>>>৩৬৫ দিনের অর্জন<<<
>>>৩৬৫ দিনের অর্জন<<<
নিজে বলার মত একটা গল্প
ভালোবাসায়...
ইকবাল বাহার জাহিদ স্যার
জীবনের গল্প অনেক বড় সফলতা ব্যর্থতা
কমবেশ সবিই ছিলো
ব্যর্থতার পাল্লা বেশি বাড়ি কারন সেখানে মানঅভিমানের দোহাই দিয়ে জীবনের সবচেয়ে বড় অর্জন লেখাপড়া থেকে নিজেকে নিজে বঞ্চিত করেছি বলা চলে অকারনে
তবুও চেষ্টা করে যাচ্ছি শূন্য হাতে সংখ্যা দেওয়ার
যার উদাহরণ নিজের ওজনের চেয়ে বাড়ি চিন্তা ভাবনা সবসময় আমাকে তাড়িয়ে বেড়ায়
কিছু করছি কিছু ভাবছি এভাবেই চলার জন্য চলছি অবিচল
এতো কিছুর মাঝে অপূর্ণতা অনুভব করেছি প্রতি নিশ্বাসে
কাজের সময় নষ্ট করেছি অকাজে অনলাইনে
অপ্রয়োজনে
আর সেখানেই যে আমার চলার পথ
এগিয়ে যাওয়ার উৎস
নিজেকে আবিস্কার করার মন্ত্র
নিজে বলার মত একটা গল্প
আমার জন্য আশীর্বাদ হয়ে আসবে
তার কল্পনাশক্তি আমার ছিলোনা
আমি আগে নিজেকে সবসময় গুছিয়ে রাখতে চাইতাম মানুষের মাঝে নিজেকে প্রকাশ করতে পারতাম না একধরনের লজ্জাবোধ আমাকে
মানুষের সাথে মিশতে বাধা দিতো
নিজের গন্ডির বাহিরে কখনো নিজেকে উপস্থাপন করার সাহস করতে পারিনি
>অথচ আজ আমি বিশাল এই পরিবারে বুক উঁচিয়ে চলছি
>বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছি
>এখন আর লজ্জাবোধ আমাকে দমিয়ে রাখতে পারেনা
>নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে (যা আগে ছিলো না)
>অল্প জ্ঞানে সপ্ন দেখার অধিকার পেয়েছি (আগে যেখানে ভয় কাজ করতো)
>মিথ্যা কথা বলতে ভয় পাই(কারন নিজেকে ভালো মানুষ দাবি করছি)
>মা বাবাকে আগের চেয়ে অনেক বেশি মনে পড়ে এবং ভালোবাসি (আগে অকারনে রাগ দেখাতাম যা এখন পারিনা)
>বহুমুখী কিছু করার সপ্ন ছিলো(আগে ভাবতাম আমার দ্বারা কখনো সম্ভব না)
এখন তা বাস্তবায়ন করার পরিকল্পনা করি
>ঠকাবো না নিজে ঠকবো এই নিতিতে বিশ্বাস করি(আগে ঠকতে চাইতাম না তবু ঠকেছি বারবার)
>আত্মবিশ্বাস বেড়েছে অনেক গুন(আগে হতাশা ছিলো)
এমন অনেক পরিবর্তন আমার মাঝে আমি দেখছি
যা আগে গত ২০বছরে হয়নি
সবিই সম্ভব হয়েছে ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায়
এবং নিজে বলার মত একটা গল্প এর কল্যানে
আল্লাহ দির্ঘআয়ু দান করুক প্রিয় স্যারকে
সেই সাথে হাজার বছর টিকে থাকুক
নিজে বলার মত একটা গল্প
কোটি মানুষের অন্তরে
এই কামনা করি
------------------------
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৩
Date:- ৩১/১২/২০১৯ ইং
মো:ইউসুফ হোসেন তন্ময়
৭তম ব্যাচ
রেজিষ্ট্রেশন নং-২৯৫৫
বর্তমান (শ্রীপুর -গাজীপুর)
জন্মস্থান (বরুড়া -কুমিল্লা)