✍বিষয়:-অর্থ চক্র ও সফলতা
আমরা মানুষেরা সবাই এই অর্থ চক্রের মধ্যে দিয়েই নিজেকে পরিচালিত করে থাকি,সেটা বুঝে হোক অথবা নাবুঝেই হোক না কেন!
যদী এভাবে বলা হয় যে:- E, S, B, I
তাহলে এমনটি করে বললে ভুল হবেনা হয়ত।
E- employee (চাকুরিজীবী)
S- small business or self employed (ছোট খাটো ব্যাবসা বা স্বনির্ভর)
B- big business ( বড় ব্যাবসা)
I- investor ( বিনিয়োগ কারী)
আমরা মানুষেরা যখন অর্থের প্রয়োজন অনুভব করি তখন E ক্যাটাগরির মানুষগুলো চাকুরির খোঁজে বেরিয়ে পড়ি।🤔
S- ক্যাটাগরির মানুষেরা প্রায়শ একাকি কিছু একটা করে থাকেন।🌅
যেমন:- ছোট খাট ব্যাবসা যেখানে স্বনির্ভর থাকা যায়।নিজের কাজ নিজে করবো,আমার বস আমি।
সম্ভব হলে এই ক্যাটাগরিরর মানুষগুলো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করেন।👇
আর এখানে চাকুরি করতে আসে E ক্যাটাগটির মানুষগুলো।
B- 🧠এই প্রকারের মানুষগুলো সব সময় অর্থ সরবরাহ হয় এমন একটা প্রক্রিয়া বা তরঙ্গ তৈরিতে নিজেকে পরিচালিত করে থাকেন এবং অর্থ উপার্জন করা যায় এমন একটা প্রক্রিয়া তৈরি করেন। হতে পারে সেটা- মাল্টিন্যাশনাল কম্পানি, ই - কমার্চ বিজনেস ইত্যাদি।
উদাহরণ সরুপ বলা যায়,চাল ডাল ডট কম, এ্যামাজন ইত্যাদি।
যেমনটি করেছেন আমাদের প্রিয় মেনটর, মডারেটর ইকবাল বাহার জাহিদ স্যার।🌟
I- এই ক্যাটাগরির মানুষেরা সর্বদা বিনিয়োগের সুযোগ খুজে বেড়াবে যেখান থেকে অর্থ সরবরাহ হতে থাকবে।
👇
আবারো উদাহরণ সরুপ বলা যায়, চাল ডাল ডট কম,এ্যামাজন,মাল্টিন্যাশনাল কম্পানি, রিয়েলইস্টেট বিজনেস ইত্যাদি এই সব জায়গায় সাধারনত i ক্যাটাগরির মানুষগুলো ইনভেস্ট করে থাকেন।
👇
অনেক সময় আমরা E ক্যাটাগরি থেকে B ক্যাটাগরিতে যাওয়ার জন্য ভাবি। কিন্তু আমাদের ভিতরে থাকা E ক্যাটাগরির মনটা B ক্যাটাগরির মনটাকে পূর্বেকার অবস্থায় ফিরে যাওয়ার জন্য উস্কানি দিতে থাকবে।
👀একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন বড় কিছু একটা করার সিদ্ধান্ত নেই তখন নিজের মনের ভিতর থেকেই অনেক বাঁধা আসে।🤔
যেমন :- কিজানি কি হয়, যদী না পারি, যদী লোকসান হয়ে যায়, না থাক এটা আমার দ্বারা সম্ভব না। একেবারে ধবংস হয়ে যাবে এই ভয়ে ভীত, এই সব ভাবনা আসে E ক্যাটাগরির মন থেকে।
👇
E এবং B মনের মধ্যে চলতে থাকে এক কঠিন যুদ্ধ। ভেতরে ভেতরে চলতে থাকা অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই বিষয়টিকে আরো বেশি পরিমানে কঠিন করে তোলে।
এক্ষেত্রে সমস্যাটি হলো,তুমি এখন যেটা নও,আর তুমি এখন যেটা হতে চাও এই দুইয়ের মধ্যেকার বিবাদ।আসলে মনের মধ্যে যে সত্ত্বাটি এখোনো নিরাপত্তা অনুসন্ধান করে বেড়াচ্ছে সেটি সেই সত্ত্বাটির সাথে সংঘাতে লিপ্ত যে সত্ত্বাটি মুক্তি বা স্বাধীনতা পেতে চায়।আর এদের মধ্যে কে জয়ি হবে সেই সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে।
হয় আপনি ব্যাবসা শুরু করুন মানে উদ্যোক্তা হবেন।অথবা চাকুটি অনুসন্ধানের জন্য E ক্যাটাগরির মনের কথা শুনে ফিরে যাবেন চির কালের জন্য।
🧠 মনে আছে কি? আমাদের প্রিয় ইকবাল বাহার স্যার একই সমস্যায় পরেছিলেন।
ফ্যামিলির সবাই যখন বলেছিলেন এত সুন্দর ভাল চাকুরি ছেরে না দেওয়ার জন্য।
মাল্টিন্যাশনাল কম্পানি, ভাল বেতন,বড় পজিশন আর কি চাই?🤔
আমারদের প্রিয় স্যার ইকবাল বাহার সারা রাত্র ঘুমাতে পারেননি,কারন E ক্যাটাগরির মন B ক্যটাগরির মনের সাথে যুদ্ধ করে যাচ্ছিল।
এটা অনেকটা গভীর পানিতে ডুবে মরতে বসা কোন ব্যাক্তির অক্সিজেনের জন্য লড়াই শুরু করার মতো।
কিন্তু আমাদের প্রিয় মেনটর সিদ্ধান্ত নিতে ভুল করেননি।
আজ নিজেই স্যার মাল্টিন্যাশনাল কম্পানির মালিক। এখন চাকরি করেন না, বরং চাকরি দেন।
তাহলে দেখা গেল আমরা সবাই অর্থের খোঁজ করে থাকি।
কিন্তু খোঁজার ধরনটা আলাদা হওয়ার কারনে কেউ সফল হতে পারি আর কেউ সারাজীবন দৌড়ের উপরে থাকি।
স্যার আমাদেরকে প্রাথমিক অবস্থায় S এবং B ক্যাটাগরির উদ্যোক্তা বানানোর জন্য দীন রাত নিরালস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন,যেন কমছেকম পরের চাকুরি করতে না হয়।
আমাদের উচিৎ হবে স্যারের ছাত্র হিসেবে স্যারের মতই সিদ্ধান্ত নেওয়া।
চাকুরি করবো না, চাকুরি দিব ইনশাআল্লাহ্।
সবাই ভাল থাকবেন,সবাইকে ভাল রাখবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 130
Date: 04.02.2020
আব্দুস শাকুর ৭ম ব্যাচ
রেজিস্ট্রেশন নং ৮৫৩
পাবনা,সৌদী রিয়াদ।