সর্বপ্রথম দরকার ইচ্ছা ও কল্পনা শক্তি
উদ্যোক্তা হতে প্রচুর টাকা লাগে?
উদ্যোক্তা হতে প্রচুর পরিমনের টাকার দরকার নেই,
সর্বপ্রথম দরকার ইচ্ছা ও কল্পনা শক্তি, অপনার নিজের মধ্যে ইচ্ছা জাগতে হবে বা ইচ্ছা জাগ্রত করতে হবে। জাগ্রত ইচ্ছার বিষয়বস্তুু নিয়ে সময় নিয়ে প্রচুর পরিমানে কল্পনা করতে হবে।
যখন আপনি একেবারে ফ্রেস মুডে থাকবেন তখন আপনার ইচ্ছার বিষয়বস্তুু নিয়ে কল্পনা করতে থাকুন, কল্পনাতে আপনার স্বপ্নের চাদর বুনে যান। আপনার কতটুকু সামর্থ্য আছে সেটা বড় কথা নয়, আপনার পক্ষে কতোটা করা সম্ভব সেটাই বড় কথা। আপনাকে আগে স্বপ্ন দেখা শুরু করতে হবে (ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায়)।
উদাহরণ সরুপঃ- মনে করেন বাস্তবে আপনার সামান্যতম জমি পজন্ত নেই, আপনার ইচ্ছাকে জাগ্রত করে কল্পনাতে শহরের সবচেয়ে নামীদামী এরিয়াতে একটি প্লট কিনে ফেললেন, প্লটে বহুতল বিশিষ্ট হাইরাইজ বিল্ডিং তৈরিকরে ভাড়া দিয়ে দিলেন, মাসিক একটা নিশ্চিত ইনকাম আপনার শুরু হয়ে গেল।
প্লট কেনা থেকে ভাড়া দেয়া পজন্ত প্রতিটা পর্ব আপনাকে কল্পনাতে ভাবতে হবে, কোথাও হয়তো আপনার ভাবনা আটকে যাবে, যেখানে আটকে যাবে সেখান থেকেই পরবর্তীতে আবার ভাবনা সুরু করে দিন।
হয়তো আপনার একটি বাইসাইকেল কেনারমত টাকা নেই কিন্তুু আপনি কল্পনা করুন মার্সিডিজ গড়ি কেনার। বাস্তবে যদিও মার্সিডিজ গাড়ি কেনা সম্ভব হবেনা তরে নিজের একটা উচ্চমুল্যের মোটরবাইক বা এ্যলিয়ন গাড়ি কেনার স্বপ্ন পুরনের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়ে যাবে।
আমি আমারমত করে উদাহরণে দুটি বিষয় উল্লেখ করেছি, আপনার কল্পনার বিষয়বস্তুু ভিন্ন হতে পারে যেমন ছোট একটা মুদীখানা থেকে শুরুকরে অনেক বড় সুপার মার্কেট।
আপনার ভেতরের কল্পনা শক্তিকে জাগাতে হবে যদি আপনি আগামির একজন সফল উদ্যোক্তা হতে চান। বেক্তিগত অভিগ্যতা থেকে লিখলাম।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৮
Date:- ২৫/১২/২০১৯ ইং
Abul kasam
ব্যাচঃ- ৮ম
রেজিঃ- ৭১৫৭
ফোনঃ- 01680065002
ইসলামপুর, জামালপুর।