বাদাবন_মধু: রোমাঞ্চকর মধুর গল্প
#বাদাবন_মধু: রোমাঞ্চকর মধুর গল্প
নিজ আইডিতে মধুর একটি সেল পোস্ট দিয়েছি। আমার লোকেশন, যোগাযোগের নম্বর ও মূল্য উল্লেখ করাই ছিল। সালাম দিয়ে অপরিচিত নম্বর থেকে আসা একটা কল রিসিভ করলাম।
- আসসালামু আলাইকুম।
- ওয়ালাইকুম আসসালাম। আমার অল্প পরিমাণে সুন্দরবনের মধু দরকার ছিল। দিতে পারবেন?
- জ্বী স্যার, দিতে পারবো। আপনার ঠিক কতটুকু লাগবে জানাবেন দয়া করে।
-বেশি না। আপাতত ১ কেজি দেন। প্রয়োজনে পরে আরো নেবো।
-ওকে স্যার। আপনি কোথা থেকে বলছেন?
-আপনি লবনচরা থানার সামনে এসে আমাকে কল করবেন। আমি লোক পাঠিয়ে দেব। আজ বিকাল চারটার মধ্যে আসুন।
-অবশ্যই স্যার। চারটার মধ্যে পৌছে যাবো ইনশাআল্লাহ।
-ওকে।
-তাহলে রাখছি স্যার। আসসালামু আলাইকুম।
-ওয়ালাইকুম আসসালাম।
চারটা বাজার কিছু আগেই পৌছে গেলাম লবনচরা থানার সামনে। আমাদের পার্শ্ববর্তী থানা এলাকা এটা তাই নিজেই ডেলিভারি দিতে চলে আসলাম।
-হ্যালো।
-আসসালামু আলাইকুম স্যার।
-ওয়ালাইকুম আসসালাম।
-স্যার মধু নিয়ে আসতে বলেছিলেন।
-হ্যা। আপনি থানার ভেতরে চলে আসুন। বলবেন সেকেন্ড অফিসারের সাথে দেখা করবো।
-ওকে স্যার।
এবার একটু থতমত খেয়ে গেলাম। পুলিশ সম্পর্কে আমাদের সাধারন মানুষদের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। কথায় বলে, আকাশের যত তারা পুলিশের তত ধারা। যাই হোক, যেহেতু খাঁটি মধু নিশ্চিত করতে পারছি এবং মধু সম্পর্কে মোটামুটি জ্ঞান রয়েছে তাই যে কোনো চ্যালেঞ্জ গ্রহনের জন্য প্রস্তুত আমি। তবুও এক ধরনের থ্রীল অনুভব করছি ভেতরে ভেতরে। সোজা সেকেন্ড অফিসারের সামনে দাঁড়ালাম। উনি আমাকে বসতে ইশারা করলেন। সামনে রাখা চেয়ারে বসে সঙ্গে করে আনা মধু ভর্তি কাঁচের জার টেবিলে রাখলাম।
উনি কাগজপত্র নিয়ে কিছুটা ব্যস্ত মনে হচ্ছে। এখন পর্যন্ত ওনার আচরণে আমি স্বস্তি বোধ করছি। থানা বলে কথা! এখানে স্বস্তি আর অস্বস্তির অবস্থান পাশাপাশি দুই কক্ষের মতো। এবার উনি বললেন,
-নয়শো টাকাই রাখবেন? নাকি কিছুটা কম দেবো?
-স্যার, আসলে আমরা শুরু থেকেই সহনশীল মূল্যে মধু বিক্রি করি। মধুর জন্য নয়শো টাকাই নিবো স্যার। তবে হ্যাঁ, আপনার জন্য ডেলিভারি চার্জ নিবো না। ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি।
উনি মানিব্যাগ থেকে দুটো পাঁচশো টাকার নোট এগিয়ে দিলে আমি একশো টাকা ফেরত দিলাম। আবার উনি প্রশ্ন ছুড়লেন,
-মধু তো নিলাম। ভালো হবে তো?
-নিঃসন্দেহে ভালো হবে স্যার। মধুর জারে/লেবেলে আমার লোকেশন ও ফোন নম্বর দেয়া আছে। আমি সাচিবুনিয়ার বাসিন্দা। আপনার পার্শ্ববর্তী এলাকা। দয়া করে আপনার ফিডব্যাক জানাবেন। নাহলে আমিই আপনাকে কল করে ফিডব্যাক জেনে নেবো।
-ওকে। থ্যাংক ইউ। প্রয়োজনে আবারো নক করবো।
- ওয়েলকাম স্যার।
তারপর উনাকে সালাম জানিয়ে বিদায় নিলাম। পুলিশ ভদ্রলোক সম্পর্কে আমার ধারণাটা তখন পুরোপুরি ইতিবাচক।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৩ Date:- ১৬/০২/২০২১
__________________________________________
মোঃ তোফায়েল হোসেন মিন্টু
স্বত্বাধিকারী: বাদাবন মধু
কমিউনিটি ভলান্টিয়ার ও শিক্ষার্থী,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
৬ষ্ঠ ব্যাচ, রেজিঃ নম্বর: ৩৬৭৭, খুলনা।