৪ জানুয়ারী ইতিহাসের সাক্ষী হওয়ার অনুভূতিঃ
৪ জানুয়ারী ইতিহাসের সাক্ষী হওয়ার অনুভূতিঃ
এক কথায় এই দিনটি ছিল আমাদের জন্য ঈদের দিন। কেননা ঐদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল নিজের বলার মত একটা গল্প এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিরাট মহাসম্মেলন। যাদের সাথে এতদিন শুধু অনলাইনেই কথা বলতাম, যোগাযোগ করতাম তাদের সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। তাছারা সেখানে বক্তব্য দিয়েছেন দেশসেরা ও খ্যতনামা সব স্পিকারেরা। ছিলেন আমাদের প্রিয় শিক্ষক ও মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি ধন্য হয়েছি। যারা এই সুযোগ মিস করেছেন তাদের জন্য আপসোস হচ্ছে।
কেন এটি ইতিহাসঃ
বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম, যেখানে একটা ফেইসবুক গ্রুপের অনলাইন প্রশিক্ষণার্থীদের অফলাইনে নিয়ে এসে মিরপুর ইনডোর স্টেডিয়ামের মত বিশাল এক মঞ্চে প্রোগ্রাম করার মত শুধু দুঃসাহসই দেখায়নি বরং অত্যন্ত সুন্দরভাবে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সকল প্রোগ্রামের এটাই প্রথম প্রোগ্রাম ছিল যেটাতে বাহিরের কোন স্পন্সর ছাড়াই সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এত বড় একটা প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে। সেটা কেবলমাত্র "নিজের বলার মত গল্প একটা গল্প" প্লাটফর্মের কারনেই সম্ভব হয়েছে।
আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রোগ্রামে আমন্ত্রিত সকল অতিথিদের। তাদের মধ্যে উল্লেখ যোগ্য ছিলেন, প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার, মেয়র আতিকুল ইসলাম সাহেব, সুলায়মান সুকন ভাই, আন্তর্জাতিক কর্পোরেট ট্রেইনার, ইকবাল ভাই, ডন ভাই, আয়মান সাদিক ভাই সহ সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা।
তাছাড়া আমাদের প্রিয় শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রশংসা যতই করি না কেন সেটা কম হয়ে যাবে। অন্তরের অন্তস্তল থেকে স্যলুট জানাই মহান এক ব্যক্তিকে। যিনি তরুণ প্রজন্মের জন্য নিজেকে উৎসর্গ করছেন প্রতিনিয়ত।
তাছাড়া যারা দুর দুরান্ত থেকে এসে যোগদান করে প্রোগ্রাম সফল করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানাই। খুব শীঘ্রই আপনারাও নিজের বলার মত একটা গল্প তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ,,,
বাসে বসে গ্রুপকে উপস্থাপনঃ
আর একটা বিষয় সবার সাথে শেয়ার না করে পারছি না। সেদিন প্রোগ্রাম শেষ করে গেটের সামনে থেকেই আমি বাসে উঠি। সাথে সাথে সিট পেয়ে যাই। অতঃপর পাশের সিটের ভদ্রলোক অত্যন্ত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেন এইটা কিসের প্রোগ্রাম ছিল। সুযোগ পেয়ে আমি আমাদের গ্রুপ আর গ্রুপের কার্যক্রম সুন্দরভবে উপস্থাপন করলাম। সবকিছু শুনার পরে তিনি জিজ্ঞেস করলেন ইকবাল বাহার সাহেবের উদ্দেশ্য কি? কেন তিনি এইসব করছেন? আমরা সামনে রাজনীতিতে যাব কিনা ইত্যাদি। যখন জানতে পারলেন এইটা সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকে করেছেন, আর রাজনীতিতে যাওয়ার আদো কোন ইচ্ছে নাই তখন তিনি বেশ অবাক হলেন। আরও অবাক হলেন এইটা ভেবে যে একটা অনলাইন প্রতিষ্ঠান অফলাইনে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করল কিভাবে ? তারপর সাথে সাথেই তিনি গ্রুপে যুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করলেন। আমি তাকে জয়েন রিকুয়েষ্ট দিয়ে রাখতে বললাম আর উনিও তাই করলেন। পরবর্তী ব্যাচে হয়তো তিনি যুক্ত হয়ে যাবেন। এভাবেই আমরা এগিয়ে যাব আর সারা বিশ্বে আমাদের প্লাটফর্মকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ,,,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
ফিরোজ আহাম্মেদ
ডিস্ট্রিক্ট এম্বাসেডর (ময়মনসিংহ)
দ্বিতীয় ব্যাচ
phn: 01735899775 (Imo/wtsp)
Reg: 962
Admin,
Ceramics_E-Bazzer.com