শুধু ব্যবসায় শিখায় না শিখায় কি ভাবে একটি পরিবার হয়ে থাকা যায়
বাংলাদেশের চার পান্ত থেকে চার জন কে এক টেবিলে বসিয়ে দিলেন জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এটা কি আমি জানি না, পাওয়ার, নাকি ভালোবাসা। যা সুধু নিজের বলার মতো একটা গল্প গ্রুপের এর জন্য সম্ভব হয়েছে।
ঢাকায় শীতবস্ত্র বিতরণ।Kazi Sharif ভাই ফোন দিলেন ঢাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে, স্যার থাকবে উপস্থিত। আমাদের যেতে হবে আর আমাদের কিছু শীতবস্ত্র কিনতে হবে গুলিস্তান চলে আয়। যেই কথা সেই কাজ, আমি, এবং Kazi Sharif ভাই , Md.shovon ভাই , Faysal Bin Sharif ভাই, চলে গেলাম গুলিস্তান, তখন বিকেল ছয়টা বাজে।
শীতবস্ত্র কিনা হলো, তা নিয়ে চলে গেলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে, তখন শীতবস্ত্র সব যায়গা থেকে এনে একত্র করা হচ্ছে, সুধু স্যার আসার অপেক্ষার। আমরা সকলে অপেক্ষা করতেছি স্যার এর জন্য ।
সেই জনসমুদ্র মঞ্চ কাঁপিয়ে স্যার চলে আসলেন রাত ১১ টা বাজে। শীতবস্ত্র বিতর করা হলো খুব সুন্দর ভাবে।
শীতবস্ত্র বিতর শেষ হয় রাত ১ঃ৩০ মিনিটে। তখন বাসায় যাওয়া পালা।
কাজী শরিফ ভাই তখন বল্লো এখন আর কোথাও যাওয়ার দরকার নাই, তরা সবায় চল আমার বাসায়, তর ভাবি বল্লো তদের জন্য স্পর্শাল রেসিপি রান্না করতেছে চল। যেই কথা সেই কাজ। দুইটা বাইকে করে চার ভাই চলে গেলাম কাজী শরিফ ভাই এর বাসায়।
তখন রাত দুই টা বাজে, ভাবি জাগনা আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন। আমরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। খাবারের আইটেম দেখে আমরা অবাক হই , মাত্র দুই ঘন্টায় ভাবি এতো আইটেম রান্না করেছেন,।
আর ভাবির রান্না টা ছিলো অসাধারণ। যার তুলনা হয় না। তখন খাবার খাওয়া শেষ করতে করতে প্রায় রাত তিনটা বাজে। আমরা ঘুমাতে যাই। ভাবি কাজী ভাই এবং আমাদের জিজ্ঞেস করে সকালে বের হবেন কখন তখন কাজী ভাই বলেন সকাল সাতটা বাজে। ভাবি বলে ঠিক আছে ।
সকালে ঘুম থেকে উঠে বের হবো তখন দেখি টেবিলে খাবার রেডি ভাবি বলতেছিলো খাবার টেবিলে আসতে আমাদের সকল কে। আমরাতো আবারো অবাক,।
এতো সকালে ভাবি কি ভাবে রান্না করেছেন। আর রান্না হয়েছিলো আমার খুব প্রিয় গরুর তেহারি।
কাজী শরিফ ভাই এর মাধ্যমে ভাবিকে আবারো ধন্যবাদ জানাই অন্তরের অন্তস্তল থেকে। অনেক পরিশ্রম করেছিলেন ঐ দিন ভাবি।
তাই বলছি ইকবাল বাহার জাহিদ স্যার সুধু ব্যবসায় শিখায় না শিখায় কি ভাবে একটি পরিবার হয়ে থাকা যায়।
একমাত্র নিজের বলার মতো একটা গল্প গ্রুপের জন্য আজ এটা সম্ভব হয়েছে, তার আগে আমরা এক জন আরেক জন কে চিন্তামও না।
ধন্যবাদ আমার সপ্ন দ্রষ্টা প্রাণ প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কে।
স্যালুট স্যার
ধন্যবাদ সকলকে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১২২
Date:- ২৭/০১/২০২০ ইং
মোহাম্মদ রোমান।
ব্যাচঃ তৃতীয়।
রেজিঃ৫৯২৩।
জেলাঃ কুমিল্লা।
বর্তমান অবস্থান (ঢাকা ওয়ারী জোন)।
🇧🇩নিজের বলার মতো একটা গল্পের পরিবার🇧🇩