কজন সৃজনশীল উদ্দ্যোক্তার গুনাবলি
অামরা সবাই উদ্যোক্তা হতে চাই। অামাদের প্রিয় মেন্টর সকলের অনেক প্রিয় একজন মানুষ, জনাব ইকবাল বাহার জাহিদ স্যার অামাদের জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করেন শ্রম দেন, সময় দেন। এই সবকিছু শুধু যেন অামরা সকলে ভালো মানুষ হতে পারি, সফল উদ্যোক্তা হতে পারি, এই দেশকে ভালবেসে দেশের মানুষের সেবা করতে পারি।
বর্তমান যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ। ব্যবসায় করতে গেলে প্রচুর প্রতিযোগীতার সম্মুক্ষীন হতে হয়।তাই অামাদের হতে হবে সৃজনশীল। একজন সৃজনশীল উদ্দ্যোক্তার অনেক গুনাবলি অর্জন করতে হয়। অামাদের মধ্যে ঘাটতি রয়েছে অনেক অামরা তাই সর্বদা চেষ্টা করবো এই গুন গুলো অর্জন করার।
১.সৎ মানুষ হতে হবে।
২.পরিশ্রমী হতে হবে।
৩.ধৈর্য ধারন করতে হবে।
৪.পরিবেশের পারিপার্শ্বিক অবস্হা বোঝার ক্ষমতা থাকতে হবে।
৫.দূরদৃষ্টিসম্পন্ন ও নমনীয় হতে হবে।
৬.মুক্ত অালোচনাকে উৎসাহিত করতে হবে।
৭.সমর্থনকারীদের মধ্যে সংযোগস্হাপন করতে হবে।
৮.প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
৯.বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে।
১০.নতুন ধারনা গ্রহন করার ক্ষমতা থাকতে হবে।
১১.উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে।
১২.পরস্পর সহযোগিতার মনোভাব থাকতে হবে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১২০
Date:- ২৫/০১/২০২০ ইং
অাব্দুল জলিল
৩য় ব্যাচ
জেলাঃকুমিল্লা
বর্তমান অবস্হানঃঢাকা
রেজিষ্টেশন নাম্বারঃ৫৯৫৪
মোবাঃ০১৮৩৯৬৪৪০০৫