আমি কল্পনাও করি নি আমাকে কল দিয়ে মানুষ খুজবে
সকাল টা বেশ সুন্দর আজকের। মিষ্টি মিষ্টি শীতল বাতাস মন ছুয়ে যায় যেনো।
হঠাৎ মনে হলো আজকে তো প্রিয় প্লাটফর্মের হাটের দিন।
ইদানিং বার গুলোও ভুলে যাই।
পারিবারিক সমস্যা + ব্যাক্তিগত সমস্যা + পরীক্ষা।
সবগুলো যেনো আমায় চেপে বসেছে😣
আর কালকেও আছে আমার পরীক্ষা!
কিন্ত মনে মনে স্থির করেই নিলাম আজকে আমি লিখবোই।প্রায় অনেক দিন আমি লিখি না, আমার পন্যকে সবার সামনে উপস্থাপন করি না।
আজকে আমি সেল পোস্ট দিবোই দিবো।
মনস্থির যখন করলাম
তাড়াতাড়ি করে লিখতে বসলাম😊
কয়েকদিন আগে-------
হঠাৎ নোটিশ কলেজের টেষ্ট এবং ইনকোর্স এক সাথেই আর মাত্র ৫ দিন বাকি 😔
আমার আগে আমার ভাই খবর পেয়ে গেছে পরীক্ষা সামনে
কলেজের স্যার মেসেজ দিলো পড়ালেখা শুরু করে দাও
টেষ্ট এবং ফাইনাল দুইটাতেই যেনো ভালো রেজাল্ট আসে🙄
বাসা থেকে ভাইয়া দিলো চাপ এই এইবার দেখি তুই কি করস লেখাপড়ায় 🙄
রেজাল্ট কথা বলবে আমি নিজে কলেজে গিয়ে টেষ্টের রেজাল্ট দেখে আসবো।
আমি নিস্তব্ধ কথা বলার ভাষা নাই🤒
রাতে আসে না ঘুম কিভাবে কি করবো
পরীক্ষার আগের দিন ডেলিভারি আছে অইটা আমি নিজে গিয়েই দিয়ে আসলাম।
কাস্টমার আপু ড্রেস পেয়ে তো মহাখুশি সেই সাথে আমিও খুশি
হঠাৎ আচমকা হয়ে মনে হলো আমার না কালকে পরীক্ষা।
কত জন কত কথা বললো
আমি সিদ্ধান্ত নিলাম অনলাইন এবং বিজনেস কয়টা দিনের জন্য অফ থাকুক🤐🤐😥কি আর করার আমি বাধ্য
কিন্ত না একেবারেই যে অফ হয়ে গেলে হবে না।
আমি তো আসবোই, এই ফাউন্ডেশন ছাড়া আমি কেমনে থাকবো।
পরেরদিন পরীক্ষার হলে গেলাম
চারদিক থেকে সবাই আমাকে ঘিরে ধরছে।
কতদিন তরে দেখি না হেন তেন😃
আমি সবার ভালোবাসায় মুগ্ধ☺
আমাকে আমার বন্ধুদের মধ্যে একজন বলতেছে আচ্ছা রে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এটাতে তর অনেক লিখা দেখলাম
আমি তো অনেক দিন সময়ও দিয়েছি অনেক মটিবেশনাল ইকবাল বাহার স্যারের কথাগুলো।
আমি বললাম হ্যাঁ এটাই আমার প্রানের ফাউন্ডেশন😊😊
যারা জানে না তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে
বলতেছে কি এটা বা এর কাজ কি।
আমি বিস্তারিত জানালাম।
৯০ দিন কোর্স করানো হয়।
অনলাইন ভিত্তিক উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা। এইখানে সবাই অনেক ভালো মানুষ😊
লক্ষ তরুন তরুণী এই ফাউন্ডেশনের মাধ্যমে নিজের বলার মতো গল্প তৈরি করছে।
আমি আরো বিস্তারিত ভাবেই সবকিছু বুঝিয়ে বললাম
তারপর ট্রিং ট্রিং ঘন্টা বেজে গেছে পরীক্ষার।
পরীক্ষা দিচ্ছি আর ভাবছি ফাউন্ডেশনের কথা😁
কবে যে এই পরীক্ষা শেষ হবে, কবে আবার আগের মতো সুপার এক্টিভ হয়ে যাবো☺
পরীক্ষা শেষে আমি অনেককেই আমাদের ফাউন্ডেশনের লিংক দেই
যারা আমার সাথে এড নাই তারাও সাথে সাথে এড দিয়ে নিজের বলার মতো ফাউন্ডেশনের লিংক নিচ্ছে
আহা্ আমার যে কত ভালো লাগছে😊
আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে তাই মহা খুশি আমি, আর আমার কলেজ বন্ধুরা প্রায় সবাই ফাউন্ডেশন সম্পর্কে অবগত হলো সেটার জন্য আরো খুশি😊
আজকে শুধু খুশি আর খুশি।
বাসায় যেগুলো স্টক করেছিলাম অইগুলো নিয়ে তো টেনশনে আছি
এর মধ্যে যদি ডেলিভারি করা লাগে বা কুরিয়ার করা লাগে আমি তো বাড়ি থেকেই বের হতে পারবো না।
যাক রাতে আমার ভাবী কল দিলো
-------কেমন আছো ফাতেমা
------আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবী। আপনি কেমন আছেন?
----হুম ভালো। আচ্ছা শুনো রাকিবকে পাঠাচ্ছি ৫ টা থ্রি পিসের ছবি মেসেঞ্জারে দিছি দেখো।
এইগুলো ওর কাছে দিয়ে দিও
সকালে যাবে তোমার বাসায়।
তাড়াতাড়ি মেসেঞ্জারে গিয়ে দেখি ৪ টা আছে আর একটা আমার কাছে নাই 🙄ভাবীকে বললাম অন্য একটা দিয়ে দেই এটার বদলে।
ভাবী বললো আচ্ছা দিয়ে দেও
----ওয়াও মেঘ না চাইতেই জল😁
আমি তো মহাখুশি যাক টেনশন ছুট্টি😁😁
পরেরদিন নিয়ে গেলো আইসা, পেমেন্ট ও করে গেছে☺
পরীক্ষা দিতে গেলাম
এক বান্ধবী আমার কাছে এসে বললো ১ পিস গুলো আছে কিনা আর কি কি আছে আমার কাছে,
আমি মনে মনে ভাবতাছি বাহ বাহ পরীক্ষার হলেও বিজনেস সম্পর্কে কথা বলি😁😁
অর্ডার নিছি ওর থেকে ২১ তারিখ ডেলিভারি করবো☺
অহ হ্যাঁ বলে রাখি মন টা ভিষন খারাপ ছিলো। ক্লাসে বান্ধবীর অর্ডার পাওয়ার পর মন টা ভালো হয়ে গেলো।
সত্যি কথা বলতে কি জানেন আমি কখনো ভাবি নি আমার আজকের মতো বর্তমান একটা অবস্থান তৈরি হবে।
আমি কল্পনাও করি নি আমাকে কল দিয়ে মানুষ খুজবে,
এটা লাগবে অইটা লাগবে বলবে।
আমার কাছে এসে প্রিয় প্লাটফর্ম সম্পর্কে মানুষ জানতে আসবে।
সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। নিজেকে অনেক গর্বিত মনে হয় কারন আমি এই প্লাটফর্মে স্যারের শিক্ষায় শিক্ষিত একজন ছাত্রী😊
স্যারের কথা মতোই সামনে এগিয়ে যাচ্ছি
সবসময় স্যারের প্রতিটা কথা মাথায় থাকে। কোনো দিন ভুলবো না এই কথাগুলো।
স্যার বলেছিলেন ----
★★স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন সফলতা আসবেই★★
আমিও সেই সফলতার মহেন্দ্রক্ষনের অপেক্ষায়🥰
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৩ Date:- ১৬/০২/২০২১
💥ফাতেমাতুজ লিমা
💥কমিউনিটি ভলান্টিয়ার
💥রেজিষ্ট্রেশন টিম মেম্বার
💥ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম
💥টপ টুয়েন্টি ক্লাবের সদস্য
💥দশম ব্যাচ/২০০২৬
💥কুমিল্লা জেলা