উদ্যোক্তা হতে হলে যেমন ঝুঁকি নিতে হয়, ঠিক সেই ঝুঁকি নিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা
🇧🇩"একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার অনুভূতি " 🇧🇩
🌻আমার কাছে মনে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ #উদ্যোক্তা হলো এই ভাষা আন্দোলনের সৈনিকরা।
🌐 কারণ বিশ্বে #ভাষাকে নিয়ে প্রথম আন্দোলন করেছিল এই বাঙালি জাতি।
🇧🇩 শুধুমাত্র এই ভাষাকে( অ, আ, ক, খ) রাষ্ট্রভাষা করার জন্য ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সারা বাংলাদেশের শুধুমাত্র শিক্ষিত জাতি নয়, সবাই মিলে ভাষার জন্য একমত হয়েছিল, একত্রিত হয়েছিল।
🏟️ঢাকা বিশ্ববিদ্যালয় রেসকোর্স ময়দানে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতারা যখন উর্দুকে রাষ্ট্রভাষা বানানোর জন্য ঘোষণা দিয়েছিল ঠিক তখন থেকে #ভাষার জন্য ছাত্র- ছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে। যে আন্দোলন প্রতিটি বাড়ির কোনায় কোনায় পৌঁছে যায়। প্রতিটি মানুষ তাদের হৃদয়ে ধারণ করে।
❄️অর্থাৎ আমরা যেমন কোন একটি পণ্যকে সকলের মাঝে পৌঁছে দিতে চাই, নিজেকে ব্র্যান্ডিং করতে চাই ঠিক সেভাবে "#রাষ্ট্রভাষা_বাংলা_চাই" শব্দটি সকলের মনে ধারণ হয়েছিল।
#উদ্যোক্তা হতে হলে যেমন ঝুঁকি নিতে হয়, ঠিক সেই ঝুঁকি নিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, যারা বুকের তাজা রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে, ভাষাকে আমাদের জন্য রেখে গেছেন।
🌿যারা পূর্ব-পাকিস্তানের পুলিশের নির্মম প্রহার, টিয়ার গ্যাস এবং গোলাগুলি সহ্য করার পরেও, সহস্র মানুষ আহত হওয়ার পরেও নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পিছুপা হয়নি।
🤔 তারা বিশ্বের সর্বোত্তম #উদ্যোক্তা ছাড়া আর কি?
মাতৃভাষা নিয়ে আমি আমার সন্তানকে জানিয়েছি।
শহীদদের প্রতি সম্মান এর জন্য তাঁকে শহীদ মিনারে নিয়ে গিয়েছি।
এবং সে ঘরে বসেই রফিক, সালাম, বরকত, জব্বার সফিউরদের জন্য শহীদ মিনারের ছবি এঁকেছে।
আমার কাছে এটাই অনেক বড় প্রাপ্তি।
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমার লেখা আজকের মত এখানেই শেষ করছি।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৭
Date:- ২১/০২/২০২১
হুমায়ূন কবীর প্রধান
ব্যাচঃ সপ্তম
রেজিস্ট্রেশনঃ ১১১১
বর্তমানঃ ভৈরব
স্থায়ীঃ দিনাজপুর