শুধু শুধু ভাল থাকার অভিনয় করছেন প্রতিদিন নিজের সাথে ও পরিবারের সাথে।
***আমি-- এক-- হতভাগী--প্রবাসী****
===প্রবাসীদের স্বপ্নঃ- আমরা প্রবাসীরা অনেকে নিজের দেশে কিছু করতে না পেরে বা প্রবাসে অনেক কিছু আছে ভেবে, নিজের পরিবারকে সুখে রাখার স্বপ্ন দেখে প্রবাস জীবনকে সাদরে গ্রহন করি। কত কি স্বপ্ন আমরা দেখি, কত চিন্তা করি, কত স্বপ্নের জাল বুনি আমরা দুচোখে। প্রবাসে যাবো, অনেক টাকা কামাবো, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে কাটাবো। কিন্তু প্রবাস নামক রঙিন চশমাটা আমাদের দুচোখে থাকার কারনে আমরা অনেকে বাস্তবতাকে উপলব্ধি করতে পারিনা। অনেকে এই প্রবাসে এসে কিছুটা সফলতা পেয়েছেন, আর বেশির ভাগই প্রবাস নামক জেলখানে প্রতিদিন মরছে। আর মিথ্যে সান্তনা দিয়ে নিজেকে ও পরিবারকে বলছে আমি ভাল আছি। কিন্তু যাচাই করলে দেখা যায়, আমাদের এই রেমিট্যান্স যোদ্ধারা ৮০-৮৫% ই ভাল নেই। শুধু শুধু ভাল থাকার অভিনয় করছেন প্রতিদিন নিজের সাথে ও পরিবারের সাথে। চাইলে ও যে সেই যত্ননা থেকে মুক্তির উপায় নেই, কারন অনেকে সুধের উপর টাকা ধার নিয়, অনেকে তার শেষ সম্বল বিটে-মাটি বিক্রি করে, কেউ বা জমি -জামা বা মা-বোনের বা প্রিয়তম স্ত্রীর গয়না বিক্রি করে এই প্রবাসে এসেছেন তাদেরকে সুখে রাখবে বলে। কিন্তু এখন চলে গেলে তাদের স্বপ্নের কি হবে? তাই হাজারো কষ্টে থেকেও ফিলকে হেসে বলে আমরা ভাল আছি, তুমি ও ভাল থেকো মা-বাবা। এই হলো আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী। যাদেরকে প্রিয় ইকবাল স্যার বলেছেন বাংলাদেশের অক্সিজেন।
==এ প্লাটফর্ম _থেকে_ অনেক_ কিছু _শিখেছি।
**️প্রিয় স্যার থেকে শিখছি কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায়,, আমরা সবাই সমান মানুস সমান ক্ষমতার অধিকারী,, আমাদের দ্বারা জগতে সকল কঠিন কাজে সফল হওয়া সম্ভব যদি আমরা তা নিজে বিশ্বাস করি,,এই আত্মবিশ্বাস আপনি যখনি বুঝতে পারবেন যে আপনার ধারাই সম্ভব,, আপনি পারবে,, আর আপনার জন্মই হয়েছে সফল হওয়ার জন্য,, দেখবেন আপনাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা,, এ বিশ্বাসটা নিজের ভিতরে জালিয়ে তুলতে হবে,,
**এই প্ল্যাটফর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে নেগেটিভ কে পরিহার করে পজেটিভ কে বুকের মাঝে ধারণ করার অসাধারণ শক্তির সাথে মোলাকাত করতে পেরেছি,একটা ক্ষেত্রে মাথা খাটিয়ে কাজ করার শক্তি পেয়েছি।
**লজ্জা ও সংকোচের প্রাচীর ভেঙ্গে চুরমার করে শত্রুকে আপন করে বুকে টেনে নিতে শিখেছি অযোগ্য মানুষের হাত ধরে সামনের দিকে টেনে নেওয়া উৎসাহ পেয়েছি,বাবা মাকে প্রকাশ্যে বলতে শিখেছি,তোমাদেরকে খুব ভালোবাসি,সব সময় তোমাদের কথাই ভাবি, সরাসরি প্রকাশ্যে এই বলার মধ্যে কত যে পরম আনন্দ নিহিত তা ভাষায় প্রকাশ করা একেবারেই বিরল। প্রত্যেকটি সন্তানের জন্য বাবা-মা হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত কে ভালবাসা দিয়ে জয় করতে সক্ষম হয়েছি প্রিয় এই প্ল্যাটফর্মের আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে।
**প্রিয় স্যারের শিক্ষায় দীক্ষা লাভ করে ভালো মানুষ হয়ে,সফলতার পথ ধরে চলতে শিখেছি,হাজার সমস্যার মাঝে ছোট ছোট সমাধান খোঁজে বের করার কৌশিক শিখেছি,
বিনয়ী নম্র ও ভদ্র ব্যবহারকে হৃদয়ে ধারণ করে চার পাশের মানুষগুলোর ভালোবাসা অর্জন করে সফলতার কঠিন দ্বার অতি সহজভাবে উম্মুক্ত করে এই মানুষগুলোর হৃদয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকার চিরঞ্জীব সম্পর্কের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে।
**প্রিয় এই প্লাটফর্মের ছাত্র হয়ে পেয়েছি একটি ভালো মানুষের বিশাল পরিবার যুক্ত হতে পেরেছি একটি চমৎকার বড় মাপের নেটওয়ার্কের সাথে। যা জীবনের জন্য অতি অপরিহার্য,যা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে আসবে।
**এই প্ল্যাটফর্মের ভাই বোনদের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসায় প্রতিমুহূর্তে হচ্ছি মুগ্ধ বিমোহিত ও আনন্দিত। চারপাশের মানুষগুলোর ভালোবাসা পাওয়া,এর চেয়ে বড় প্রাপ্তি মানুষের জন্য আর কি হতে পারে!
**এখানে যুক্ত হয়ে দুচোখ ভরে দেখতে পেরেছি মন দিয়ে অনুভব করতে পেরেছি প্রিয় স্যার এর ইউ টিভি লাইভ এর মাধ্যমে অনেক বড় বড় গুনী জনদের সাথে। প্রতিনিয়ত তাদের কথা শুনছি আর শিখছি সাথে সাথে হৃদয়ে ধারণ করার চেষ্টা করছি,চেষ্টা করছি তাদের দেখানো দিকনির্দেশনা মত চলে নিজের জীবনটা আরেকটু সুন্দর পর্যায়ে নিয়ে যেতে।
**প্রানের প্রিয় এই প্লাটফর্ম থেকেই শিখছি বেশি মুনাফার মন মানসিকতা পরিহার করে মানবিক ব্যবসা,বিনা খরচে নিজেকে চমৎকারভাবে ব্র্যান্ডিং করার সুযোগ পাচ্ছি এই প্ল্যাটফর্মের মহান শিক্ষকের মহৎ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের ভালো কাজের প্রশংসা করতে শিখেছি।
**সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরির শিক্ষা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে। শিখেছি ভলান্টিয়ারিং এর মতো মানবিক কাজ,,হিংসাকে চিরতরে হৃদয় থেকে বিতাড়িত করার আদর্শিক শিক্ষার সাথে মধুময় আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে এই প্ল্যাটফর্মের কারণে,,মূলধন ছাড়া ব্যবসা করার সাহস সঞ্চিত হয়েছে, এই প্রিয় স্যারের শিক্ষা থেকে। অল্পপুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে পার্টনারশিপ নির্বাচিত করতে হয়, সব ই**নিজে একা বাঁচার নাম জীবন নয় মহৎ শিক্ষা অর্জন করেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
শুদ্ধ ভাষায় কথা বলার উপকারিতা জানতে পেরেছি এখান থেকেই,আমাকে দিয়েই হবে ,আমিই পারবো ইনশাআল্লাহ এই মন্ত্রটি হৃদয়ে পুঞ্জিভূত করে রাখার কৌশল শিখেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
**জিতবে ,না হয় শিখবে,হারবে না কখনো -----জীবনে সফলতার জন্য এই অমূল্য বাণী হৃদয়স্থ করার অপূর্ব সক্ষমতা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে,,আমাদের কলুষিত সমাজের চারপাশের মানুষগুলোর অহেতুক সমালোচনার গণ্ডি উপেক্ষা করে জীবনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সুন্দর শিক্ষা অর্জন করেছি প্রিয় এই পারফর্ম থেকেই।
**কোন কথার সাথে সাথে জবাব না দিয়ে একটু সময় নিয়ে জবাব দেওয়ার সু কৌশল অবলম্বন করার শিক্ষা পেয়েছি। পেয়েছি মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার পরম সু শিক্ষা,,হৃদয় উজাড় করে কাজকে ভালোবেসে করতে হবে। ভালবাসার কাজে কোনো ক্লান্তি নেই। এতদিনে তাও শিখে গেছি।
**সর্বোপরি এখানে পেয়েছি এমন একজন উদার মহৎ মহান মেধাবী সমাজের নিবেদিতপ্রাণ, অন্ধকারের আলোকবর্তিকা, অসহায় মানুষদের অতন্দ্র প্রহরী,====
****এক- এক- প্রবাসীর- হৃদয়ের- কথা****
**যদি আমি প্রবাসে মারা যাই।তবে আমার দেহটা সাদা কাফনে মোড়িয়ে বাক্সে বাড়ি পাঠিয়ে দিও।
**আর আমার মা কে বলো..যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্মক্ষেত্রে লড়েছি।
**বাবাকে বলো... সে যেনো কখনো নত না হয়। আমাকে নিয়ে তাকে আর রোজ চিন্তা করতে হবে না।চেষ্টা করেছি তাকে ঋণ মুক্ত করার যতক্ষণ বেঁচে ছিলাম তার জন্য আমি লড়াই করে গিয়েছি,তার সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমি জীবনকে বাজি রেখেছি।
**ভাইকে বলো রাগ না করতে। কারণ আমি তার স্বপ্ন পূরণ করতে পারিনি।তাকে মানুষের মত মানুষ করে তুলতে পারেনি।তবে একটা অনুরোধ সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হয় সৎ ব্যক্তি হয়।
**বন্ধুদের বলো,সম্ভব হলে শেষ সমাধি তে অংশগ্রহণ করে আমাকে সযত্নে দাফন করার জন্য।আমার মাগফেরাতের দোয়া করার জন্য।
**প্রতিবেশীদের বলবা,আমি তাদের উপকার করতে পারিনি কিন্তু ভালবেসেছিলাম। ইচ্ছা ছিলো তাদেরকে নিয়ে সুন্দর সমাজ গড়বো,পরিস্থিতি সেই স্বপ্ন কেড়ে নিল সবাই মিলে একত্রিত হলে পৃথিবীর সবকিছু করা সম্ভব আমার প্রতিবেশীরা যেন সবাই একসাথে একত্রিত হয়ে থাকে।
**বোনদেরকে বলো ও যেনো মন খারাপ না করে, তার প্রিয় আপু সূর্যাস্তের মত চিরনিদ্রায় চলে গেছে।থেকে তাদেরকে বিয়ে-শাদী দিতে পারলাম না।তাদের সুখ নিজের চোখে দেখতে পারলাম না আমাকে যেন তারা ক্ষমা করে দেয়।
**আর আমার দেশবাসীকে কাঁদতে বারন করো!
কারন....আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতাম কিন্তু তারা জানতো না।
আমি চেয়েছিলাম-ক্ষুদামুক্ত,দারিদ্র্য মুক্ত দেশ।আমি চেয়েছিলাম একে অপরের প্রতি বন্ধুসূলভ আচরণ, ভালবাসা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক্য।কিন্তু সেটা করা সময় আর পেলাম না।আজ হয়তো আর একজন রেমিটেন্স যোদ্ধার পরাজয় ঘটলো।
**আমি চেয়েছিলাম উন্নত বিশ্বের মানুষের ন্যায় শিক্ষিত,মার্জিত,ভদ্র,নম্র,পরিশ্রমী এবং ন্যায়পরায়ণ জাতি গড়তে।হতাশার স্বপ্ন দোকানে হারিয়ে গেল।তবে যারা আগামী প্রজন্মের জন্ম নিবে তারা হয়তো অচিরেই স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ।
**আমার চেষ্টায় কমতি ছিলো না।
আমার বিশ্বাস আমার এই স্বপ্ন গুলো একদিন যে কেউ বাস্তবায়ন করবে,হয়তো ততক্ষণে আমি থাকবো না।
**আমি প্রাতিষ্ঠানিক শিক্ষায় কোনো উচ্চ শিক্ষিত নই।কিন্তু কর্মক্ষেত্রে মিশতে হয়েছে বৈচিত্রময় নানান জাতির মানুষের সাথে।ঘুরতে হয়েছে বিভিন্ন জায়গায়।চলার পথে ক্ষুদ্র অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নাই।
**আমার বিশ্বাস প্রবাসে আমি যা শিখেছি বিশ্ববিদ্যালয়ে ও তা শিখতে পারতাম না।
প্রবাস আমাকে শিখিয়েছে সগৌরবে মাথা উচুঁ করে বাঁচার।
**প্রবাস আমাকে শিখিয়েছে পরিশ্রমী এবং বিনয়ী হওয়ার।
**প্রবাস আমায় শিখিয়েছে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করার।
**প্রবাস আমায় শিখিয়েছে উদার,দেশপ্রেমিক আর মানবতার।
**প্রবাস আমায় শিখিয়েছে সত্য এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করার।
**প্রবাস আমায় শিখিয়েছে ভ্রাতৃত্বপ্রেম।
**প্রবাস আমায় শিখিয়েছে সকলের সম্মিলিত বসবাসের।
**প্রবাস আমায় শিখিয়েছে সকল শ্রেণীর মানুষের নিরাপত্তার।
**প্রবাস আমায় শিখিয়েছে জাতি গড়তে শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য।
**আমি গর্বিত,আমি একজন প্রবাসী কর্মী।
আমার জন্মই মৃত্যুর জন্য।
===সকল প্রবাসীকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সবাই ভাল থাকবেন, সোনার বাংলা গড়তে আরও বেশি অবদান রাখবেন।
====সম্পর্ক __ও __নেটওয়ার্কিং ===
=সম্পর্ক এমন একটা জিনিস যাহা এমনিতে গড়ে উঠেনা।একটি ভালো সম্পর্ক তৈরী করতে অনেক বেশি খাঁটি ভালোবাসার দরকার হয়।ঠুনকো ভালোবাসা দিয়ে একটি ভালো সম্পর্ক বিল্ডআপ হয় না।ছোট ছোট ভালোবাসা গুলো একদিন বড় হয়ে ধরা দেয়।সম্পর্ক এবং নেটওয়ার্কিং একে অপরের সাথে খুব ভালো ভাবে জড়িত। ভালো সম্পর্ক ও নেটওয়ার্ক না থাকলে ব্যবসা জগতেও আপনি ভালো কিছু করতে পারবেন না শিখেছি নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশ থেকে।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৮
Date:- ২২/০২/২০২১
আমি মোঃ জাকির হোসেন
ব্যাচ: নং: ১০তম
রেজিঃ নং ২০৪৬০
উপজেলা: রুপগঞ্জ
জেলা: নারায়ণগঞ্জ
বিভাগ: ঢাকা
বর্তমান অবস্থান: লেবানন বৈরুত।