় ধরে ইউপি মেম্বার ছিলন , তিনি ফ্যামিলি থেকে সামাজিক কর্মকাণ্ডে বেশি সময় ব্যয় করেছেন এজন্য তিনি ফ্যামিলিতে খুব একটা সময় বেশি দিতে পারেননি ফ্যামিলিতে সময় কম দেয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে সাময়িক পিছিয়ে পড়ি ।
এরপর অনেক কষ্ট করে আমার বাবা আমার বড় ভাইকে প্রবাসে পাঠান তিনি বেশ কিছুদিন সংসারের হাল ধরেন , কিন্তু নিয়তির কি নির্ম্ম পরিহাস তিনি বেশ কিছুদিন সংসার পরিচালনা করার পর তার মনের ভিতরে হিংসা বাসা বাধে তিনি তার ফ্যামিলি নিয়ে হঠাৎ করে আমাদের থেকে আলাদা হয়ে যান।
তখন আমার আরেক ভাই বেকার আর আমি পড়ি ক্লাস নাইনে এমত অবস্থায় আমার পড়ালেখার খরচ বহন করা আমার বাবার পক্ষে কষ্টকর হয়ে গেছে ,আমার পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তখন আমি চিন্তা করলাম আমাকে তো থেমে গেলে চলবেনা আমাকে আমার মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
এই লক্ষ্যে আমি টিউশনি খোঁজ শুরু করলাম এবং খুব কষ্ট করে একটি টিউশনি জোগাড় করলাম ,এবং আস্তে আস্তে আমার টিউশনি আরো বৃদ্ধি পেতে লাগলো টিউশনির টাকা দিয়ে নিজের পড়ালেখার খরচ জোগাড় করেছি , কখনো বাবার কাছ থেকে পকেট খরচের জন্য কোন টাকা পয়সা নেই নি।
এরপর আস্তে আস্তে আমার পথ চলা এসএসসি-এইচএসসি অনার্স-মাস্টার্স সব পড়ালেখা ধীরে ধীরে শেষ করলাম এবং আমার মা -বাবার স্বপ্ন বাস্তবায়ন করলাম আলহামদুলিল্লাহ।
এবার আসি আমার স্বপ্নের কথায় আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম আমি একজন সফল ব্যবসায়ী হব এবং স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ব্যবসার শুরুতে কিছু লোক আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে।
এরপর চলে গেলাম চাকুরীতে একটি ডেভলপার্স কোম্পানি তে এসিস্টেন্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে নিয়োগ পায় দীর্ঘ উনিশ মাস সেই কোম্পানিতে চাকরি রত ছিলাম।
কিন্তু পরের অধীনে চাকরি করতে আমার কাছে ভালো লাগে না আমার তো স্বপ্ন একটাই আমি একজন সফল ব্যবসায়ী হবো চাকরি ছেড়ে এবার আসলাম মৎস্য প্রকল্প ব্যবসায়। কিন্তু সেখানেও খুব একটা ভালো করতে পারিনি।
এবার আসলাম হোম ফার্নিশিং ব্যবসায় আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো করছিলাম কিন্তু হঠাৎ করে করোনা মহামারী আমাকে বিপদে পেলে দিলো, যেখান থেকে শুরু আবার সেই খানে আমায় নিয়ে আসলো। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারিনি।
এমতো অবস্থায় আমি খুব বেশি ডিপ্রেশনে ভুগছিলাম মাথায় কোন কিছু কাজ করতেছিল না হঠাৎ একদিন ইউ টিভি চ্যানেলের সফলতার গল্প শিরোনামে জনাব, ইকবাল বাহার জাহিদ স্যারের একটি লাইভ অনুষ্ঠান দেখছিলাম অনুষ্ঠানটি খুবই চমৎকার অনুপ্রেরণাদায়ক ছিল , সেদিনের পর থেকে আমি স্যারকে ফলো করতে শুরু করলাম এবং স্যারের প্রত্যেক সেশন গুলো মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে শ্রবণ করতে লাগলাম , আমি নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করলাম নতুন কিছু পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।
আমাকে যে সফল হতেই হবে। স্যার সবসময় বলে হার বা শেষ বলে কিছু নেই। শেষ থেকে শুরু অতীতকে আঁকড়ে ধরতে চাই না অতীতের শিক্ষা নিয়ে এগিয়ে যাব অতীতের শিক্ষাগুলো কাজে লাগাবো বর্তমানে। লেগে থাকা যে কত জরুরি তা আমি বুঝতে পেরেছি। তাই এইবার নিজের বলার মত একটা গল্প তৈরি করা পর্যন্ত গেলে থাকার সপথ নিয়েছি নিজের সাথে।
এই প্লাটফর্ম এর সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনদের সহযোগিতা কাম্য । দোয়া ভালোবাসা ও সহযোগিতা দিয়ে পাশে থাকবেন সবসময়। এই প্লাটফর্ম আমাকে আবার ভাবতে শিখিয়েছে। সাথে এতো গুলো ভালো মানুষ ও উদ্যেক্তা পেয়ে আমার গতিপথ অনেক অগ্রগতি হয়েছে। সবার প্রতি আমার ভালোবাসা সবসময়।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬২
Date:- ১৫/০২/২০২১
আমি-----------------------
মোঃ কামরুল হাসান পারভেজ
রেজিস্ট্রেশন নং 47940
ব্যাচ নং 12
থানা :মিরসরাই
জেলাঃ চট্টগ্রাম
রক্তের গ্রুপ এ পজেটিভ