একটি কাজে টয়োটা শোরুমে
আমরা সবাই অনেক অনেক ভাগ্যবান,
আমাদের গ্রুপের নাম কবু হবেনা অম্লান।।
শিক্ষক হিসেবে পেয়েছি যে মহান,
মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানুষ যিনি।
আমাদের মনের মাঝে জায়গা করে আছেন তিনি।
সে ইকবাল বাহার জাহিদ স্যার।
আচ্ছালামুয়ালাইকুম স্যার।
সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলি,
আজ আমি অনেক খুশি এবং আনন্দিত।
কারণ, আমি নিজের বলার মত একটি গল্প,গ্রুপের সদস্য,আর ইকবাল বাহার জাহিদ স্যার আমার প্রিয় শিক্ষক এবং ব্যক্তিত্ব।
আজ আমি একটি কাজে টয়োটা শোরুমে যাই,সেখানে দুই জন ভদ্রলোক বসা ছিল একজন ইন্ডিয়ান স্কুলের শিক্ষক অন্য জন(গালফার) কোম্পানির ইঞ্জিনিয়ার।
পরিচয় হয়ে কথা বলতে বলতে স্যারের লাইভ শুরু হয়েছে,আর নিজেকে সামলাতে না পেরে তাদের থেকে একটু গেপ হয়ে লাইভে মন দিলাম।
উনারা খেয়াল করছেন লাইভ দেখছি হেডফোন লাগিয়ে,
তাদের কথা চলছে।
লাইভ শেষ না হতেই বলে উঠলো আমাদেরকেও দেখাও ভাই কি এত মন দিয়ে দেখছো।
লাস্ট কিছু অংশ দেখালাম,কিছু বুঝতেছেনা যেহেতু উনারা ৩ জনই ইন্ডিয়ান ৩ জনের একজন টয়োটার ব্রাঞ্চ ম্যানেজার।
আমি সুযোগ পেয়ে বিস্তারিত কিছু কিছু বুঝাতে শুরু করি গ্রুপের কাজ এবং প্রিয় স্যারের কায্যপ্রনালী।
তারা হতভাগ হয়ে শুনতেছে,তাদের আন্তরিকতা দেখে
যতটুক সম্ভব বুজানোর পর সে ৩ জন হাইক্লাসের মানুষ এর মন্তব্য শুনে আমার কলিজা বড় হয়ে যেন বুকের ভিতর জায়গা হচ্ছে না।
এ ধরনের বড় গ্রুপ, অনাইন অফ লাইন মিলানো।
৯০ দিনের ননস্টপ সেশনে বিনে পয়সায় শিক্ষা সব মিলিয়ে।
১২০ কোটি মানুষের বসবাস ইন্ডিয়াতেও নাকি নেই।
উনারা মন,চোখ ঘুরিয়ে দেখলো অন্য কোন দেশে আছে বলে মনে হচ্ছে না।
তাহলে ভেবে দেখেন ভাইয়া,আপুরা আমরা কত বড ভাগ্যবান।
আশা ও অনুরোধ করি সন্মানিত সদস্য বৃন্দের কাছে আমরা এ সুযোগ কাজে লাগিয়ে ভালো মানুষ হয়ে,সফল উদ্যোগক্তা হয়ে স্যারের অক্লান্ত বিনেপয়সার পরিশ্রমের মুল্যায় করবো।
এ বছরের মধ্যে গ্রুপের নাম গ্রিনেসবুক অফ ওয়াল্ড রেকর্ড এর জন্য দরখাস্ত প্রয়োজন বলে মনে করি।
ভুল ক্ষমা চেয়ে, সবাইকে
ধন্যবাদ।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 129
Date: 03.02.2020
Mn.Karim.
৫ম ব্যাচ রে জি নং ৮০৪
চট্টগ্রাম।
Shahidulkarim29@gmail