ব্যাবসায় হটাৎ বড় ধরণের একটা ধাক্কা লেগে গেলো
☑️☑️ নিজের জীবনের কিছু কথা
কোথাও আছে সুখ ও আনন্দ
কোথাও বা দুঃখ ব্যাথা........ ☑️☑️
👇👇👇
নিজের জীবনের শুরুটা কিভাবে কেটেছে তা নাই বললাম। কারন সেখানে অনেক কথা। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের এক একটি জীবন এক একটি গল্পের মত।
তাই আমি আমার জীবনের অল্প কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
✍️✍️✍️
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে শুরু করলাম ফেইসবুক ভিত্তিক ব্যবসা, নিজেই একজন ওয়েব ডেভেলপার তাই দেরি না করে ওয়েবসাইট ভিত্তিক কাজ শুরু করে দিলাম, প্রথমে বাসার মধ্যেই অফিসিয়াল কার্যক্রম শুরু করলেও কয়েক মাস পরেই অফিস নিতে সক্ষম হলাম। শুরু করেছিলাম ছোট ভাইকে সাথে নিয়ে, তারপর একজন, দুই জন করে পার্ট টাইম, ফুল টাইম সহ মোট ১৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম, এর ই মধ্যে ২টি অফিস একটি দোকান নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রতি মাসে ১-৫ তারিখের মধ্যেই সবার সেলারি দেয়ার চেষ্টা করতাম। ফেইসবুক ক্যাম্পেইন এ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, সর্বোচ্চ একমাসে সারে ৩ লক্ষ টাকা দিয়েছি। অফিসের সবাইকে ফ্রি কক্সবাজার এবং সেন্টমার্টিন ট্যুর করিয়েছি, স্বপ্ন অনেক বড়, তাই ছোট ছোট কাজ গুলো খুব আনন্দের সহিত করতে পছন্দ করি।
😪😪😪
২০১৮ সালের শেষের দিকে ফেইসবুক আমার ২ টি page অফ করে দিলো তেমন কোনো সঠিক তথ্য দেয়া ছাড়াই, শুধু এতটুকুই বলেছে তাদের পলিসি ব্রেক হয়েছে, কি পলিসি ব্রেক হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি, একটি page এ ফলোয়ার ছিল ৫৩ হাজার+ , অন্যটিতে ছিলো ৪০ হাজার + 😪😪😪
✍️✍️✍️
মানুষের জীবনে উত্থান পতন থাকবেই। তাই আমার জীবনও এর ব্যাতিক্রম নয়। আমিও অনেকবার অনেকভাবে হোচট খেয়ে কখনও পরে গিয়েছি আবার কখনও দাঁড়িয়েছি।
ব্যাবসায় হটাৎ বড় ধরণের একটা ধাক্কা লেগে গেলো, কোনো ভাবেই সেখান থেকে বের হতে পারতেছিলাম না, কারণ প্রতি মাসে যেপরিমান খরচ সে অনুসারে sale পাচ্ছিলাম না। এখানে বলে রাখি আমি ৩য় ব্যাচ 23 July 2018 থেকে স্যার এর প্রতিটি ভিডিও থেকে মোটিভেশন নেই কিন্তু group এ কোনো একটিভিটি দেখাইনি, তাই যখন-ই একটু হতাশায় গ্রাস করতে চায় তখন-ই Group থেকে মোটিভেশন নেয়ার জন্য চলে আসি। আল্লাহর রহমতে রিকভার হওয়া শুরু হলো, তারপর চলে আসলো - করোনার মহামারী সারা দুনিয়ায়। সবার মধ্যে একটা আতংক তৈরী হয়ে গেলো - একজন , দুইজন করে Job ছেড়ে চলে যাচ্ছে তারপর একটা অফিস ছেড়ে দিলাম, কারণ ২ টা অফিস maintain করাটাও কঠিন হয়ে গেলো, তারপর একসময় সবাই চলে গেলো। তারপর অফিস বন্ধ করেও প্রতি মাসে ভাড়া দিয়ে যাচ্ছি, একটা সময় তাও কঠিন হয়ে গেলো, পরে অন্য অফিস টাও ছেড়ে দিলাম। অফিস ছাড়ার সময় আমি সেখানে ছিলাম না, কোনো মালামাল দেখার জন্যও যাইনি, কারণ নিজেকে কন্ট্রোল করা আমার জন্য সম্ভব হবে না। দুই জনকে দায়িত্ব দিয়ে বাসায় আর দোকানে পাঠানোর ব্যবস্তা করেছি।
♦️♦️♦️
লক ডাউন তুলে নেয়ার পর - আবার ১ জন নিয়ে কার্যক্রম শুরু করেছি - আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রিকভার করার চেষ্টা করছি।
🌺🌺🌺
ভুল থেকে শিক্ষা গ্রহণ : আমি গ্রুপ এ ভালো ভাবে একটিভ থাকলে আমি মনে করে আমার মার্কেটিং কস্ট ১০% ও হতো না, যেখানে আমি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। তাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার প্রিয় শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে, যিনি আমাদের জন্য এমন সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করেছেন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭০
Date:- ২৪/০২/২০২১
মো: কামরুজ্জামান সুমন
ব্যাচ : ০৩
রেজিস্ট্রেশন : ৭৮৬০
থানা : মতলব উত্তর
জেলা : চাঁদপুর
বর্তমান অবস্থান : ডেমরা, ঢাকা
ওয়ারী জোন ঢাকা
স্বত্বাধিকারী : Sajer Kheya