আমার মনের প্রতিচ্ছবি
নিজের বলার মতো গল্পের গ্রুপের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।আজ লেখার মুড ছিল না।
ইকবাল ভাইয়ের পোস্ট দেখলাম আজ স্টাটার্ড ডের ১০০তম দিন তাই লেখতে শুরু করলাম।
জানিনা কেমন হবে।
স্যার বলেছিলেন বাড়ি গাড়ি অনেকেরই আছে কিন্তু জীবনে বলার মতো গল্প তৈরি করেছে কয় জন?
আমি কখনো কাউকে সাহায্য সহযোগিতা করে বলতাম না।জীবনে আমি অনেক মানুষদের অনেক কিছুই করেছি প্রতিদানে কারো কাছে কিছু এ আশা করেনি কখনো।মানুষের সময় সবসময় একরকম যায় না আমার জিবনে একটা সময় গেছে অনেক কষ্টের।
কষ্টের সময় গুলো তে মানুষদের সহযোগিতা না করতে পেরে আমার মনের কষ্টটা কয়েকগুণ হয়ে যেত।আমি শুধু আমার জন্য ইনকাম করতাম না আমার ইনকামের পিছনে লুকিয়ে থাকতো অনেক মানুষের হাসি।
ছাত্র জীবন থেকে আমি টুকিটাকি ব্যাবসা শুরু করি এখন পর্যন্ত ব্যাবসা করি চাকরি করিনি চাকরি দিয়েছি এবং আরো অনেক মানুষদের চাকরি দিবো এটা আমার স্বপ্ন।
#আমি এই পর্যন্ত ১২জন কে রক্ত দিয়ে সহযোগিতা করতে পেরেছি।এবং ১৩তম রক্ত রেখেছি নিজের বলার মতো গল্পের সদস্যদের জন্য ।
#এলাকার মানুষের চিকিত্সার জন্য সরকারকে ৫সতাংশ জায়গা দিয়েছি কমিউনিটি হাসপাতালের জন্য ।
#আমাদের পাশের এলাকায় ৩কিলোমিটার জুরে বিশুদ্ধ পানির ব্যাবস্থা ছিল না ।ওয়াসা করার জন্য জায়গা দিয়ে ৫হাজার মানুষের পানির ব্যবস্থা করেছি।
#অসহায় মানুষ যারা থানায় গিয়ে হয়রানির শিকার হতো তাদের নিজের টাকা খরচ করে আইনি সহায়তা দিয়ে সহযোগিতা করেছি কয়েক হাজার মানুষের।
#কয়েকটা বিপদ গ্রস্থ পরিবারকে প্রতিমাসে ৫হাজার টাকা করে দিয়েছি ।
#২০০এর উপরে গাছ লাগিয়েছি ।
#এক গরিব বন্ধু কে ভ্যান কিনে দিয়েছি এবং ৫হাজার টাকা দিয়ে কাঁচা তরিতরকারির ব্যাবসা ধরিয়ে দিয়েছি বর্তমানে সেই বন্ধু অনেক সচ্ছল ।
#এলাকায় কমিউনিটি সেন্টার করে দিয়েছি যাতে মানুষ অল্প খরচে অনুষ্ঠান করতে পারে।
#মানুষদের বিপদে পাশে থেকে নিসার্থ ভাবে সহযোগিতা করেছি এবং বর্তমানে করছি ।
#হজ্ করার সময় ২০০৮সালে টাংগাইলের২৫\৩০জনের একটা মহিলা পুরুষের দল ঠিকানা হারা হয়ে যায় ঐ সবগুলো মানুষদের এক বেলা খাবারের ব্যবস্থা করতে পেরেছি এবং তাদের ঠিকানা মতো পৌঁছিয়ে দিয়েছি যদিও আমি হাঁটতে পারছিলাম না (হজ্ করার সময় হাঁটা লাগে আর হাঁটতে হাঁটতে আমার দুই রানের মাঝে ছিলে গিয়েছিল) তাদের নিয়ে হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল 3/4ঘন্টা হেটে তাদের ক্যাম্পের সন্ধান পাই।তাদের পৌছে দেয়ার পর কি দোয়া আমার জন্য তারা করেছে আপনাদের বুঝতে পারবো না।
#আমি বারবার পরে গিয়েছিলাম আবার উঠে দারিয়েছি অসংখ্য মানুষের দোয়ার বরকতে।
যারা মানুষদের জন্য করে তাদের আল্লাহ্ কোথায় থেকে রিযিকের ব্যাবস্থা করে আপনি কল্পনা অ করতে পারবেন না।
#আমি নিজে ঠকেছি কাউকে কোনও দিন ঠকাইনি।
#আমি হরপ করে বলতে পারি কেউ আমার কাছে এক টাকা পাবে না আমি আনেকের কাছে টাকা পাওনা আছি তা বড় অংকের।
#বর্তমানে আমার যা ইনকাম হয় আমি সুন্দর ভাবে চলতে পারি কিন্তু আমি একা ভাল থাকলে চলবে না আমার ভাল থাকতে হবে অনেক মানুষদের নিয়ে ।
#আমি এই সাহায্যে সহযোগিতা কারো সাথে বলি না কিন্তু এখানে না বল্লেতো আর জীবনে বলার মতো গল্প হবে না।
#আর এই মানুষদের ভাল রাখা নিয়ে আমার একটা হতাশা কাজ করতো আর এই হতাশা থেকে আল্লাহ্ কৃপায় নিজের বলার মতো গল্প গ্রুপের সন্ধান পাই।
স্যারের ভিডিও দেখি আর উপলব্ধি করি এ যে আমার মনের প্রতিচ্ছবি।
#আর এই প্রতিচ্ছবি থেকে আমার ওয়েবসাইট Ammajanbd. com যা সততা নিষ্ঠার সাথে মানুষদের সেবা করে যাবে আজীবন।আমার স্বপ্ন আমার এই আম্মাজান ইকমার্স ওয়েবসাইট বাংলাদেশের প্রথম ক্যাটাগরিতে স্থান পাবে একদিন ।সবাই আমার জন্য দোয়া করবেন ।ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই ভাল থাকবেন সবসময় ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০১
Date:- ২৮/১২/২০১৯ ইং
মোঃ জামান
সপ্তম ব্যাচ
নারায়ণগঞ্জ
সদস্য নং2224