আজকের বিষয়, ২০১৯ সালে কি পেয়েছি
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভাল আছি, আজকে এটা আমার প্রথম বছরের প্রথম পোস্ট আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সবার প্রিয় মেন্টর শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি নিজের বলার মত একটা গল্প গ্রুপ এর মত প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আজ নতুন করে আবার ভালো মানুষ হওয়ার সুযোগ গ্রহণ করতে পেরেছি, এবং নতুন নতুন প্রতিনিয়ত বন্ধুর সাথে পরিচয় হচ্ছে, আমাদের বিজনেস স্কিলগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আজকের বিষয় হচ্ছে আমি 2019 এ কি পেয়েছি, বলতে গেলে বলে শেষ করা যাবেনা, অনেক কিছু পেয়েছি, নিজের বলার মত একটা গল্প গ্রুপের একজন গর্বিত সদস্য হতে পেরেছি, একজন ভালো মানুষ হতে পেরেছি, প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের সান্নিধ্য লাভ করছি, আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার ব্যবসা বন্ধ করে দিছিলাম আমি মনে করতাম আমাকে দিয়ে কখনো ব্যবসা হবে না, তখন আবার সে দূর প্রবাসে কাতারে আবার পাড়ি জমালাম তখন নিজের জব করতেছি আলহামদুলিল্লাহ ভালই কাজ করতেছি তবে অনেকদিন ব্যবসা করার সুবাদে একটা জিনিস আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেত যে আমি একজন ব্যাবসায়ী ছিলাম, আমি আবার একজন ব্যবসায়ী হব, আমি একজন ভালো মানুষ হবো, তো আমাদের চারপাশের মানুষদের সাথে আমরা চলতে গেলে বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের পরিচয় হয়, বন্ধুত্ব হয়, আমরা এখানে বন্ধুত্বর নির্বাচন করার সময় আমাদের যে ভুলটা হয় সেটা সবাই করে থাকি কারণটা হচ্ছে আমরা মানুষ আমাদের একটু আবেগ কাজ করে বেশি বেশি। সবারই আমরা আবেগ কাজ করে এই আবেগের কারণে আমরা প্রতিনিয়ত বন্ধু বান্ধব নির্বাচন করাতে ভুল করে থাকি, আমি এই গ্রুপে যুক্ত হওয়ার পরে আমি বুঝতে পারলাম মানুষ কিভাবে চিন্তে হয়, ভালো মানুষ কিভাবে হতে হয়, এবং ভালো মানুষ কিভাবে চিন্তা হয়, তারপর আমি আবার সুন্দর করে শুরু করলাম, আমার নতুন করে পথ চলা, আসলে সবার আগে একটা কথা না বললেই নয়, আমি প্রফেশনালি আমি একটা অফিসে জব করি এবং ড্রাইভিং করি, ড্রাইভিং আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি শিখেছিলাম, সেটা আমার জন্য অনেক বড় এক সময় কাজে লাগে, আমি কখনো ভাবি নাই তবে একটা জিনিস বুঝতে পেরেছি কিছু শিক্ষে রাখলে তাতে কোন ক্ষতি নাই, একটা কিছু জেনে রাখুন কাজে লাগবে আপনার কাজে আসবে, আজ থেকে 14-15 বছর আগের কথা আমি দুবাই থেকে ড্রাইভিংলাইসেন্স নিলাম তারপর ওমান তারপর আবার দেশে চলে গেলাম, কখনো চিন্তা করি নাই, আমি জব করিব কিভাবে জব করে সেতাও জানতাম না,আসলে কিন্তু করার দরকার ছিলো, যদি না করতাম আমি বুঝতে পারতাম না আসলে মানুষের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে আমি যখন বাবার সাথে কাজ করতাম তখন আমার সাথে কাজ করতো অনেক লোক,কিন্তু তারা কখনো আমার ভালো মন্ধ আমাকে বলার সাহস পেতো না, তখন মানুষের আমাকে আমি তখন বুঝতে পারতাম না আসলে তারা কি সত্যি আমাকে ভালো বলতেছে না কারাপ বলতেছে, সেটা আমি বুঝতে পারতাম না, আমার বাবার ব্যাবসার কারণ হয়তো আমি তাদের একটু উপরে ছিলাম বিধায় আমার সাথে তেমন কথা হতো না,আমার বাবার কোম্পানি হিসেবে হয়তো আমাকে সম্মান করতো, আসলে কি তারা আমাকে সম্মান করতেছে না আমার কাজকে সম্মান করতেছে তখন সেটা আমি কখনো বুঝতে পারতাম না, যদি না আমি কাতারে এসে জব না করতাম, সেটা এখন বুঝতে পারতেছি আমি কিভাবে মানুষের সাথে চলতে হয়, আসলে এইটা আমার জীবনের গল্প, জীবনের গল্পতো এটা তো বলে শেষ করা যাবে না, আমি কিভাবে গ্রুপে যুক্ত হয়েছে সেটা একটু বলি, আমি গত দুই বছর দরে এই গ্রুপের সবকিছু ফলো করে আসতেছি, কিন্তু আমি কখনো এগুলো দেখতে পছন্দ করতাম না, খুব ভালো লাগতো মোটিভেশনাল ভিডিও দেখতে প্রচন্দ করতাম,আমি প্রথমে আমি মোটিভেশনাল ভিডিও গুলো ডাউনলোড করে অডিও করে এগুলো অডিও শুনতাম, সব সময়, হঠাৎ একদিন শুনতে পেলাম ইকবাল বাহার জাহিদ স্যারের মোটিভেশনাল ভিডিও, আমি তখন উনার বাবার কথা বলতেছিলেন, যখন শুনি তখন উনার ব্যবসা উনি তো তখন বলেছিলেন আমি আসলে তখন থেকে উনার অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম, তখন আমি গ্রুপে এড হয়, নিজের বলার মত একটা গল্প গ্রুপের যুক্ত হয়েছিলাম, দিনটা ছিলো ফেব্রুয়ারির 28 তারিখ গতবছর, আমি কিছুই বুঝতাম না,আমি ইকবাল বাহার জাহিদ স্যার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম ১০ থেকে ১২ বার, উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে নাই, এক সময় আমি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পাঠাতে বিরক্ত হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বন্ধ করে দিছিলাম, হঠাৎ করে আমি সোলেমান সুখন স্যারের একটা ভিডিও দেখলাম, উনি ওখানে একটা কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত নিজেকে ভাববেন আপনি কেউ না,নিজের মধ্যে ইগো রাখতে পারবেন না, আপনার জীবনকে আপনি যথেষ্ট, তখন আমি একটা জিনিস সিদ্ধান্ত নিলাম, উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন কেন, আমি উনার ফ্রেন্ডের যজ্ঞ, আমি হাল ছাড়িনি আজ তার সুফল ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ আজকে আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং বর্তমানে বাংলাদেশে আমার একটা খামার আছে, আমার এখানে একটা কোম্পানির সাথে যুক্ত আছি, এস এস ওয়াত কালেকশন নামে একটা এফ কমারছ বিজনেস চালু করেছি,এই গ্রুপের কথা আমাদের আবেগ প্রকাশ করতে পারবো না, এটা লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর দীর্ঘায়িত করতেছি না, ইনশাল্লাহ আবার আসবো আর একদিন বলবো আপনাদেরকে অনেক লম্বা কাহিনী লম্বা একটা গল্প, এখানেই গল্প শেষ হওয়ার নয়, সবাই অনেক অনেক ভাল থাকবেন মহাসম্মেলন অনেক মিস করব, আশা করি আপনারা সবাই মহাসম্মেলনে ভালোভাবে সুন্দরভাবে সফল করবেন ধন্যবাদ সবাইকে
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৪
Date:- ০১/০১/২০২০ ইং
👱মোঃশওকত আলী
👨🎓 ৫ম ব্যাচ
🖋️রেজি.নং: ৬০৬
🇧🇩 জেলা:চট্রগ্রাম
💉ব্লাড-গ্রুপ B+
🇶🇦 কাতার প্রবাসী
📱+974 66594379
📧 mdsawkat85@gmail.com