আমাদের প্রাণের স্পন্দন "নিজের বলার মতো একটা গল্প"
আসসালামু আলাইকুম।
আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন।
আজকে আমি সকলের সাথে একটি গল্প সেয়ার করবো।
"০৪ জানুয়ারি ২০২০ সাল"
আমাদের প্রাণের স্পন্দন "নিজের বলার মতো একটা গল্প"
গ্রুপের মিলন মেলা ও উদ্দোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
১)সেখান থেকে আমি #taifa Style থেকে প্রথম ছবিতে গলায় ঝুলানো শালটি ক্রয় করি।
২)২য় ছবিতে ১ম ব্যাচের আমার সহপাঠী বন্ধুবর #MD.Ismail Hossin Chad এর কাছ থেকে সুন্দর বনের খলিষা ফুলের মধু ক্রয় করি।আমার মায়ের জন্য। গ্রামে গিয়ে যখন মায়ের হাতে মধুটুকু তুলে দিয়ে নিজে দাড়িয়ে থেকে মা কে খাওয়ালাম, সত্যি মা আমার এতোটা খুশি হয়েছে যা বলার ভাষা আমার নেই।কেননা আমরা ভেজালের বাজারে খাটি মধু পাওয়াটা খুবই চেলেন্জিং বিষয়। মা বল্লো কোথায় থেকে এনেছিলা এই খাটি মধু? মাকে গর্বকরে বল্লাম মা সুন্দর বনের খলিষা ফুলের খাটি মধু এনেছি আপনার জন্য।
রাত শেষ হলো, সকাল বেলা বের হওয়ার সময় শালটা পড়ে মায়ের কাছে গিয়ে বল্লাম আম্মা আমি বাজারে যাচ্ছি। আম্মা আমার দিকে তাকিয়ে আছে♥♥♥
আম্মা তখন আমার গায়ে থাকা শালটি দেখতেছেন এবং আমাকে জড়িয়ে ধরে বল্লো বাবা শালটি খুবই সুন্দর তোকে অনেক সুন্দর দেখায়। আমি বল্লাম তাই?
তাহলে আমার পক্ষ্য থেকে এটা আপনার জন্য সারপ্রাইজ। মাকে দিয়ে ঢাকায় চলে আসি।
মা এটা পড়ে নাই। কয়েকদিন পর বাড়িতে গিয়ে দেখি মায়ের বিছানার পাশে ভাজ করে রেখে দিয়েছে মা আমার জন্য।ঝিঙেস করলাম আম্মা এটা পড়েন নাই? বল্লো বাবা আমি এটা যখনি তোকে দেখতে মন চায় তখনি এটা যেন আমি দেখতে পাই তারজন্যই আমার বালিশের পাশে রেখেদিয়েছি।
আমি তখন চোখের পানি রাখতে পারিনাই আম্মাকে নিজ হাতে তা পড়িয়ে দিয়ে জড়িয়ে ধরে বল্লাম আপনি এটা সবসময় গায়ে রাখবেন।আমি মাঝেমাঝে এসে এটা গায়ে দিবো এবং আপনার পরশ নিবো এটা থেকে।
মাকে বল্লাম মা পুরো বাংলাদেশ এখন ভালো মানুষের সাথে একি পরিবারে আবদ্ধ হয়েছি।দোয়া করবেন।
এখানে কোন খারাপ মানুষের স্থান নেই।খারাপ পণ্যের বিজনেজ করার সুযোগ নেই।
আমি সত্যিই নিজেকে ধন্য মনেকরি, এমন একটি গ্রুপের সাথে যুক্ত হতে পেরে।
বিশেষ কৃতঙ্গতা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি
লাখোলাখো মানুষের স্বপ্ন দ্রষ্টা জনাব #Iqbal Bahar Zahid স্যারের ও পরিবারের সকলের প্রতি। আল্লাহ তায়ালা সকলকে সুখীময় করে দীর্ঘায়ু দান করুক।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 131
Date: 05.02.2020
মোঃ আব্দুল্লাহ আল রাসেল
১ম ব্যাচ
চাঁদপুর জেলা।
রেজিঃনং ৩৩৯৯
মোবাইল -০১৬২০১২৩১১১