একটি ফেজবুক গ্রুপ একটি উন্নত জাতি, এবং আমার করনীয়।
নিজের বলার মত একটি গল্প, এই গ্রুপটিতে প্রচন্ড ভালো লাগা থেকে আমার যুক্ত হওয়া। ইউটিউবে স্যারের UTV LIVE ভিডিও গুলো দেখে সেখান থেকে গ্রুপের লিংক সংগ্রহ করে নিজের ভালো লাগা থেকে স্বপ্রণোদিত হয়ে এই গ্রুপের সাথে যুক্ত হওয়া। গ্রুপে যুক্ত হওয়ায় পর থেকে এই পর্যন্ত প্রতিদিন গ্রুপ থেকে কিছু না কিছু নিয়েই যাচ্ছি। কি নেই এই গ্রুপে একজন ভালো মানুষ হওয়ায় সুযোগ, নিজের স্কিল ডেভেলপ কারার সুযোগ, নিজের ভিতরের দূর্বলতা কে ছিন্নিত করে সেখান থেকে বাহির হয়ে সমাজের মূল ধারায় নিজেকে যুক্ত করার সুযোগ। সমাজের প্রতিষ্ঠিত কিছু ভালোমানুষের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ। সর্বপরি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখার সুযোগতো আছেই।
একজন ইকবাল বাহার জাহিদ স্যার, যিনি প্রতিদিন একটু একটু করে তার ভালোবাসা দিয়ে এই গ্রুপটা কে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তিনি তার মুল্যবান সময়, শ্রম, মেধা সব কিছু উজাড় করে দিতেছেন এই গ্রুপটির জন্যে। তিনি উপলব্ধি করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্যে একটি ব্যাবসায়িক জাতিগঠনের বিকল্প নাই। দেশ ও দেশের মানুষকে দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি দিতে হলে প্রতিদিন নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। উনার সেই চিন্তা থেকে সমাজের একটা অংশকে তিনি প্রতিদিন উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করে নেয়ার জন্যে। উনার প্রতিদিনের কর্মকাণ্ড দেখলে মনে হয়, দেশের অর্থনৈতিক মুক্তির দায়িত্ব টা তিনি একার কাঁধে তুলে নিয়েছেন। দেশে যে সময়টায় শিক্ষিত তরুণ সমাজের একটি বিরাট অংশ য বি পথে যাচ্ছে শুধুমাত্র বেকারত্ব এবং কিছু না করতে পারার মানসিকতা থেকে, ঠিক সে সময় তিনি হাজির হলেন একটি আলাদিনের চেরাগ "নিজের বলার মত একটি গল্পে " এই গ্রুপ নিয়ে। যেখান থেকে আজ প্রায় দুই হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়ে গেছে যারা নিজেদের পাশাপাশি সমাজের আরো কিছু পরিবারের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে সক্ষম হয়েছেন। তাছাড়া এ গ্রুপের আরো বড় যে সাফল্য তা হচ্ছে এই গ্রুপ প্রায় ৮০ হাজারের অধিক ভালো মানুষ তৌরি করার গৌরব অর্জন করেছে গত দুই বছরে।
জাহিদ স্যার তিনি চাইলে তার পথচলা এখানেই শেষ দিতে পারতেন কিন্ত তা না করে তিনি স্বপ্ন দেখছেন ২৫ লক্ষের সদস্যের একটি প্লাটফর্ম নতুন উদ্যোক্তাদের জন্যে রেখে যেতে যেখান থেকে যেন একজন উদ্যোক্তাকে আর পিছনে ফিরে তাকাতে না হয়। পাশাপাশি তিনি যে গ্রুপটাকে নিজের স্নেহ ভালবাসায় লালন করে তুলতেছেন সে গ্রুপের কোন স্বপ্নবাজ উদ্যোক্তা টাকার অভাবে নিজের স্বপ্ন বাস্তবায়ন থেকে পিছিয়ে না থাকে তাদের জন্যে সহজ শর্তে ব্যাংক লোন নেওয়ার সু বন্দবস্তের কথা ও তিনি চিন্তা করছেন।
তাছাড়া তিনি আমাদের প্রবাসীদের মনের কথা বুজতে পেরে গ্রুপের প্রবাসী সদস্যরা যাতে সহজে হাউজ লোন নিতে পারে সে ব্যাপারে ও কাজ করে যাচ্ছেন।
একজন মানুষের আর কি কি গুনাগুন থাকলে সে মানুষকে পরিপূর্ণ ভালোমানুষ বা একজন দেশপ্রেমিক সেনা বলা যায় তা আমার জানা নাই। আর একটা সামাজিক গ্রুপ এর চেয়ে বেশি কি অবদান রাখলে তাকে সমাজ বান্ধব একটা ভালো গ্রুপ বলা যায় তা আমার অজানা। নিজের বলার মত একটা গল্প এই গ্রুপ থেকে নেওয়ার আছে অনেক কিছু কিন্তু এই গ্রুপকে দেওয়ার সুযোগ কখনো কখনো হবে। এ গ্রুপটাকে স্যারের সেই স্বপ্নের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার দায়িত্ব দুইজন এডমিন, কয়েকজন মডারেটর, এবং কিছু এম্বাসিডর এবং কোর ভলিন্টিয়ারের নয়, আমাদের সকলের যার যার অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। সে হিসেবে আগামী ৪ জানুয়ারী এই গ্রুপ কে কিছু দেওয়ার একটা সুযোগ। আমাদের গ্রুপের সদস্যদের কথা চিন্তা করে জাহিদ স্যার সম্মেলনে কোন স্পন্সর নেননি। সে হিসাবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব, আমাদের এই মহাসম্মেলন কে সফল এবং সার্থক করে গড়ে তুলতে সাহযোগিতা করা। সে জন্যে আমাদের UAE ZONE এর সকল কান্ট্রি এম্বাসেডদের আন্তরিকতা কে আমি সম্মান জানাই। এমন একটি প্লাটফর্ম থেকে দূরে থাকা বা নিজেকে গুটিয়ে নেয়ার অর্থ হচ্ছে নিজেকে আর্থসামাজিক উন্নয়ন থেকে পিছিয়ে রাখা। আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই গ্রুপ আমাদের জন্যে একটা বিরাট সুযোগ। সে সুযোগ আমরা কে কি ভাবে কাজে লাগাবো তার উপরে নির্ভর করবে আমাদের আগামী দিনের সাফল্য।
সবাই অনেকে ভালো থাকবেন।
আগামি চার তারিখের মহা সম্মেলনের সফলতা কামনায়,,,,,,,,,,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৭
Date:- ২৪/১২/২০১৯ ইং
আব্দুল মান্নান
৮ম ব্যাচ ৬৪০১
ফেনী
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে।