>বদলে যাওয়ার গল্প ♦পর্ব০১♦
"আসসালামু আলাইকুম"
♥ইকবাল বাহার জাহিদ স্যার♥
♥নিজে বলার মত একটা গল্পের ভাই/বোনেরা সবাই কেমন আছেন?
>>মূল বিষয়
আসলে ছোট থেকেই আমি একটু ডানপিটে সবসময় নিজের কাধে কাজ তুলে নিতে পছন্দ করি এ জন্য অনেক সময় সম্মিলিত কাজের ব্যর্থতার দায় ভার আমার উপর আসার অভিজ্ঞা ও আছে
তা নিয়ে আমি মোটেও ভাবছি না
আমি ছোট একটা ব্যবসায়ী পরিবারের ছেলে আমার দাদা- বাবা -চাচা-সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জরিত ছিলো আছে
পড়াশুনায় খুব ভালো ছিলাম তা নয় কিন্তু একেবারে খারাপ স্টুডেন্ট ছিলাম না
ছোট থেকেই মান অভিমান ছিলো প্রচুর
এই মানঅভিমানের কারনে পড়াশুনা
থেকে নিজেকে বঞ্চিত করেছি বলা যায় অকারনে সবার মত এখন আমিও বুঝি কি ভুল করেছি প্রথিবীতে এমন কাউকে পাওয়া যাবেনা যে পড়াশোনা ছেড়ে পরে আফসোস করেনি
যাইহোক আফসোস নিয়ে বসে থাকলে তো চলবেনা তাই বিখ্যাত সেই ভাষনে যেমন বলা আছে যার যা কিছু আছে তাই নিয়ে নামো
জয় আমাদের হবে ইনশাআল্লাহ
নামিলাম মাঠে ঘাঠে শেষে একপর্যায় চাকরি নিলাম(যোগ্যতা অনুযায়ী) কিন্তু না মন বসাতে পারলাম কিছুতেই
>>>চাকরি মানে কপাল আপনার
পাথর মনিবের আপনি সেখানে কপাল ঠুকিয়ে রক্ত দিয়ে কালার করবেন
মনিব তখন পিন্টিং হিসেবে বিক্রি করে
নাম মাএ মুজুরী দিবে আপনাকে
যদি আপনি সৌভাগ্যবান না হোন
তাহলে আরো খারাপ কিছু থাকতে পারে আপনার কপালে
অবশেষে মন স্থির করলাম আমি যেহেতু ব্যবসায়ী পরিবারের ছেলে অতএব ব্যবসাই আমার জন্য উত্তম পেশা হবে
কিন্তু পারিবারিক মনোহারী ব্যবসা আমার ভালো লাগেনা ব্যতিক্রম বহুমুখী কিছু করা ইচ্ছা নিয়ে শুরু করলাম মাইক্রো ক্রেডিট (সমবায় সমিতি)রেজিষ্ট্রেশন নিয়ে শুরুটা ঠিকঠাক চলছিলো
কিন্তু ভুলটা চোখে পড়ে কিছু দিনের মধ্যে
সেই মান অভিমানের কারনে আমি যে কয়েক বছর গ্রামে ছিলাম না
এই না থাকার কারনে পার্টনার সিলেকশন ভুল অপরাজনিতি মিলেমিশে আমাকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে
বুঝিয়ে দিয়েছে আমার চিন্তা ভাবনা আর বাস্তব কত কঠিন
দেখতে সব মানুষের মত হলেও সবাই মানুষ না
কেউ কেউ শুধু মানুষের মুখোশ পড়ে থাকে
(আজ এই পযন্ত
চলবে...)
ছবি ১৭-০১-২০২০ইং শ্রীপুর উপজেলা মিটআপে প্রিয় মানুষ গুলো সাথে,
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১১৫
Date:- ২০/০১/২০২০ ইং
মো:ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজিষ্ট্রেশন নং-২৯৫৫
শ্রীপুর -গাজীপুর।