৪৮০০_টাকার_ব্যবসার_মূলধন_এখন_৪_লাখ
📖📖📖আল্লাহ্ সর্ব শক্তিমান" 📖📖📖
বিসমিল্লাহির রাহমানির রাহিম
🏃আমার ব্যবসা দাঁড় করানোর পিছনে একটা গল্প
⏰আপনাদের মূল্যবান সময় দিয়ে পড়ার অনুরোধ রইল
☪☪শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাকে সুস্থ এবং সফলভাবে বাঁচিয়ে রাখার জন্য আমি আরো শ্রদ্ধার সাথে স্বরন করছি, আমার প্রিয় প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে। যার অক্লান্ত পরিশ্রমের আমরা এতো সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি।
#সবুজ_পাটঃ_৪৮০০_টাকার_ব্যবসার_মূলধন_এখন_৪_লাখ
🙌আমি মোঃসবুজ পাটঃ, একজন উদ্যোক্তা।
তিন ভাইবোনের মধ্যে আমি মোজ ।
আমি চাঁদপুরের ছেলে অসুস্থতার কারনে এসএসসি শেষ করতে পারেনি ।
তাপরে আমি একটি বেসরকি একটি এনজিতে ফিল্ড অফিসার হিসেবে কাজ করি।
দীর্ঘ ৬বছর যাবৎ এনজিওতে কাজ করি নিজে অসুস্থ হয়ে থাকার কারনে চাকরিটা ছাড়তে হয়
👤তারপর দীর্ঘ ৩. ৪ মাস বেকার থাকার পর আমি পুরোপুরি বোরিং হয়ে গিয়েছি আর ভালো লাগে না বেকার থাকতে ।
একজন মানুষের কাজের প্রতি ভালোবাসা থাকলে তার জন্য চাকরি ছাড়াটা খুব সহজ কথা নয়।
👨💼চাকরি ছাড়ার ৬ মাস পর আমার মনে হতে থাকে শুধু শুধু বসে না থেকে তার কিছু একটা করা দরকার।
🏢🏭যেহেতু আমার অফিসের পাশে গার্মেন্টস আইটেমের দোকান ছিল অনেক অভিজ্ঞ মোটামুটি ছিল। তারপরে সামনে চলে আসলো ঈদমুখী বাজার সেই সুযোগে আমি আমার এক পরিচিত ভাইয়ের দোকানে কাজ করি দুই মাসের মত মোটামুটি ব্যবসা শিখতে এবং বুঝতে পারলাম
চাঁদপুরের সেই উৎসাহ, সামান্য অভিজ্ঞতা আর মাত্র ৪,৮০০/- টাকা পুঁজি নিয়ে ২০১৯ সালের ২৫ জুলাই থেকে শুরু হয় আমার উদ্যোক্তা জীবনের পথচলা।
তারি মাঝখানে হঠাৎ একদিন " নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের সন্ধান পাই তখন স্যারের প্রতিটি ভিডিও প্রতিটি লিখা আমার মন ছুয়ে যায় তখননি আমি বেবে রাখলাম আমি যুক্ত হবই তখন আমাদের এক ভাইয়ের সহযোগিতা আমি রেজিস্ট্রাশন করি আর যুক্ত হই আষ্টম ব্যাচ থেকে। আমি এখন অফলাইনের পাশাপাশি অনলাইনে চেল করি। এটা সম্ভব একমাত্র আমার ফাউন্ডেশনের জন্য আর আমাদের প্রিয় স্যারের জন্য। যায় অক্লান্ত পরিশ্রমে পেয়েছি দেশের ৬৪ জেলার এবং বিশ্বের ৫০টি দেশের মজবুত নেটওয়ার্ক। সেই জন্য আমারও টিকে থার ইচ্চে হয় এই ফাউন্ডেশনে।
আমার উদ্যোগ শুরু আমি প্রথমে ছোটখাটো একটা দোকান নেই ওটা মধ্যে শার্ট,প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, জুতা, পাঞ্জাবি, কয়েকদিন পরে, থ্রি পিস ।
এখন তার পাশাপাশি ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্ট এ্যাসেন্ট নেই এবং সফল হই ঐ সিম নিয়ে এখন আমি বাংলাদেশের সেরা ৪ এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করে আমি প্রথম হই
আমি মনে করি, একজন উদ্যোক্তার বিশেষ করে পুরুষ উদ্যোক্তার প্রতিটা দিনই অনেক রকম চ্যালেঞ্জের সঙ্গে পার করতে হয়, একজন পুরুষ বিজনেস করতে পারে সমাজের চোখে এটাই যেন অনেক বড় একটা অপরাধ, আশেপাশের মানুষগুলোর বাঁকা দৃষ্টি বেশিরভাগ আমার উদ্যোক্তাতেই দেখতে হয় সঙ্গে থাকে নানারকম অপ্রীতিকর উক্তি।
ব্যবসা শুরুর সময় থেকে আমিও একইভাবে সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। তবে কোনো কিছুই তাকে থামাতে পারেনি। বরং সমালোচকদের কটুক্তিই যেন আমাকে আরও বেশি সাহস দিয়েছে। তাই তো আজ আমি একজন সফল উদ্যোক্তা।
ভালোমানের পণ্যের খোঁজ, কর্মী খোঁজা,তাদেরকে হাতে ধরে শেখানো সবই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আমার পোশাকের জন্য ভালো মানের পাইকারি দোকান ঘুরে ঘুরে কাপড় সংগ্রহ করে নিজেই করি । কাপড়ের মান ও ব্র্যান্ডিং নিশ্চিত করতে সব সময়ই ভালোমানের পণ্য সংগ্রহ করি আমি ।
আমি উদ্যোগ নিয়ে স্বপ্ন দেখি, কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে তার উদ্যোগের মাধ্যমে এবং নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার। অন্য কারো পরিচয়ে নয় বরং নিজের পরিচয়ে পরিচিত হতে চাই আমি । এরই মধ্যে আমার ব্যবসার লাভের টাকা দিয়ে আমার চিকিৎসার জন্য প্রতি মাসে কিছু কিছু টাকায় ব্যাংক একাউন্ট এর মধ্যে জমিয়ে রাখে আমার চিকিৎসার খরচ চালাই। এভাবেই এগিয়ে চলেছি স্বপ্ন পূরণের পথে।
তাই আজ আমার ৪.৮০০ টাকার সেই ব্যবসার মূলধন দাঁড়িয়েছে ৪ লক্ষ টাকায়।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭১
Date:- ২৫/০২/২০২১
মোঃ সবুজ পাটঃ
অষ্টমঃ ব্যাচ
রেজিস্ট্রেশন নাম্বার ৯১১৪
কমিউনিটি ভলান্টিয়ার
নিজ জেলাঃ চাঁদপুর
আমার প্রতিষ্ঠানের নাম পাটোয়ারী ফ্যাশন হাউজ এন্ড এক্সপোর্ট গ্যালারি
https://www.facebook.com/পাটোয়ারী-ফ্যাশন-হাউজ-এন্ড-কসমেটিক-সেন্টার-103889117697247/