মহাসম্মেলন ও অনুভূতি:
"নিজের বলার মতো একটা গল্প" একটি ভালো মানুষের ব্র্যান্ড, ভালোবাসার বন্ধন, সৎ উদ্ধোক্তা ও পজিটিভ মানসিকতা তৈরির পাঠশালা।
আর এই মহান কাজটি যিনি নিঃস্বার্থ ও নিরলসভাবে করে যাচ্ছেন তিনি আমাদের সবার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার মানুষ এই প্লাটফর্মটির রূপকার ও স্বপ্নদ্রষ্টা , প্রিয় মেন্টর ও শিক্ষক জনাব ইকবাল বাহার স্যার।
আজ আমাদের প্রিয় "নিজের বলার মতো একটা গল্প" অনলাইন প্লাটফর্মের - টানা ৭৩৮ দিন পূর্ণ হল।
২০১৮ সালের ১ জানুয়ারি ৬৪ জেলার ১৬৪ জনকে নিয়ে শুরু হয়েছিল ১ম ব্যাচ। এখন ৮ম ব্যাচ প্রায় শেষের পথে।দুই বছর পর আজ আমাদের প্লাটফর্ম ২০০,০০০ তারুণ্যের এক বিশাল নেটওয়ার্ক।
দেশের গন্ডি পেরিয়ে ৫০টি দেশ ও প্রিয় প্লাটফর্মের সক্রিয় সদস্যদের সরব পদচারণায় মুখর।
এটি এখন বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।এত দীর্ঘ সময় ধরে কোন কর্মশালা আজ পর্যন্ত পরিচালিত হয়নি।
গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডে স্থান এখন সময়ের দাবি।
৪ জানুয়ারি ২০২০ইং ছিল একটি ঐতিহাসিক দিন।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সুষ্ঠু, সার্থক, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল সারা বিশ্বের জন্য দৃষ্টান্তমূলক এক ব্যতিক্রমধর্মী মহা মিলনমেলা উদ্ধোক্তা মহাসম্মেলন।
সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা সবার অত্যন্ত প্রিয় জনাব ইকবাল বাহার স্যারের প্রতি যিনি ইতিহাসের সাক্ষী হতে পারার মতো সুযোগ সৃষ্টিকল্পে এমন একটি ঐতিহাসিক সম্মেলনের আয়োজন এর উদ্যোগ নিয়েছিলেন।
৪৫০০ জন সদস্যের সতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণের এই দিনটির অনুভূতি সত্যিই অতুলনীয় ও অসাধারণ। কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই সকলের সম্মেলনে যোগদান , আয়োজনের সাথে জড়িত সকলের নির্দেশনা অনুযায়ী দিন ব্যাপী সকল কার্যক্রমে সক্রিয় ও মুখরিতভাবে অংশ নেয়ার বিরল দৃশ্য পরিলক্ষিত হয়েছে অংশগ্রহণকারী সকল সদস্যদের মাঝে, সবাই প্রমাণ করেছে তারা প্রিয় স্যারের দীক্ষায় দীক্ষিত একদল ভালো মানুষ।
বিগত বছরগুলোতে স্যারের অনুপ্রেরণায় সৃষ্ট কিছু সংখ্যক উদ্ধোক্তার সুসজ্জিত স্টল অনুপ্রাণিত করেছে আগত সকল সদস্যদের যারা উদ্ধোক্তা হয়েছেন কেউ কেউ অথবা অনেকেই উদ্ধোক্তা হওয়ার স্বপ্নে বিভোর। নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে সবাই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন স্যারের "লেগে থাকুন" দীক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্টল পরিদর্শনে তারই প্রতিফলন দেখতে পেয়েছি।
প্রিয় প্ল্যাটফর্ম এবং স্যার শুধু উদ্ধোক্তা তৈরি করেই ক্ষান্ত হননি তাদের প্রচারণা, সেল বৃদ্ধি, নেটওয়ার্ক সৃষ্টি, অর্থনৈতিক সাপোর্ট তৈরির ব্যবস্থা,বড় বড় কোম্পানির সাথে সম্পর্ক স্থাপন ও উৎসাহ প্রদান সবকিছুই গুছিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তার ও কিছু দৃষ্টান্ত সম্মেলনে আমরা লক্ষ করেছি।
বাংলাদেশ ও বহির্বিশ্বে আমাদের দেশের যারা সফল ব্যক্তিত্ব তাদের প্রাণবন্ত পরিবেশনায় নিজেদের সফলতার গল্প উপস্থাপন , অনুপ্রেরণা প্রদান, সাজেশন সহ সহযোগিতা প্রদান এর আশ্বাস সম্মেলন থেকে প্রাপ্তির ঝুড়িকে করেছে সমৃদ্ধ।
মহাসম্মেলনের ভলেন্টিয়ারিং কার্যক্রমে এত চমৎকার সমন্বয় ছিলো যা সত্যিই প্রশংসার দাবিদার। এতো সুন্দর চমৎকারভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করে শেষ করা এটা শুধু মাত্রই স্যারের আদর্শকে বুকে ধারণ এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি প্রদানের কারণেই সম্ভবপর হয়েছে।৬৪টি জেলা ও ৫০টি দেশ থেকে এসে স্বেচ্ছায় নিরলস পরিশ্রম করে একটি সফল সম্মেলন উপহার দেয়ার উদাহরণ শুধুমাত্র "নিজের বলার মতো একটা গল্প "প্লাটফর্মের পক্ষেই সম্ভব,যা ইতিমধ্যেই (৪জানুয়ারি ২০২০) সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে।
এই প্লাটফর্ম থেকে শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন এমন অনেকেকেই সফলতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা, প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ কান্ট্রি সম্মাননা, প্রবাসী বাংলাদেশীদের সম্মাননা প্রদান,প্লাটফর্মের উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনার জন্য শ্রেষ্ঠ এম্বাসেডর, মহাসম্মেলন সফল করার জন্য যারা নিরলস পরিশ্রম করে গেছেন তাদের সম্মাননা প্রদান, ভলেন্টিয়ারিং এর জন্য শ্রেষ্ঠ ভলেন্টিয়ার হিসেবে সম্মাননা ছাড়াও আরো অনেক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান উপস্থিত সদস্যদের সহ ২ লক্ষ মেম্বার এই মুহূর্তে যারা সক্রিয় আছেন এবং দেশে ও দেশের বাইরে যারা অনুষ্ঠান লাইভে দেখেছেন তাদেরকে অনুপ্রাণিত করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস।এখন এর অনুপ্রেরণা সকলের কাজের গতিকে করবে দ্বিগুণ। সম্মেলনের সম্মাননা প্রদান অংশটি ছিল চরম অনুভূতির।
এই সম্মেলনে অংশ নেয়ার কারণেই নতুন নতুন স্বপ্নের জন্ম নিয়েছে। সফল মানুষগুলোকে দেখে নিজের সফলতার গল্প রচনা করার ইচ্ছা ভীষণভাবে ঘুরপাক খেয়েছে মনে। আমাদের প্রিয় প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা প্রিয় ইকবাল বাহার স্যার যে স্বপ্ন নিয়ে সৎ ভালো ও পজিটিভ মানসিকতার একজন সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার যে বীজ "নিজের বলার মতো একটা গল্প"প্ল্যাটফর্ম এর মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছেন মহাসম্মেলনের মাধ্যমে তিনি তা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।
মহাসম্মেলন হওয়ার কারণেই আমরা এই প্লাটফর্ম থেকে সৃষ্ট আমাদের প্রতিষ্ঠান MGX BD, MEGAHAAT BD এর স্টল দেয়ার সুযোগ পেয়েছি, এই প্লাটফর্ম এর কল্যাণেই পেয়েছি অনেক পরিচিতি, তৈরি হচ্ছে বিজনেস নেটওয়ার্ক। আশা করছি সামনের দিনগুলোতে আরো সফলতা লাভ করব এই প্লাটফর্ম এর মাধ্যমেই ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকব এই প্লাটফর্ম এর জন্য কাজ করে যাব এই প্রতিজ্ঞা করছি।
এই প্লাটফর্ম থেকে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হবে, হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান। দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।এই প্লাটফর্ম যুগ যুগ ধরে মানুষের ভালোবাসায় বেঁচে থাকবে,
স্যারের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সারা বিশ্বের জন্য রোল মডেল হবে।এই
শুভ কামনা
। সর্বোপরি স্যারের সুস্থতার জন্য দোয়া করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইলো।📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
ফখর উদ্দিন ইমেল
ব্যাচ নং-৭ম
রেজিঃ নং-৯৮৩
জেলা-ফেনী
০১৭৬৩৬৮৫১১১