রক্তের সম্পর্ক ও কখনও এতো মধুর হয়না
আসসালামু আলাইকুম
পরম শ্রদ্ধেয় স্যার এবং আমার প্রিয় পরিবারের সকলের জন্য অফুরন্ত দোয়া ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই গ্রুপ থেকে যা পেয়েছি ;
১/ সুশিক্ষা
২/ নিয়মানুবর্তিতা
৩/মত বিনিময় করার সুযোগ
৪/অনেক বড় একটা নেটওয়ার্ক
৫/সবার সহযোগিতা
৬/আন্তরিকতা
৭/আত্ববিশ্বাস অর্জন করা
৮/মনোবল ফিরে পাওয়া
৯/ভালো সার্ভিস
১০/অজানাকে জানা
১১/নিজেকে প্রকাশ করার সাহস
১২/কর্মক্ষম হবার সুযোগ
১৩/লেগে থাকা
১৪/যৌথ পরিবারের স্বাদ
১৫/হতাশা দূর করা
১৬/অফুরন্ত ভালবাসা
১৭/অকল্পনিয় সম্মান
১৮/সপ্ন দেখতে শেখা
১৯/পরোপকার করা
২০/ইতিবাচক হওয়া
এখানেই সব কিছু শেষ নয়, আমার মনে হচ্ছে এ লিখা অগনিত। রাত ভোর করে ফেললেও এই বর্ননা ফুরোবার নয়। আমার তো প্রতিনিয়ত মনে হচ্ছে আমি স্যার সহ সবার কাছে চীর ঋণী।
কি করে এত ঋণ শোধ করবো আমি জানিনা।
এত ভালবাসা পাবার যোগ্য একদমই যোগ্য নই।
অথচ যখনই যার সাথে যোগাযোগ করি তখনই তাদের কাছে ফিরে পাই অনাকাঙ্ক্ষিত ভালবাসা।
মাঝে মধ্যে অবাক হয়ে যাই, কি করে সম্ভব হয়?
রক্তের সম্পর্ক ও কখনও এতো মধুর হয়না।
কি আচরণ, কতো মধুরতা, কতো কালের যেন আপনার চেয়েও আপন?
মাত্র নয়টি মাসে কি করে এমন আন্তরিকতা গড়ে ওঠে? এসব বিষয়ের প্রধান নায়ক আমাদের পরম প্রিয় স্যার একথা অস্বিকার করবার কোন প্রশ্নই আসেনা।
স্যারকে ধন্যবাদ শত কোটিবার দিলেও শেষ হবেনা কৃতজ্ঞতা প্রকাশ করা।
কি মধুর সম্বোধন করে ভাইয়েরা / বোনেরা, আমি দারুণ মুগ্ধ হই। কেহ "বোন" ডাকেন,
কেহ "আপু" ডাকেন, কেহ "আপা" ডাকেন, কেহ আবার আপুমনি,কেহ বা "প্রিয় আপু ডাকেন।
এদেরকে ছেড়ে কি করে দূরে থাকবো ভাবতেও পারছিনা। এতো ভালবাসা কোথায় রাখবো? আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা, আমি তো মরবার আগ মূহুর্ত পর্যন্ত মনে রাখবো সব্বাইকে। আশাকরি আপনারও মনে রাখবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 126
Date: 31.01.2020
ইয়াছমিন আফরিন
ধানমন্ডি
৭ম ব্যাচ
নিবন্ধন নং৩৪৫৬