আপনার মোটিভেশনাল পাওয়ার বলে দেবে আপনি আপনার সেলস কে কত গুণ বৃদ্ধি করতে পারবেন।
"গল্পে গল্পে সেল পোস্ট"
🙋♂️আপনার মোটিভেশনাল পাওয়ার বলে দেবে আপনি আপনার সেলস কে কত গুণ বৃদ্ধি করতে পারবেন।
📄 নিচের গল্পটি থেকে আশা করি শেখা যাবে
গ্রুপের সদস্যের নাম Mostak Ahmad Mridha উদাহরণ হিসেবে ধরে গল্পটি লেখা হলো
📞হঠাৎ বাংলাদেশি নাম্বার থেকে ফোন এল
🔶মোস্তাক আহমেদ মৃধা: ভাই কেমন আছেন?
🔷 আমি: আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আপনি দেশে!!!
কবে এলেন?
🔶 মৃধা: জার্মানি থেকে এসেছি কয়েকদিন হল। দুই মাস থাকবো।
🔷আমিঃ আলহামদুলিল্লাহ, এটি তো খুব ভালো খবর। তো আপনার এই দুই মাসের প্লান প্রোগ্রাম কি?
🔶মৃধাঃ ভাবছি বাড়ির কাজে হাত দিব আর কিছু ব্যবসা শুরু করে দিয়ে আবার ফিরে যাবো।
🔷আমিঃ এটা তো খুবই ভালো খবর, তো আপনার মাথায় কোন আইডিয়া আছে? কি নিয়ে কাজ করতে চাচ্ছেন?
🔶মৃধাঃ আপনি বলনে, আপনিতো কৃষি নিয়ে, বিভিন্ন জায়গায় ট্যুর নিয়ে, আবার মাঝেমাঝে দেখছি ব্লক নিয়েও কাজ করছেন। তাহলে বলেনতো ব্লকের ফ্যাক্টরি দিলে কেমন হয়।
#বিদেশে এই #কংক্রিট_ব্লকের ব্যবহার অনেক বেশি।
🔷আমিঃ এটি খুবই ভালো উদ্যোগ। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব এবং ভবিষ্যতের জন্য খুবই সম্ভাবনাময় একটি ব্যবসা হলো হলো ব্রিক্স। আর সেই সাথে আপনার বাসা হলো ব্রিক্স দিয়ে তৈরি করতে পারেন।
🔶মৃধাঃতাহলে তো খুবই ভালো হয়। আপনি আমাকে তাহলে হেল্প করেন।
🔷 আমিঃ আমি আপনাকে পরামর্শ দিচ্ছি কিন্তু সিদ্ধান্ত আপনি চিন্তা ভাবনা করে নেবেন। প্রয়োজনে পরিবারের সাথে, আরো কয়েকজনের সাথে শলা পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন।
🔶মৃধাঃ ধন্যবাদ ভাই,সুন্দর পরামর্শ প্রদানের জন্য। এখন বলুন হলো ব্রিক্সে আপনি আমাকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন?
🔷আমিঃ
#প্রথমত আপনি নিশ্চিন্ত থাকেন পোড়া ইটের তুলনায় আপনার বাসা অধিক দীর্ঘস্থায়ী, মজবুত, আকর্ষণীয়, এবং কম খরচে করতে পারবেন।
#দ্বিতীয়ত আপনি আপনার বাসার সামনে ছোট্ট পরিসরে হলো ব্রিক্স এর ব্যবসা শুরু করতে পারেন যার জন্য মেশিন "র" ম্যাটেরিয়ালস এবং সিমেন্ট বালি, পাথর সংগ্রহের জন্য সঠিক সোর্সিং আমি আপনাকে দিয়ে হেল্প করতে পারবো।
🔶মৃধাঃ ভাই আমি বিদেশ থাকতেই চিন্তা করে এসেছি এমন একটি ফ্যাক্টরি দেবো, খুব ভালো হলো একসাথে সবকিছু আপনার নিকট থেকে পাওয়া যাবে। আপনি অনুগ্রহ করে আমার বাসার জন্য হলো ব্রিক্স এবং ফ্যাক্টরি করার জন্য সমগ্র জিনিস সরবরাহ করুন। প্রয়োজনে আপনার সাথে আমি একটি মিটিং করতে ইচ্ছুক আপনি যেখানে বলবেন।
🔷আমিঃ ভাই দ্রুত কোনো সিদ্ধান্ত নয়, আমাকে আপনার বিশ্বাস নয়, আপনি অবশ্যই জেনে-শুনে-বুঝে আমাকে জানান।
☘️☘️ তিনদিন পর।☘️☘️
🔶মৃধাঃ ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আপনি বলুন ফ্যাক্টরি করতে কত টাকা খরচ হবে?
🔷 আমিঃ প্রতিদিন প্রোডাকশন এর উপর নির্ভর করে আপনাকে মেশিন নিতে হবে সেক্ষেত্রে প্রতিদিন ২৫০০০ হলো ব্রিক্স পিচ প্রোডাকশন করতে আপনার ৩৫ লক্ষ(আনুমানিক) টাকার মতো খরচ হতে পারে। ঠিক আছে তাহলে আমরা আগামীকাল দেখা করছি।
☘️☘️পরের দিন☘️☘️
সভাশেষে সিদ্ধান্ত,
বাড়ি তৈরীর জন্য হলো ব্রিক্স, ইঞ্জিনিয়ারের ডিজাইন সবকিছু ফাইনাল করা হলো এবং ফ্যাক্টরির জন্য জায়গা দেখার প্রস্তুতি।
মোটামুটি ভাবে ৪০ লক্ষ টাকার একটি প্রজেক্ট ছোট্ট একটি আলোচনার মাধ্যমে হয়ে গেল।
সবকিছু নির্ভর করবে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার কনফিডেন্স এবং আপনার প্রতি বিশ্বাস।
সবকিছু মিলেই অনেক ভালো একটি সেলস আপনি অর্জন করতে পারবেন, যদি আপনি নিজেকে সেভাবে ব্র্যান্ডিং এবং অন্যকে মোটিভেশন করার মতো বুদ্ধি রাখেন।
🔶মৃধাঃ ভাই একটি অনুরোধ রাখতাম
🔷আমিঃ জি বলুন
🔶মৃধাঃ আপনারা সারা বাংলাদেশে নাকি ফ্যাক্টরি নিচ্ছেন আমাকে যদি আপনার সাথে শেয়ার হোল্ডারের রাখতেন তাহলে আমার ফ্যাক্টরির সেলস ভলিউম ঠিকঠাক তো এবং আপনার মত পার্টনার পেলে খুশি
🔷আমিঃ আপনাকে স্বাগতম কিন্তু প্রথমে আপনি আমাদের ডিড, এগ্রিমেন্ট, কনস্টিটিউশন, প্রসিজার, সবকিছু দেখে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই জানাবেন।
আমি Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর ছাত্র এবং গর্বিত সদস্য।
১. সেখানে আপনি জানতে পারবেন সঠিক পার্টনার নির্বাচন করতে এবং পার্টনারশিপ বিজনেস করতে গেলে কি কি বিষয় আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে।
২. কি কি বিষয়ে আপনাকে পরিষ্কার ধারণা নিতে হবে এবং আপনি কিভাবে একজন পার্টনার হতে পারেন।
সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো আগে নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর যুক্তহন। কিছুদিন জানুন, শিখুন এরপর না হয় আমরা পার্টনারশিপ বিজনেস যুক্ত হবো।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৯
Date:- ২৩/০২/২০২১
ধন্যবাদ
হুমায়ুন কবীর প্রধান
ব্যাচঃ ৭ন
রেজিস্ট্রেশন নংঃ ১১১১
বর্তমানঃ ভৈরব
স্থায়ীঃ দিনাজপুর