কেউ কাউকে ঠেকানো আর ঠকানোর মনমানসিকতা দিয়ে মানষিক যন্ত্রণা ছাড়া নূন্যতম আত্মতৃপ্তি পাওয়া সম্ভব নয়।
🍁🌹কেউ কাউকে ঠেকানো আর ঠকানোর মনমানসিকতা দিয়ে মানষিক যন্ত্রণা ছাড়া নূন্যতম আত্মতৃপ্তি পাওয়া সম্ভব নয়! শ্রদ্ধাবোধ ও স্নেহ ভালোবাসার মাধ্যমে উদার মনমানসিকতা এবং নিঃস্বার্থ ঐক্যবদ্ধের পথচলা দিয়ে সফলতা ও চুড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব।
🌺🌹কাল সারাদিন মনটা খারাপ ছিল।বাড়ির সবার কথা খুব মনে পড়ছিল।বারবার মনটা খালি খালি লাগছিল মনে হয় কিছু যেনো হারিয়ে গেছে এমন টি অনুভব।ভাবলাম একটু ফোন দিয়ে কথা বলি, হয়তো ভালো লাগবে,প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার বলেছেন,মন খারাপ থাকলে,নিজেকে নিজে প্রশ্ন করার জন্য,কেন মন খারাপ?।উত্তর খুজে না পাইলে,আমরা যেন কোন প্রিয়জনের সাথে কথা বলি যাদের সাথে কথা বললে আমাদের ভালো লাগবে,তাই আমিও বাড়িতে ফোন দেই,অনেকক্ষণ ধরে মোবাইলটা বাচ্ছে ক্রিংক্রিং ক্রিংক্রিং
🍁🍁কে যেন ফোনটা রিসিভ করল,চিকন কোন কন্ঠ ভেসে আসলঃ আসসালামু আলাইকুম,বাবা মার কন্ঠ এমন না। কে ফোনটা ধরল? আমি কি রং নাম্বারে ফোন দিলাম।একটু ভালকরে নাম্বারটা খেয়াল করলাম,দেখলাম সবই ঠিক আছে।তবে ফোনটা কে ধরল?যাইহোক সালামের উত্তর দিলাম জিজ্ঞেস করলাম আপনি কে?
সে বলে উঠল এ মনু তুই মোরে চেননা,মোর কণ্ঠ হুন্না তুই বোঝনা,
🌹🌹আমি বললাম জি না আমি আপনাকে চিনতে পারছিনা দয়া করে আপনার পরিচয়টা দিন,এ নাম্বার তো আমার মায়ের আপনার কাছে কিভাবে এলো,আমি কি কোন রং নাম্বারে ফোন দিয়েছি,
সে বলল না মনু ঠিক নাম্বারে ফোন দেছ,মুই ওই বাড়ির সকিনা চেনো, ,মুই মালার মা।আমি বললাম ও আচ্ছা সকিনা আপু।আপনি।?কি অবস্থা কেমন আছেন?কেমন চলছে আপনার দিনকাল?মালা কেমন আছে?কত বড় হয়েছে?।লেখাপড়া করে না কি ছেড়ে দিছে?
🌺🌺সকিনা আপু -হ বুইন আছি কোনমতে না মরইয়া বাইচা আছি,মোর আর ভালো থাহা,,,মুই যতই চাই ভাল থাকতে,খারাপ যেন মোর পিছ ছারেনা।মুই মালার কতা আর কি কমু।ও তো একটা অপয়া,ও জন্মের পরে ওর বাপেরে খাইছে।ওর ভালো থাহা আর না থাহা নিয়া কি আয় যায়।মুই চিন্তা করছিওরে বিয়া দিয়ে দিমু।আর লেহাপড়া করা লাগবেনা।মুই ওর লেখাপড়ার খরচ দিতে পারিনা।হুনছি মার্চ / এপ্রিলে নাহি স্কুল খুলবে।কতগুলো টাহার বই খাতা কেনা লাগবে।মুই এতগুলা টাহা কই পামু ।
🍁🍁আমি অবাক হয়ে শুনছিলাম তার কথাগুলো।সে সে বলছিল আর কাদঁ ছিল।আমি জিজ্ঞাসা করলাম।সকিনা আপু আপনি কেন মালাকে এভাবে অপয়া বলেন।কোন মানুষ কোন মানুষকে খেতে পারে না।যার হায়াত শেষ হয়ে আসে সে পৃথিবী থেকে চলে যাবে।এটাই তো নিয়ম তাই না।
শুধু শুধু ওকে দোষ দিয়ে ওর জীবন চলার পথগুলো থামিয়ে দিচ্ছেন কেন?ওর বাবা মারা গেছে এখানে ওর কি হাত আছে সে সারাদিন নেশা করত ওই দিন হয়তো নেশা বেশি করেছে তাই এ স্টক করে মারা গিয়েছে।ও শিশু বাচ্চা ছিল ওকি করতে পারত। জন্ম মৃত্যু আল্লাহর হাতে।আপনে মালাকে এত সকালে কেন বিয়ে দিতে চান।ওকে কি আপনি বোঝা মনে করেন?
🌹🌹তাছাড়া আপনার মেয়ের বয়স কত হইছে।এই যে সেদিন আমার বোনের গায় হলুদের সময় ছোট্ট একটা মেয়ে শাড়ি পরে নাচ ছিল।তিন বছরে কি অনেক বড় হয়ে গেছে?আপনার মেয়ের বয়স কত এখন।
সকিনা আপু -মালার বয়স ১৫ বছর ঔইছে।
অপয়া কপাল পোড়া রে বিয়ে দিলে মোর শান্তি।মুই তগো বাড়ি একটা কাজে আইছি মনু।
🍁🍁আমি -জি আপু বলেন মেয়েকে কেন বিয়ে দিতে চান।ওকে কি লেখাপড়া করে মানুষ করার কোন ইচ্ছা আপনার নেই।আপনি কি চান না? আপনার মেয়ে মাথা উঁচু করে সমাজে বাচুক।আপনি ও তো অল্প বয়সে বিয়ে করেছিলেন তাই না?।দুই বছর সংসার না করতেই স্বামী মারা গেল।মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে-শাদী করলেন না।১৫টা বছর চলে গেল.অথচ আপনার বয়স এখন মাত্র ৩৩ বছর.আপনার ছোট বয়সে বিয়ে করে যে ভুল করেছেন।আপনি কি চান একই ভুল আপনার মেয়ে করুক।তাছাড়া আপনি কি জানেন না বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। আপনার মেয়ে এখন কোন ক্লাসে পড়ে?
🌹🌹সকিনা আপু -মোগো মালা এইটে পরীক্ষাদেছে
নাইনে ভর্তি হয় নাই এর মধ্যে করণা আইছে।স্কুল মাদ্রাসা সবাই বন্ধ দিয়ে দিছে।মুই একটা ভালো পোলা পাইছি,।পোলায় মানুষের বাড়ি কামলা দেয় মুই এর চাইয়া ভালো পোলা মোর মাইয়ার জন্য পামু না মনে হয়।
🌺🌹আমি বললাম।আপনার ছোট্ট একটা মেয়ে কি করে একজন বয়স্ক পুরুষের কাছে বিয়ে দিবেন।ওই ছেলের বয়স তো ৩৫বছর হয়েছে।এখানে আপনার বয়সের সাথে ম্যাচ করে না।সেখানে আপনি আপনার মেয়েকে কিভাবে তার হাতে তুলে দিতে চান।আপনি কি মা না ডাইনি।
🍂🍂আমার কথা শুনে কেদে দিল।বলল।।
বুইন মুই চাই না মোর মাইয়া রে এত হহালে রিয়া দেই।মুই কি হরমু কয়।মুই হারাদিন মানের বাড়ি বাশ কাড্ডা আইননা সাচ্ছায়া চ্যারা বানাইয়া কুলা ডালা চালোইন হাজী।আফৌরা বানাই।হেইডা অ্যাডে নিয়া মুই বেছি।
যা টাহা তাই পাই হেইয়া দিয়া চাউল ডাল আনি।
মুই একটা ভালো কাপুর ওপরিনা।মুই এতদিন
অনেক কষ্ট হই়রা চলছি।এহন ওরে দিয়ে দিতে পারলে মুই মৌরা গেলেও মোর কোন দুঃখ থাকপেনা।
🍁🍁আমি বললাম আপনি কেন আসছেন আমাদের বাড়িতে আমাকে একটু বলবেন।আম্মু কোথায় আপনি ফোন রিসিভ করলেআম্মু ধরল না যে?
আপু-মামি কোলার পারে গ্যাছে।আস সার্যারা দেছে ছাইরো দিগে পাঁতিহাল আহে।কোন সময় আসইয়া ধৌইরা নিয়া যায়।কওয়া যায়না।আস বানতে গেছেতোর মায় ।ওইযে মামি আইতাছে।মনু তুই কি কিছু আর কবি মোরে।মুই যাই দেখি বাড়ির দিকে।মালা এলহাঘরে রয়েছে।
এতক্ষণে আম্মু আসলো।ফোনটা হাতে নিয়ে বল্ল কেমন আছো মা।আমার মনটা জুড়িয়ে গেল মন খারাপ ভালো হয়ে গেল বললাম ভালো আছি আম্মু কালকের থেকে মনটা অনেক ছটফট করছিল আপনাদের সাথে কথা বলার জন্য এখন ভালো লাগতেছে।কিন্তু সকিনা আপু কি বলতেছে এগুলো।এর ছোট্ট একটা মাইয়ারে নাকি বিয়ে দিবে।আম্মু বলল হ এর জন্যই তো আইসে একটা ভালো জামা ওন্না নেতে।শুক্রবার নাকি মালার দেখতে আসবে।আমি একটু পুকুর ঘাটে গিয়েছিলাম হাঁসগুলো দেখতে চারো দিকে অনেক পাতিহাল নামছে।ভয় লাগে কোন সময় যেন আমার হাঁস মুরগি নিয়ে ভাগে।তাই চোখে চোখে রাখি।
🍂🍂আমি বললাম ও আচ্ছা তাই !আম্মু আমি আরএকটু ছকিনা আপুর সাথে কথা বলবো আপনি ফোনটা তাকে দেন।
সকিনা আপু -হ বুইন ক কী কবি।আমি বললাম।আপনি যে আমগো পুরানো জামা কাপড় নিতে আসছেন।আবার ফেরত দিয়ে যাবেন তাই না?
🍁🍁সকিনা আপু -হ শুক্রবার মালা রে দেইখা মেহমান চল্লাহ গেলে মুই তোগো জামাকাপড় ধুইয়া আবার দিয়া যামু।
আমি বললাম আমি যদি আপনাকে একটা নতুন ড্রেস কিনে দেই এখনই।কোনোদিন ফেরত নেব না।তাহলে কি আপনি মালার বিয়েটা বন্ধ করে দিবেন?আপু একটু ভেবে দেখেন এখন মেয়েদের অনেক সুযোগ সুবিধা আছে।মেয়েরা এখন অনেক কাজ করতে পারে ছেলেদের পাশাপাশি।আপনি মালাকে একটু সুযোগ দেন।লেখাপড়া শেষ করে আপনার জন্য ভালো কিছু করতে পারবে।তাছাড়া এখনই লেখাপড়ার পাশাপাশি।ছোটখাটো একটা ব্যবসা করতে পারে।যদি আপনি আমার উপর ভরসা করেন আমাকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে কথা দিচ্ছি আমি মালাকে একদিন একজন প্রতিষ্ঠিত নারী তৈরি করে দেব।সেদিন আর আপনার এত কষ্টর কাজ করতে হবে না।ও আমার চেয়ে ভালো কিছু করতে পারবে।
🍂🍂🍁সকিনা আপু -আমার কথা শুনে কেদে দিল বলল।ওরে মোর বুইন তোরে মুই অনেক বিশ্বাস করি ছোটকালে তোরে কত কোলে লইছি কত আদর করছি।তগো বাড়ি আইলে মামীর কাছে তোর কথা জিজ্ঞেস করি।মুইতো চিন্তা করি,
মোর চৌক বন্ধ ঔইলে মোর মাইয়ার কি ঔইবো
এহন দেহি তুই মোরে নতুন একখান স্বপন দেখাইতেছ।মুই মালারে ডাকমু মনু তুইও লাগে কথা কবি।তুই হাসা হাসা মোর মাইয়ারে জামাকাপড় কিন্না দিবি?
🌹🌹আমি বললাম হ্যাঁ অবশ্যই দিবো কেনো দিবো না আমি কথা দিয়েছি কিনে দেব দেবই! সকিনা আপু আপনি আমার আব্বুর মোবাইলটা নিয়ে আসেন ঘর থেকে দেখেন আব্বু কোথাও চার্জে দিয়ে রাখছে,
ওইটা নিয়ে আসেন বাহিরে আর আপনি মালাকে ডাক দেন।এখন চিৎকার করে তার মেয়েকে ডাকছে।ও মালা আ আ আ............তোর খালায় বিদেশ দা ফোন দিছে তোর লগে কথা কইবে ছ্যাঁতকইরা আয় মনু ।
আমাদের বাড়ির পাশেই আসতে এক থেকে দেড় মিনিট লাগে মালা আমার কথা শুনে দৌড়ে চলে এলো ফোনটা নিল খালামণি তুমি কেমন আছো।তোমারে কতদিন ধরে আমি কিছু কইতে চাই তোমার নাম্বার আমার মোবাইলে ঢুকাইয়া কল দিলে টাকা কেটে নিয়ে যায় কল যায় না তোমার সাথে আমার একটা জরুরী কথা আছে খালামণি
🌹🌹আমি বললাম হ্যাঁ মা বল কি বলবি তোর নাকি বিয়ে?এত সকালে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি।মেয়েটাকে কেদে দিল।বলল না খালামণি।আমি তো বিয়ে করতে চাই না এত সকালে।মাইত আমায় জোর করে বিয়ে দিতে চায়।আর সারা দিন আমারে অপয়া ডাকে আমি পড়তে চাই কিন্তু মা তো বইখাতা কিনে দিতে চায় না।খালা মনি তুমি আমারে লেবানন নিয়ে যাও।
মেয়ের কথা শুনে আমি হেসে দিলাম,বললাম মামনি শান্ত হও।কেদনা আমি কি বলি মন দিয়ে শোনো।তোমার নানুর মোবাইল টা হাতে নাও।ফেসবুকে ঢুকো দেখো নিজের বলার মতো একটা গল্পফাউন্ডেশন হাজার হাজার ড্রেস সেল পোস্ট আছে তোমার মাকে দেখাও তোমার মার কোনটা পছন্দ হয়।যেটা পছন্দ হয় ওইটা আমি তোমাদেরকে কিনে দেব।আচ্ছা খালামণি দেখছি গ্রুপে ঢুকে সে দেখলো সাপ্তাহিক অনলাইন হাট সেখানে অনেক অনেক থ্রিপিস দেখতে পেল ।আমাকে জিজ্ঞেস করলো এটার দাম কয় টাকা আমি বললাম কতোই বা হবে 500/ 600 খালামণি এইটাই সুন্দর এইটা কিনে দাও।আচ্ছা এটার দামকত।আমি বললাম এক টা নিলে সাড়ে 500 আর দুই টা কিনলে ডিসকাউন্ট ১০০০টাকা।আমার আম্মু শুনে বলল তাহলে মা
তুমি ২ ড্রেস কিনে দাও মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে ভালো একটা থ্রি পিস এর দরকার আছে
আমি বললাম ঠিক আছে আম্মু গত মঙ্গলবার হাটে তোমাকে কিছুই কিনে দিতে পারেনি। তুমি মনে মনে কষ্ট পেয়েছো আমি জানি।আজ কষ্ট পুসিয়ে দিলাম।আমি ০০৯৬১৭০৬৩৫৯৯৩নাম্বারে কল করে দুইটি থ্রি পিস অর্ডার করে দিলাম আলহামদুলিল্লাহ আমার আম্মু খুশি।সকিনা আপু খুশি।
মালা বললো খাল তুমিতো লেবানন থাকো কি ভাবেপাঠাবা।?আমি বললাম তুমি শিক্ষিত মেয়ে।বোকার মত প্রশ্ন করো কেন?তুমি কি জানো না বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়।তুমি মোবাইল ফোনটা হাতে নিয়ে কত সহজে ৭/৭ মিনিটের ভিতরে বিশাল বড় হাট ভিজিট করে আসলা।ঘরে বসেই দৈনন্দিন জীবনের সব জিনিস হাতে পাওয়া যায় বর্তমানে করোনার পরিস্থিতি অতি মারাত্মক তাই ঘরে বসে জিনিস কেনা অতি উত্তম হোক সেটা বিদেশ হোক সেটা দেশ।
মালা তোমার মা বলেছে তোমার বিয়া ভেঙে দেবে এত সকালে বিয়ে দিবেনা।তবে তার শর্ত আছে।তোমার নিজের টাকা দিয়ে নিজেকে লেখাপড়া চালাতে হবে।তুমি কি পারবা।আমি মাঝে মাঝে হেল্প করব।মালা তো অবাক।খালামণি তুমি কি বলো আমি ক ভাবে ইনকাম করব ।আমি বললাম।আগে করোনায় এখন করবা।মালা বললো।আমি ঘরে বসে কিভাবে ইনকাম করবো ইনকাম করতে হলে তো শহরে যেতে হবে।আমি বললাম না গো মামণি।তুমি ঘরে বসে ইনকাম করতে পারো শহরের চেয়ে অনেক বেশি।সেইসাথে তোমার লেখাপড়া ও চালাতে পারো।
🍂🍁🍂মালা তুমি খালামণি এটাকে স্বপ্ন না বাস্তব।আমি ঘরে বসে ইনকাম করতে পারব শহরের চেয়ে অনেক বেশি?
🌹🌹আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবে সেজন্য তোমাকে কিছু কাজ করতে হবে।মালা হ্যাঁ বল খালামণি কি কাজ করতে হবে তুমি যা কাজ দিবে আমি তাই করবো।আমি বললাম আমি তোমাকে কাজ দিব না আমি তোমাকে ক্লাস
দিব। তোমার ফেসবুক আইডিটা আমাকে সেন্ড করো দেখো আমি একটা লিঙ্ক দিচ্ছি।ওখানে ক্লিক করো।দেখো কি আসে।মালা।খালামণি এটাতো রেজিস্ট্রেশন ফরম।আমি হ্যাঁ এটাই সেই কর্মশেখার প্রতিষ্ঠান।এখানে যা যা লেখা আছে তুমি সে ফর্মটা পূরণ করো ওকে করে দাও।এরপর আর একটা লিঙ্ক দিচ্ছি ওইটা মেম্বারশিপ এর লিংক।ওখানে সার্চ বাটন এর উপরে তোমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবা।আগামীকাল থেকে শুরু হবে তোমার ক্লাস টানা ৯০ দিনের ক্লাস।নব্বই দিন শেষ হলে তোমার মা যেকাজগুলো জানে তুমি অনলাইনে সেল দিবা।অনলাইনের মাধ্যমে সেল দিতে পারবে।৯০ দিনের ক্লাস শেষ হলে তোমাকে বিজনেস পেইজ খুলে দেব।এখানে অনেক কিছুই শেখায়।ইংলিশ ক্লাস আছে।অনেক আপুরা বুটিকের কাজ শেখা।এছাড়া গহনা বানানো শেখানো হয়।আগামী কালকের সময় করে।আমি তোমাকে সব ব্যাপারে বুঝিয়ে দিব।অনেকক্ষণ কথা বলেছি মোবাইলের চার্জ শেষ।তোমাকে নিচে কিছু লেখা পাঠাচ্ছি তুমি দেখো আমাদের এখানে কি কি সুযোগ সুবিধা আছে।তোমাকে ১৩ তম ব্যাচের রেজিস্ট্রেশন করিয়ে দিলাম।বর্তমানে ৩৯তম সেশন চলে।আর 90 দিনের কোর্স শেষ হয়ে গেলে।তুমি ১৪ তম ব্যাচের সাথে আবার শুরু থেকে ক্লাস করবে।যখন যেটা জানতে ইচ্ছা করে আমাকে মেসেঞ্জারে নক করবে।ভয়েস করে বলবে আমি সময় করে উত্তর দিয়ে দেব ওকে।আমার আজকের অফিসে লেইট হয়ে গেল তোমার মায়ের সাথে কথা বলতে বলতে।আমার ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বড় উপকারও হয়েছে।কিছুু ত্যাগ না করলে ভালো কিছু পাওয়া যায় না।অন্তত বাল্যবিবাহ তা ঠেকাতে পেরেছি এটাই আমার কাছে আনন্দের।আমাদের প্রাণের গ্রুপে জয়েন করাতে পেরে আরো আনন্দিত।তোমাদের মত অনেক মালা।অবহেলা অনাদরে ঝরে যায়।।
🌹🌹আমার চারপাশে যতদূর আমার দৃষ্টি যায় কোন মালাকে এভাবে ঝরে যেতে দিবোনা এটাই হলো আমার প্রতিজ্ঞা জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা ""একদিন ও বেকার থাকব না"""।আমার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়।ছড়িয়ে ছিটিয়ে দেব নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষা।প্রতিটি ঘরে ঘরে তৈরি হবে এক এক একজন উদ্যোক্তা।তোমাদের মত মালাদের কে দিয়ে তৈরি করব সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ।
🌺🌺 আমাদের এই গ্রুপে কারো কারো বিক্রয়ের ৩০%থেকে ১০০% পর্যন্ত সেল আমাদের এই গ্রুপ থেকেই হয়। আমি : আমাদের শিক্ষা গুরু আমাদের সকলের মেন্টর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের নির্মাতা জনাব ইকবাল বাহার জাহিদ।
গ্রুপের লিং দিয়ে দিচ্ছি 👇<
🔰🔰https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৯
Date:- ২৩/০২/২০২১
🍂নিজের বলার মতো একটা গল্প ফান্ডেশান🍂
🍁আমি শান্তা মোর্শেদা
🍁কমিউনিটি ভলান্টিয়ার
🍁ব্যাচ নং ১১
🍁রেজিঃ নং ২৭৯০৫
🍁উপজেলা কাঠালিয়া
🍁জেলা ঝালকাঠি বরিশাল
🍁ব্লাড গ্রুপ বি প্লাস
🍁বর্তমান অবস্থান
🍁লেবানান বৈরুত
🍁একজন রেমিটেন্স যোদ্ধা।।🍁🍁