আজ প্রবাসে আমার বাসার সামনে কত ফুল ফুটে আছে কিন্তু চুরি করার অনুভূতিটুকু নেই।
⛳🚩সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে ।
আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
⛳🚩আজ ২১শে ফেব্রুয়ারীর দিন,
এই দিনে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই সোনার বাংলা।
এই দিনটির অপেক্ষায় আমরা লাখো কোটি জনতা, লাখো ফুল ও হাজার তোরা দিয়ে জানাই তাদের শুভেচ্ছা।
⛳এক সাগর রক্তেরবিনিময়ে
⛳বাংলার স্বাধীনতা আনলো যারা
⛳আমরা তোমাদের ভুলবোনা ।।
⛳🚩আজ আমি অহংকার করে বলতে পারি,
এই বাংলার মাটিতে আমার জন্ম, এই বাংলায় আমি হেসে খেলে বড় হয়েছি , বাঙলা মায়ের ভাষায় কথা বলতে শিখেছি, বাংলা আমার মাতৃভাষা।
⛳🚩সালাম সালাম হাজার লক্ষ কোটি সালাম।
,বরকত,রফিক,জব্বার ও শফিউল আরো অজানা মায়ের বুক ধনের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি।
🚩সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে
🚩আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
🚩মায়ের ভাষায় কথা বলাতে
🚩স্বাধীন আশায় পথ চলাতে
🚩হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
🚩সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
🚩তাদের বিজয় বরনে।
🚩আমার হৃদয় রেখে দিতে চাই
🚩 তাদের স্মৃতির চরণে ।
🚩ভাইয়ের বুকের রক্ত আজিকে
🚩 রক্ত মশাল জ্বলে দিকে দিকে
🚩 সংগ্রামী আজ মহাজনতা
🚩কন্ঠ তাদের নববার্তা
🚩শহীদ ভাইয়ের স্মরণে
🚩আমার হৃদয় রেখে যেতে চাই
🚩 তাদের স্মৃতির চরণে
🚩বাংলাদেশের লাখো বাঙালি
🚩জয়ের নেশা দিল রক্ত ঢালী
🚩আলোর দেয়ালি ঘরে ঘরে জালি
🚩গুছিয়ে মনের আধার কালি।
🚩সালাম সালাম হাজার সালাম ⛳⛳
⛳🚩তারা এগিয়ে না আসলে হয়তো এই অর্জন পাওয়া হতো না।সামনে এগিয়ে আসতে হবে কাউকে না কাউকে।
⛳⛳⛳⛳⛳⛳ছোটবেলার একুশে ফেব্রুয়ারীর অনুভূতি প্রকাশ ⛳⛳⛳⛳⛳
যখন ছোট ছিলাম তখন একুশ মানেই আমার কাছে এক প্রকার মধুর ধ্বনি, একুশ মানেই আমার অজানা এক ইতিহাস সামনে উঠে আসা।
যখন ছোট্ট ছিলাম ফেব্রুয়ারী মাস আসতে না আসতেই প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতাম আর সন্ধান করতাম কার বাড়িতে কত ফুল গাছ লাগানো আছে ,ফেব্রুয়ারির 10 /12 তারিখ থেকে শুরু হতো কার বারি কত ফুল ফুটেছে ।ফুল চুরি করার জন্য একটা দল তৈরি করতাম এবং বাবা-মার কাছে হাজার অজুহাত তুলতাম কয়টা টাকার জন্য। যে কয় টাকা দিত তাতে খুব বেশি একটা ফুল কেনা হতো না তাই ফুল চুরি করতাম।20শে ফেব্রুয়ারী রাতে সবার বাড়িতে পাহারা লাগাতো তখন মনে হতো সবাই ফুলকে এত ভালোবাসে যেন মালিক ওয়ালারা ফুল গাছ সহ যদি তাদের ঘরের ভিতরের লুকিয়ে রাখতে পারতো তাহলে তাই করত। আর আমরা সারারাত ধরে ফুল চুরি করতাম।ফুল চুরি করা কি এত সহজ ছিল? অনেক কষ্ট করে ফুল চুরি করতাম এবং ভোরবেলা সেই ফুল দিয়ে মালা গেঁথে শহীদ মিনারে সূর্য ওঠার আগেই হাজির হতাম আর হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম আমাদের ফুলটা সবার ফুলের উপরে থাকবে যাতে আমরা সহজ ভাবে দেখতে পাই ।
ফুল চুরি করার অপরাধে অনেক গালি বকা শুনতে হতো এমনকি মা-বাবার হাতের মাইর খেতে হতো তবুও কোন কষ্ট থাকত না কারণ ফুলের মালাটা শহীদ মিনারে দেবার আনন্দটা ছিল অন্যরকম সে এক অন্যরকম আনন্দ অনুভূতি যা প্রকাশ করার মত না।
আজ প্রবাসে আমার বাসার সামনে কত ফুল ফুটে আছে কিন্তু চুরি করার অনুভূতিটুকু নেই।
🚩⛳প্রবাস জীবনে একুশের ফেব্রুয়ারী অনুভূতি⛳⛳⛳⛳
🚩🚩যখন বাংলা মাকে ছেড়ে প্রবাস জীবনে প্রবেশ করি তখন থেকে মনে হচ্ছে 21 শে ফেব্রুয়ারী কবে আর ঈদ বা কবে কোন কিছুই জানা ছিল না, এমন এক ইটপাথরের গড়া শহর যেখানে নেই কোন মানবতা নেই কোনো অনুভূতি নেই কোনো ভালোবাসা শুধু আছে কাজ আর কাজ। 😢😢
মনে হয় যেন এক কারাগার যেখানে নিজের ইচ্ছার কোন বহিঃপ্রকাশ নেই নেই কোনো স্বাধীনতা বড়ই নির্মম ও কঠিন এক জীবন।😢
⛳🚩হঠাৎ একদিন সন্ধান পেলাম নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের যেখানে রয়েছে লক্ষ লক্ষ ভালো মানুষের আনাগোনা, এখানে রয়েছে মানুষের প্রতি মানুষের সহনশীলতা ভালোবাসা মানবতা ও মনুষ্যবোধ।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৭
Date:- ২১/০২/২০২১
শান্তা মোর্শেদা
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ নং - ১১ তম
রেজিঃ নং - ২৭৯০৫
উপজেলা - কাঠালিয়া
জেলা - ঝালকাঠি বরিশাল
ব্লাড গ্রুপ - B+
বর্তমান অবস্থান
লেবানান বৈরুত
একজন রেমিটেন্স যোদ্ধা ⛳🚩⛳