তিনটি গরু দিয়ে শুরু করেছি আমার গরুর খামারের পদযাত্রা
আমার বিশ্বাস আমি পারবো । একজন উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু লাগে, সবকিছু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে শিখেছি এবং স্বপ্নের সেই কাংখিত লক্ষ্যে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছি ।
আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সুস্থ রেখেছেন ।
আমি কৃতজ্ঞ আমাদের পরিবারের প্রতি যারা আমাকে খুবই বিশ্বাস করে এবং আমাকে ভালবাসে ।
আমি কৃতজ্ঞ আমাদের প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটি গল্প পরিবারের ফাউন্ডার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি ।
ছোটবেলা থেকে আমার যে স্বপ্ন ,সেই স্বপ্ন আমার কবে পূরণ হবে বা হতো ?
সে কথা আমি জানতাম না !
তবে স্বপ্ন দেখে যেতাম, আমার সেই স্বপ্নের সারথি হয়ে এসেছে আমাদের সকলের প্রিয় ,আমাদের লিডার অফ উইথ জনাব ইকবাল বাহার জাহিদ স্যার ।
যার অনুপ্রেরণায় আমি ১৫/১/২০১৯ সালে তিনটি গরু দিয়ে শুরু করেছি আমার গরুর খামারের পদযাত্রা, এখন আমার খামারে বাছুরসহ গরুর সংখ্যা পাঁচ টা ।
দুই-একদিনের মধ্যে গরুর জন্য ঘর নির্মাণ শুরু করব,
আমার জীবনের সবচেয়ে বড় বাজেটের কাজ হতে যাচ্ছে এটি ।
সবার কাছে আশীর্বাদ এবং দোয়া প্রত্যাশী ।
নিজের বলার মত একটি গল্প এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত না হলে,
আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন টা স্বপ্নই থেকে যেত ।
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
এবং লেগে থাকুন
সাফল্য আসবেই
ইকবাল বাহার জাহিদ স্যার
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 138
Date:14/02/2020
মানিক লাল
তৃতীয় ব্যাচ
ডিসটিক ফেনী
রেজিস্ট্রেশন নং ৬৭৬০
কান্ট্রি এম্বাসেডর" নিজের বলার মত একটা গল্প
রেমিটেন্স যোদ্ধা "সংযুক্ত আরব আমিরাত" দুবাই