4 জানুয়ারি 2020 আমাদের নিজের বলার মত একটা গল্প গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহা সম্মেলন এর অনুভূতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আজকের বিষয় 4 জানুয়ারি 2020 আমাদের নিজের বলার মত একটা গল্প গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহা সম্মেলন নিয়ে কিছু কথা,
স্যার বলেছেন মহা সম্মেলন নিয়ে আমাদের অনুভূতি লিখতে, বলতে গেলে আমার অনুভূতি বলে আমি শেষ করতে পারবো না, কারন আমার কাছে এই গ্রুপে যুক্ত হওয়ার পর থেকে প্রত্যেকটা দিনে আমার কাছে একটা শিক্ষনীয় দিন, প্রতিদিন এই গ্রুপ থেকে নতুন নতুন অনেক কিছু শিখতেছি,আমি এই গ্রুপ থেকে পেয়েছি অনেক কিছু, এখানে পেয়েছি স্যারের ভালোবাসা, পেয়েছি আমাদের গ্রুপের ভাই বোনদের ভালোবাসা, পেয়েছি সবার সহযোগিতা,
এখানে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার বাবা আমাকে নিয়ে অনেক গর্ব করে, আগে ও করতেন, কিন্তু আমার অনুপ্রেরণার সবচেয়ে বড় দিক হচ্ছেন আমার বাবা, আমার বাবা সব সময় আমাকে উৎসাহ দেয়, এখনো দিতেছেন, আমার পৃথিবীতে আমার বাবা আমার জন্য সবকিছু, যখন শুনি আমার বাবার মুখে আমার প্রশংসা, আমার স্যারের প্রশংসা, তখন আমি নিজেকে অনেক গর্বিত মনে করি,
আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না, আমাদের প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যারের, উনি যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের তরুণ সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, সেজন্য লক্ষ কোটি সালাম উনার চরণে, উনি যদি না আসতেন আমাদের কাছে আমরা যদি না পেতাম উনাকে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এইরকম ভালো মানুষের আবির্ভাব হতে পারে,
মানুষ হিসেবে আমার কাছে অনেক বড় স্থানের অধিকারী, আমি যদি বলি আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তাহলে হবেন ইকবাল বাহার জাহিদ স্যার, আমি বলব আমাদের সবার প্রিয় কারণ আমরা সবাই ভালো মানুষ দাবী করি, কিন্তু নিঃস্বার্থভাবেযে কাজ করে যাচ্ছেন,
যার সাথে চেনা জানা নেই তার জন্য কাজ করতে পারে তারিই উদাহরণস্বরূপ আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার, আমিও কাজ করে যাচ্ছি, আজ দীর্ঘদিন প্রবাসে থাকার পরও আমি কাতারে কাজ করে যাচ্ছি, স্যার যখন আমাকে দায়িত্ব দিয়েছেন কাতারের কান্ট্রি এম্বাসাডর হিসেবে সেই থেকে চেষ্টা করে যাচ্ছি সব কথা মেনে চলার,
এবং যে নির্দেশনা দিয়েছেন সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাতারের সদস্যরা ও আমাকে সানন্দে গ্রহণ করেছেন, এবং যথাযথ সম্মান মর্যাদা দিয়ে যাচ্ছেন, আমাদের মাঝে ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছেন, আমি কৃতজ্ঞ আমাদের সকল সদস্যদের কাছে, উনারা আমাকে উনাদের হৃদয়ের মাঝে স্থান দিয়েছেন,
আমিও নিজেকে নিয়ে নিজেই অনেক গর্ব বোধ করতেছি এই গ্রুপের সদস্য হওয়ার জন্য, স্যারের ভালোবাসায় আমার নামটা মহাসম্মেলনের ব্যাক স্ক্রিনে আসছে সেই জন্য স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আমার নামটা দেখে আমি খুশিতে আত্তহারা হয়ে গেছিলাম,
আমি চট্টগ্রামের একজন ছেলে চট্টগ্রামের আমার ভাই ও বোনেরা সবাই, আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি,কিন্তু স্যার যেটা বলেন আপনাকে শিখতে হবে শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষায় কথা বলাটাও একধরনের আরট, এইটা আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি, শুদ্ধ ভাষায় কথা বলার জন্য,
এখন অনেকে আমাকে বলে আমি যখন কথা বলি অনেকেই বলে আপনি যে চট্টগ্রামের আপনার ভাষা শুনে বুঝা যায় না,অন্য ডিস্ট্রিকের লোক গুলো বলেন,
আমি যদি বলি আমি কি কি শিখেছি আমি অনেক কিছু শিখেছি, আমি সেগুলো আমার এই লেখায় বলে শেষ করতে পারবো না, লিখাটা অনেক বড় হয়ে যাবে তারপরও আমি কিছুটা বলতে চেষ্টা করতেছি,
আমি শিখেছি এখন কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, আমি শিখেছি লিডারশিপ, আমি শিখেছি সবার ভালোবাসা কিভাবে অর্জন করে নিতে হয়, সবচাইতে বড় কথা হলো, আমি এখান থেকে যেটা পেয়েছি, আমি পেয়েছি আমার পরিবার পেয়েছে, আমার সন্তানরা পাবে, আমার সন্তান বলতে পারবে আমার বাবা একজন ভালো মানুষ, এর চেয়ে বড়পাওয়া আর কি হতে পারে,
আমি আমার সন্তানদেরর জন্য হয়তো বা যদিও কোন টাকা-পয়সা রেখে যেতে না পারলে ও কিন্তু আমার সন্তানদের জন্য একটা বিষয় রেখে যেতে পারবো,সেটা হলো আমার সন্তানেরা বুক ফুলিয়ে বলতে পারবে আমার বাবা একজন ভালো মানুষ,
আমার বাবা নিজের বলার মত একটা গল্প গ্রুপের সদস্য, আমি নিজেকে গর্ববোধ মনে করি আমি আজকে নিজের বলার মত একটা গল্প গ্রুপের সদস্য হিসেবে কাজ করতে পারতেছি, নিজের বলার মত একটা গল্প হিসেবে দায়িত্ব পালন করতে পারতেছি,
আমি বাসায় প্রকাশ করতে পারবো না যে এই গ্রুপ আমাকে কি কি দিয়েছে, এই গ্রুপে আমার সাথে পরিচিত অনেক লোকজন আছেন যারা কাজ করছেন নিরলসভাবে, অনেক জন আছে, কিন্তু এখানে আমি কয়জনের নাম লিখবো এইরকম যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে সম্মান এবং ভালোবাসা দিয়ে শেষ করতে চাই,
কিন্তু সেটা শেষ হওয়ার কথা না, তারপর ও শেষ করতে হয়,মহাসম্মেলনে সশরীরে উপস্থিত হতে না পারলে ও স্যারের ভালোবাসায় মহাসম্মেলনে আমার নাম ছিলো, অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় ভলেন্টিয়ার ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মহা সম্মেলন সফল করা সম্ভব হয়েছে,
এখানে অনেকেই আছেন আমি কারো নাম নিয়ে কারো মনে কষ্ট দিতে চাচ্ছি না, সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ,
স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমার লিখায় যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই লেখাটা লিখতে গিয়ে আমি তিন-চারবার থেমে থেমে লিখছি, ডিউটির কারনে।আবারো অনেক অনেক কৃতজ্ঞ প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। সবাই ভালো থাকবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
মোঃশওকত আলী
৫ম ব্যাচ
রেজি.নং: ৬০৬
জেলা:চট্রগ্রাম
ব্লাড-গ্রুপ B+
কাতার প্রবাসী
+974 66594379
mdsawkat85@gmail.com