নতুন বছরের শুভেচ্ছা ও আমার আশা
ইনশাআল্লাহ আনারস সাপ্লাই দিয়ে শুরু হচ্ছে বিজনেস, বাংলাদেশের প্রতিটি জেলা এবং বাংলাদেশের বাইরে রপ্তানি করব আমার আনারস,আনারসের রসে সারা দেশের মানুষ আমার সুনাম করবে, আর আমার বিজনেস প্রসারিত হবে,আনারসের মৌসুম শেষ হলে আমি কি করব? আমি লেগে থাকব আনারস নিয়েই, আনারস দিয়ে কি কি প্রোডাক্ট করা যায়, ইনশাআল্লাহ তাই করার চেষ্টা করব, যেহেতু আনারস সাপ্লাই দিয়ে আমার একটা পরিচিত হয়ে যাবে, তখন আমার প্রোডাক্ট পেতে বা খেতে তাদের মণে সংশয় থাকবে না,,এভাবেই ইনশাআল্লাহ ২০২০ সালেই আমার বড় একটা কোম্পানি হবে, যেখানে থাকবে অসংখ্যা মানুষের কর্মসংস্থান, আমার সুনাম যখন সারা বাংলাদেশে ছড়িবে পড়বে তখন আমার প্রতিযোগীও হবে অনেক, তখন আমি কি করব? তখন আমি আমার পথেই চলব কারণ আমি এই প্লাটফর্ম থেকে শিখেছি কিভাবে এগিয়ে যেতে হয় মাথা নিচু না করেই, আমার বিজনেসের মুনাফার কিছু অংশ আমার মত যারা টাকার অভাবে বিজনেস বা উদ্যোক্তা হতে পারছে না তাদের সহায়তা করব, এবং আমার মধুপুরে যত ভিহ্মুক আছে তাদের হেল্প করব এবং তাদের ভিহ্মার বিকল্পে কাজের ব্যবস্থা করব,আমি অসহায়,এতিম,বিধবা,দরিদ্র ছেলেমেয়েদের পাশে দাড়াব,ইসলামিক জ্ঞান আহরণের জন্য তৈরি করব পাঠশালা, আমি একা মানুষ এতগুলা কাজ কিভাবে করব?ভাইয়া আমি এই প্লাটফর্মে সেটাও শিখে নিয়েছি ও শিখছি,এখন প্রশ্ন হলো এত টাকা কোথায় পাব? হা আমি যেহেতু সুদ মুক্ত জীবন গড়তে দৃড় প্রত্যয় নিয়েছি তাই কোনো ব্যাংকের কাছে আবেদন করব না,,তাহলে কিভাবে সম্ভব? আরে ভাইয়া আমি ত আগে আনারস সাপ্লাই দিব সারা জেলাতে সেখানে আমার কি টাকা আসবে না? যেহেতু সারা দেশে আনারস দিব, সেহেতু প্রচুর টাকা ইনকাম হবে,আর আমার এ ইনকামের টাকা দিয়েই ইনশাআল্লাহ আমার কোম্পানি হবে। কি ভাবছেন পারব না? দেখতে থাকেন, একদিন এই পোষ্ট পড়ে ইনশাআল্লাহ ঠিকি বলবেন ছেলেটা আজ অনেক বড় উদ্যোক্তা অনেক বড় ব্যবসায়ী, আর হা আমি কিন্তু তখন আমিই থাকব।ভুলব না আমাকে ভুলব না এই প্লাটফর্মকে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৩
Date:- ৩১/১২/২০১৯ ইংমোহাম্মদ আল আমীন
জেলাঃটাংগাইল
রেজিঃ১২৭৮
ব্যাচঃ৭ম